নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

আসুন মানুষের চরিত্র জেনে নেই মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে

১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২



A– এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা ব্যবসা ভালো বোঝেন৷ ক্ষেত্রবিশেষে ধৈর্য্য কম থাকে আপনার৷
B– আপনি কিন্তু রোমান্টিক৷প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন৷
C- সম্পর্কের মূল্য দেন৷ আন্তরিকতা পছন্দ করেন৷ খুব সংবেদনশীল হন৷
D- যেটা মনে মনে চান সেটা আদায় করেই ছাড়েন৷স্বভাবগত দিক থেকে আপনি কেয়ারিং৷উচ্চাকাঙ্খী ও বিশ্বস্ত হওয়ার সাথে সাথে আপনি কখনো আবার পরশ্রীকাতর৷
E– খুব বেশি কথা বলতে ভালোবাসেন৷ অসততা অপছন্দ৷
F- এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা আদর্শবাদী ও রোমান্টিক প্রকৃতির হন৷তবে দেখনদারিও আপনি পছন্দ করেন৷
G- ভীষণ খুঁতখুঁতে প্রকৃতির৷খুব পরিশ্রমীও হন এরা৷ লক্ষ্যে পৌঁছতে প্রচণ্ড খাটতে পারেন৷
H- আপনার মধ্যে স্নেহ, মমতা রয়েছে৷ মানসিকভাবে খুব দৃঢ় হন এরা সাধারণত৷হার্ডকোর পারফেকশনিস্ট৷ এদের সহজে সন্তুষ্ট করা যায় না৷
I- বিলাসিতা ভালোবাসেন৷ সম্পর্কের ব্যাপারে খুব একটা বিশ্বস্ত নন৷
J- প্রচণ্ড পরিশ্রমী৷ লং ডিসটেন্স রিলেশনশিপে এরা খুব স্বচ্ছন্দ্য হন৷প্রেমে আস্থা রাখেন৷
K-গুটিয়ে যাওয়া, লাজুক প্রকৃতির৷তবে খুব বেশি ছক করে, প্ল্যান করে চলতে ভালোবাসেন৷আপনার মধ্যে দয়া-মায়া রয়েছে৷
L- অত্যন্ত রোমান্টিক৷ আপনার পার্টনার আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ইন্টেলেকট্যুয়াল পার্টনারই আপনি বেশি পছন্দ করেন৷
M- দ্বিমুখী স্বভাবের৷ যেমনটা দেখান, সেরকম আপনি আদতে না-ও হতে পারেন৷নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷
N- আপনি আবেগপ্রবণ৷ সম্পর্কের গভীরতা বোঝেন৷সবকিছুতেই নিজের হাত পাকাতে পছন্দ করেন৷
O- স্বাভাবের দিক থেকে হাসিখুশি ও মজাদার হলেও সিরিয়াসলি কাজ করে টাকা জমাতে আপনি পছন্দ করেন৷অতিরিক্ত পজেসিভনেস আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে৷
P-সামাজিকতা ও স্টেটাস সম্পর্কে আপনি খুব সচেতন৷আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য৷
Q- সবসময় নিজেকে কাজের মধ্যে রাখতে ভালোবাসেন৷অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা আপনার পছন্দের৷সাদা ফুল আপনার খুব পছন্দের৷
R- নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর৷
S- আদর্শবাদী, রোমান্টিক এবং একইসাথে আপনি সংবেদনশীল৷কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন৷
T- আপনি খুব সংবেদনশীল৷ ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না৷প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ আপনার পছন্দ নয়৷
U- প্রেম আপনার কাছে একটা চ্যালেঞ্জ৷ তাই প্রেমহীন জীবনের কল্পনাও আপনি করতে পারেন না৷অন্যকে উপহার দিতে ভালোবাসেন৷
V- অত্যন্ত স্বাধীনচেতা৷ সম্পর্কে স্পেস পছন্দ করেন৷কখনও কখন একটু ছটফটে৷
W- অত্যন্ত অহংকারী৷ প্রেমের ব্যাপারে চট করে মুখ খুলতে চান না৷ইগো আপনার বড় সমস্যা৷ প্রেমিক হিসেবে খুব একটা বিশ্বস্ত নন৷
X- অল্পেতেই বোর হয়ে যান৷একসঙ্গে দুটো কাজ অনায়াসে করতে পারেন আপনি৷
Y- কোনো কিছু আপনার মনের মতো না হলে তক্ষুণি আপনি তা ছেড়ে দেন৷প্রতিযোগিতার দৌড়ে সামিল হওয়া আপনার পছন্দের৷
Z- অত্যন্ত রোমান্টিক৷ প্রেমিকাকে আগলে রাখাই আপনার জীবনের মূল লক্ষ্য৷

