![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে যদি হয় ছাগলের দুই নাম্বার বাচ্চা
তাহলে পাকিস্তান হচ্ছে ছাগলের তিন নাম্বার বাচ্চা।
যারা মোটা অংকের টাকার বিনিময়ে আমাদের চ্যাম্পিয়ন্স
ট্রফিতে খেলাটা নস্যাৎ করতে চাইছে । আর পাকিস্তান
যখন যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ততবার
আমরাই জয়ী ইতিহাস সাক্ষী । এই বারের এই ষড়যন্ত্রের
জবাবও আমরা ঠিকই দিলাম ।কেউ আমাদের দাবিয়ে
রাখতে পারবেনা কখনও পারেওনাই।
পাকিস্তানের হিসাম এখন অনেক জটিল হয়ে গেলো।
পাকিস্তান উপায় হোল শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা সর্বোচ্চ ব্যবধানে জিতা।
কারণ জিম্বাবুয়েতে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ
যদি সবগুলো ম্যাচে জেতে, উল্টো বিপদে পড়ে যাবে পাকিস্তানই।
খাল কেটে কুমির আনার মত এরকম নজির আমার মতে ক্রিকেট
ইতিহাস এর আগে কখনও দেখেনাই।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭
রাঘব বোয়াল বলেছেন: পাগলা এখন কিছুই কইতোনা কারন এতদিন ছিল হাফ পাগলা এখন হইছে ফুল পাগলা।ও মনে হয় এতক্ষণে পাগলা গারতে গেছে গিয়া
২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪০
জামানবিডি বলেছেন: চরম শিক্ষা হয়েছে পাকিস্তানের। শেষ পর্যন্ত ঐ সিরিজে অংশগ্রহন করে কি না তাই এখন দেখার বিষয়।
view this link
১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৮
রাঘব বোয়াল বলেছেন: তাই দেখবার মন চাইতেছে। দেখি নাটকটা কোথায় গিয়া ঠেক দেয়।
৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০৮
নতুন বলেছেন: পাকইস্তান বতমানে আরো এক সিরিজের আয়োজন করতে পারে।
মঙ্গোলিয়া, মাদাগাস্কার, পাকিস্তান ৩ দেশীয় সিরিজির আয়োজন করতে পারে।
( যদি বাকি দুই দল পাকিস্তানের সাথে খেলতে রাজি হয়)
১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩১
রাঘব বোয়াল বলেছেন:
৪| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৯
রাঘব বোয়াল বলেছেন:
৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৯
আমি তুমি আমরা বলেছেন: ভারত-পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকার সাথে জয় প্রমাণ করে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডজের চেয়ে বাংলাদেশই যোগ্য দল। তাই আমরাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব ইন শা আল্লাহ্
১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫
রাঘব বোয়াল বলেছেন: একমত
৬| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:০০
প্রোফেসর শঙ্কু বলেছেন: যোগ্য টিম হিসাবেই যাচ্ছি আমরা।
১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৬
রাঘব বোয়াল বলেছেন: আবার জিগায়
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফান্দে পইরা বগা কান্দেরে, পাকিরে... অপেক্ষায় আছি সরফরাজ পাগলায় কি কয় সেইটা শোনার জন্য।
