![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
তিস্তা চুক্তি নিয়ে এইসব চুদুর ভুদুর শেষ হবে কবে?
ওদের মনে রাখতে হবে তিস্তার পানি ওদের একার না।
এই পানির অধিকার আমাদের সমান ভাবে আছে।
আমাদের দাবি পুরন না কইরা
যদি ভারতরে ট্রানজিট এবং মংলা আর চট্রগ্রাম
পোর্টের সুবিধা দেয় তাইলে কিন্তু
অনেক গোশশা করমু।আর কতদিন
ভারত আমাদের নিয়া খেলবে।
এইবার এই খেলার শেষ চাই।
বাঙ্গালী নিশ্চয়ই ভিতুর জাতি নয়,
এইটা ওদের মনে রাখতে হবে।
তিস্তা চুক্তি না করলে এই দেশ থেকে
যেন একটা ইলিশও ভারতে না যায়
সেই দিকে আমাদের সরকারের তীক্ষ্ণ
দৃষ্টি রাখতে হবে।
০১ লা জুন, ২০১৫ রাত ১০:০৩
রাঘব বোয়াল বলেছেন: যথোপযুক্ত কমেন্টের জন্য ধন্যবাদ।
২| ০১ লা জুন, ২০১৫ সকাল ১১:১৯
ভয়ংকর বিশু বলেছেন: এমনকি একটা মুভিও নকল করমুনা আর।
০১ লা জুন, ২০১৫ রাত ১০:২০
রাঘব বোয়াল বলেছেন: ভয়ংকর বিশু কথাটা যেন মনে থাকে
৩| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:০১
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: এমনকি কোন হিন্দি চ্যানেলও দেখমুনা আর।
০১ লা জুন, ২০১৫ রাত ১০:৩৭
রাঘব বোয়াল বলেছেন: বাহ আমি অভিভূত
৪| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:০৮
হতাস৮৮ বলেছেন: ৪০৪ পাওয়া যাচ্ছে না। আপনি আপনার মগজ পুনরায় রিফ্রেশ করুন।
ভাইয়ে এমন যদি হত, তাহলে তো সোনার বাংলা,সত্যিই সোনার বাংলা রুপে প্রতিয়মান হত। যে দেশের শিক্ষিত সমাজ, উচ্চপদস্থ ব্যক্তি থেকে শুরু করে আমাদের মত ছাত্র সমাজ, সবাই আছে মেরে খাওয়ার তালে ব্যস্ত, আর আপনি এই আশা করেন। আমি আপনার সাথে একমত। আমিও চাই এমন হোক। আমিও চাই আমার দেশের ইলিশ আমরা আগে পাব, তারপর চাহিদা মিটলে অন্য দেশের মানুষকে দিব।আমিও চাই,আমার দেশের চিনি, আমরা কিনে খায়।
অনেককিছুই চাই, যার অধিকাংশই এখনকার সময়ে বাতুলতা ছাড়া আর কিছুই না।
০১ লা জুন, ২০১৫ রাত ১০:৪০
রাঘব বোয়াল বলেছেন: ব্লগ বা ফেসবুকের যুগে আমরা সবাই যদি রুখে দাড়াই তাহলে আমাদের অধীকার আমরা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ।
৫| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: না দিলেও চইলা যাইবো, ইলিশ নিয়া ওরাও কোন চুদুরবুদুর মানবোনা
০১ লা জুন, ২০১৫ রাত ১০:৪২
রাঘব বোয়াল বলেছেন: দেশটারে আর মগের মুল্লুক বানানো যাইবোনা। ব্লগ বা ফেসবুকের মাধ্যমে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
৬| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:৫৩
শতদ্রু একটি নদী... বলেছেন: যারা নদী কিংবা সাগরে ট্রলার থাইকাই মাছ ওইদিকে ডাইভার্ট কইরা দেয় ওরা ব্লগ পড়েনা, ফেসবুকও না।
০২ রা জুন, ২০১৫ সকাল ৯:৪৮
রাঘব বোয়াল বলেছেন: ব্রো ওদের ব্লগ বা ফেসবুক পড়ার দরকার নাই আমাদের সরকারতো এগুলা সম্বন্ধে ভালোই খবর রাখে।সরকার যদি একটু সহায় হয় তাইলেই আর কিছু লাগেনা।
৭| ০১ লা জুন, ২০১৫ রাত ১১:২১
মোহাম্মদ জামিল বলেছেন: ইলিশ আপনারে দেওয়া লাগবে না..আমাদের দেশে মতস্য মন্ত্রী আছে নাকি .যদি না থাকে তখন এই নামের একটা মন্ত্রী বানানো হবে এবং তার প্রধান কাজ হবে ভারতকে মতস্য সপ্লাই করা। হ
০২ রা জুন, ২০১৫ সকাল ৯:৫০
রাঘব বোয়াল বলেছেন:
৮| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:১৮
হতাস৮৮ বলেছেন: দেশ এখন মগের মুল্লুকই। শুধু ইলিশের বেলায়, সব জায়গায়।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ সকাল ১০:৫৭
আমি মিন্টু বলেছেন: ইলিশ কি বলছেন ভাই পুটি পযন্ত দিমু না । আর যারা দয়া করে সীমান্ত এলাকায় আছে তাদের
খেয়াল রাখতে হবে একটি ইলিশ যেন ভারতে না ডুকে ।