জাস্ট মজা পাইছি বইলা শেয়ার করলাম।সিরিয়াস নিবেন কি নিবেননা এইটা যার যার বেক্তিগত বেপার।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩

লেখোয়াড়. বলেছেন:
L- অত্যন্ত রোমান্টিক৷ আপনার পার্টনার আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ইন্টেলেকট্যুয়াল পার্টনারই আপনি বেশি পছন্দ করেন৷

লেখোয়াড়।

বিরাট গবেষণা।

++++++++++++

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২

রাঘব বোয়াল বলেছেন: :-0 :-0

২| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৭

আবু মুছা আল আজাদ বলেছেন: জটিল...............।

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

রাঘব বোয়াল বলেছেন: আবার জিগায়

৩| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: A– এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা ব্যবসা ভালো বোঝেন৷ ...

ভূয়া!!

আজাদ প্রোডাক্টের আজাদের শুরু তো এ দিয়াই নাকি ;) =p~ =p~ =p~

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮

রাঘব বোয়াল বলেছেন: "জাস্ট মজা পাইছি বইলা শেয়ার করলাম।সিরিয়াস নিবেন কি নিবেননা এইটা যার যার বেক্তিগত বেপার।" পোস্টের শেষে এই কথাটা লিখছিলাম।

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২/১ টা পড়ে আর পড়িনি। সময় নষ্ট। অবাস্তব পোস্ট।

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮

রাঘব বোয়াল বলেছেন: "জাস্ট মজা পাইছি বইলা শেয়ার করলাম।সিরিয়াস নিবেন কি নিবেননা এইটা যার যার বেক্তিগত বেপার।" পোস্টের শেষে এই কথাটা লিখছিলাম।

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: K-গুটিয়ে যাওয়া, লাজুক প্রকৃতির৷তবে খুব বেশি ছক করে, প্ল্যান করে চলতে ভালোবাসেন৷আপনার মধ্যে দয়া-মায়া রয়েছে

সবই দেখি মিল্লা গেল!!!!

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯

রাঘব বোয়াল বলেছেন: কয় কি??? তাইলেতো আমার পুস্ট সার্থক ;)

৬| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: হাহাহা........ B-) চরম সংগ্রহ। প্লাস দিলাম।

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫

রাঘব বোয়াল বলেছেন: হে হে B-) ধন্যবাদ

৭| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮

রাবার বলেছেন: R- নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর৷ :| /:)

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮

রাঘব বোয়াল বলেছেন: =p~

৮| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

আর জে নিশা বলেছেন: M- দ্বিমুখী স্বভাবের৷ যেমনটা দেখান, সেরকম আপনি আদতে না-ও হতে পারেন৷নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷ = হযরত মোহাম্মদ সাঃ

R- নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর৷ = মাউলানা রুমি আঃ

I- বিলাসিতা ভালোবাসেন৷ সম্পর্কের ব্যাপারে খুব একটা বিশ্বস্ত নন৷ - হযরত ইসা আঃ
N- আপনি আবেগপ্রবণ৷ সম্পর্কের গভীরতা বোঝেন৷সবকিছুতেই নিজের হাত পাকাতে পছন্দ করেন৷ - হযরত নুহু আঃ

E– খুব বেশি কথা বলতে ভালোবাসেন৷ অসততা অপছন্দ৷ - ই দিয়ে সম্ভবত আপনার নিজের নাম !!! ???

নামের অক্ষর দিয়ে কারো ব্যাক্তিগত জীবরে অর্থ হয় না, এই নাম দিয়ে অর্থ খুজতে যাওয়া মানে গর্দভের কাজ, মানুষ পরিচয় তার কর্মে । তাই নাম নয় তার কর্মে তাকে খুজুন ।

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

রাঘব বোয়াল বলেছেন: আমি এগুলা বিশ্বাস করিনা।
"জাস্ট মজা পাইছি বইলা শেয়ার করলাম।সিরিয়াস নিবেন কি নিবেননা এইটা যার যার বেক্তিগত বেপার।" পোস্টের শেষে এই কথাটা লিখছিলাম। দয়া কইরা রাগ না কইরা একটু কষ্ট কইরা দেখেন।ধন্যবাদ।

৯| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

রাশেদ-উজ-জামান বলেছেন: আপনি কোন শাস্ত্র থেকে এটা উল্লেখ করলেন। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? জীবনের জটিল ঘটনাগুলোর পরম্পরা নামের ইংরেজী বর্ণমালার ক্রম দিয়ে বিচার করা যায় না।

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৫

রাঘব বোয়াল বলেছেন: একটি অনলাইন ইংলিশ নিউজ এ দেখেছিলাম।
"জাস্ট মজা পাইছি বইলা শেয়ার করলাম।সিরিয়াস নিবেন কি নিবেননা এইটা যার যার বেক্তিগত বেপার।" পোস্টের শেষে এই কথাটা লিখছিলাম।

