![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
আপনারা সবাই জানেন প্রথম আলোর রসালোতে মুস্তাফিজ কাটার শিরোনামে
একটি ছবি ছাপা হয়েছিলো।যেখানে ধনি,কোহলি,ধাওয়ান,রোহিত সহ
অনেককেই মুস্তাফিজ কাট দেয়া হয়েছিলো।
ছবিটি শেয়ার করলাম না সামুর ভয়ে।যদি কট হইয়া যাই!!
আর এই ছবির জন্য দাদুরা বেজায় চটেছে!!!!
যারা চটেছে তাদের তালিকায় আছে
সৌরভ গাঙ্গুলীসহ ভারতের বিখ্যাত
কয়েকটি গণমাধ্যমের বিখ্যাত কয়েকজন সাংবাদিক।
বিষয়টি কার্টুন হলেও বাঁকা চোখে দেখছে ভারতীয়দের
অনেকে। একে ভারতীয় ক্রিকেটের জন্য ‘চূড়ান্ত অপমান’
বলেছে কেউ কেউ।এ প্রসঙ্গে, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী
মন্তব্য করেছেন ‘স্টুপিড অ্যাড’ হিসেবে।
সৌরভ দাদু কই ছিলেন যখন "মওকা মওকা", "ছোটরা বড় হইছে"
আরও বিবিধ অপমান সুচক বিজ্ঞাপন অনেক চ্যানেলে প্রচার
করেছিলো?
দাদারা এখনো সময় আছে অন্যকে সম্মান করুন তাহলে
নিজেরাও সম্মান পাবেন।নতুবা ভবিষ্যতে এর চাইতে বেশি
অপমান সহ্য করতে হবে।
০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩২
রাঘব বোয়াল বলেছেন:
২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: একমত
০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩৩
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ।সহমতের জন্য।
৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩৩
ইমরান আশফাক বলেছেন: একমত একমত।
০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩৩
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ।সহমতের জন্য।
৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৪২
রিয়াদ হাকিম বলেছেন: মজা মজা..
০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:৩৪
রাঘব বোয়াল বলেছেন: হে হে
৫| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৪৯
মোহাম্মদ জামিল বলেছেন: দাদাদের খালি বাম্বুর' উপর রাখতে হবে।..
০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:৩৫
রাঘব বোয়াল বলেছেন: সভাব পরিবর্তন না করলে তাই করতে হবে
৬| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:২৬
স্যার সাকিব ইফতেখার বলেছেন: ইন্ডিয়া নামক দেশটা অন্য কোনো দেশকে সম্মান দিতে শেখেনি...এরা সম্মান পাওয়ার আশা টা করে কিভাবে! :O
০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:৩৭
রাঘব বোয়াল বলেছেন: শুধু দেশটাই বড় কিন্তু মানুষের মন গুলা একেবারেই ছোট
৭| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:৪০
আজাদ মোল্লা বলেছেন: দাদার বাশ দেওয়া হোক ।
লেখার সাথে একমত ।
০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:৩৮
রাঘব বোয়াল বলেছেন: আপনাকে ধন্যবাদ
৮| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই। তারা যখন নিজেরা বানায় তখন সেটার কোন দোষ থাকে না, খালি আমরা বানাইলেই দোষ!!
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১১:২৮
রাঘব বোয়াল বলেছেন: এরপর ওদের সাথে আর কোন কথা না ডাইরেক্ট ভাইঙ্গা দিবো।
৯| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৩
নিশাত সুলতানা বলেছেন: ''যেমন কুত্তা , তেমন বাঁশ '' দিতে হইবেক ।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৯
রাঘব বোয়াল বলেছেন: আবার জিগায়
১০| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৪৭
বাংলার ডাকু বলেছেন: ওরা চুদুর-বুদুর করলে কিছুনা আর আমরা ওদের মাননীয় স্পীকার বানায়া দিলেই দোষ...!!
(আগে মনে ছিলনা বাচ্চা ছেলেদের সাথে খেলে হারলে মান সম্মান কতটা বারে.. যত্তসব বুড়ার দল.. বুড়া বয়সেও খেলার সাধ মেটেনি)
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫
রাঘব বোয়াল বলেছেন:
১১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: আরো ঝাঝালো কিছু উপহার পাবে পরের বার। পুরা ন্যাড়া কাট হবে
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭
রাঘব বোয়াল বলেছেন: ন্যাড়া কাট দিলে ওরা বেল তলায় আর আসতে চাইবেনা
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩০
অঝোরে কষ্ট বলেছেন: দে ধাক্কা