১০| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯

আর জে নিশা বলেছেন: লেখকের নিজের নাম জানা হলো না, তাহলে বোঝা যেতো লেখকের নামের অর্থ কি হয়, হয়তোবা লেখকের নিজের নামই নেই । দুঃখজনক ।

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬

রাঘব বোয়াল বলেছেন: আমার সম্বন্ধে এরকম মনে হবার কারনটাকি জানতে পারি?? প্রত্যেকটি মানুষেরি নিজস্ব নাম আছে।
তবে ব্লগে আমি সেটা প্রকাশ করতে পছন্দ করিনা বিধায় এই ছদ্ম নাম দেয়া।আমার সম্বন্ধে যেরকম
মন্তব্য করলেন বেপারটি আসলেই দুঃখজনক।

১১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: D- যেটা মনে মনে চান সেটা আদায় করেই ছাড়েন৷স্বভাবগত দিক থেকে আপনি কেয়ারিং৷উচ্চাকাঙ্খী ও বিশ্বস্ত হওয়ার সাথে সাথে আপনি কখনো আবার পরশ্রীকাতর৷
M- দ্বিমুখী স্বভাবের৷ যেমনটা দেখান, সেরকম আপনি আদতে না-ও হতে পারেন৷নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷
O- স্বাভাবের দিক থেকে হাসিখুশি ও মজাদার হলেও সিরিয়াসলি কাজ করে টাকা জমাতে আপনি পছন্দ করেন৷অতিরিক্ত পজেসিভনেস আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে৷
R- নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর৷
S- আদর্শবাদী, রোমান্টিক এবং একইসাথে আপনি সংবেদনশীল৷কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন৷

সবশেষে

Z- অত্যন্ত রোমান্টিক৷ প্রেমিকাকে আগলে রাখাই আপনার জীবনের মূল লক্ষ্য৷


দেখে অনেক হাসছি!!!!!!!!! :P

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

রাঘব বোয়াল বলেছেন: আপনি আসছেন বলে আমিও অত্যন্ত খুশি হইছি

১২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

মাঘের নীল আকাশ বলেছেন: কোন নাম...ফার্স্ট নেম? মিডল নেম? লাস্ট নেম?

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

রাঘব বোয়াল বলেছেন: অবশ্যই তার ডাক নামের প্রথম অক্ষর।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১১

রাঘব বোয়াল বলেছেন: :D :D :D

১৪| ১৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:০৯

নতুন বলেছেন: সবই ভাল গুনাবলি দিয়ে করা... এইটা যদি সব অক্ষর উল্টাপাল্টা করেদেন তবেও একই সাড়া পাবেন।

সবাই নিজের নামের ভাল শুনতে চায় ;)

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

রাঘব বোয়াল বলেছেন: D- যেটা মনে মনে চান সেটা আদায় করেই ছাড়েন৷স্বভাবগত দিক থেকে আপনি কেয়ারিং৷উচ্চাকাঙ্খী ও বিশ্বস্ত হওয়ার সাথে সাথে আপনি কখনো আবার পরশ্রীকাতর৷
M- দ্বিমুখী স্বভাবের৷ যেমনটা দেখান, সেরকম আপনি আদতে না-ও হতে পারেন৷নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷
W- অত্যন্ত অহংকারী৷ প্রেমের ব্যাপারে চট করে মুখ খুলতে চান না৷ইগো আপনার বড় সমস্যা৷ প্রেমিক হিসেবে খুব একটা বিশ্বস্ত নন৷
Y- কোনো কিছু আপনার মনের মতো না হলে তক্ষুণি আপনি তা ছেড়ে দেন৷প্রতিযোগিতার দৌড়ে সামিল হওয়া আপনার পছন্দের৷
এগুলাকি ভাল গুনাবলি :| ????সাড়া পাওয়ার জন্য কখনও ব্লগিং করিনা।ধন্যবাদ।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৮

নতুন বলেছেন: এগুলাকি ভাল গুনাবলি :| ????সাড়া পাওয়ার জন্য কখনও ব্লগিং করিনা।ধন্যবাদ।


সাড়া পাওয়া মানে আমি জনগনের রেসপন্স বুঝিয়েছি। যে আপনি যদি অক্ষরের অথ গুলি উল্টে পাল্টে দেন তবে সবাই একই রকমের রেসপন্স করবে।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

গোধুলী রঙ বলেছেন: H- আপনার মধ্যে স্নেহ, মমতা রয়েছে৷ মানসিকভাবে খুব দৃঢ় হন এরা সাধারণত৷হার্ডকোর পারফেকশনিস্ট৷ এদের সহজে সন্তুষ্ট করা যায় না

এইটা দিয়া কি হিটলাররে বুঝাইতে চান?

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৩

রাঘব বোয়াল বলেছেন: হে হে হে নিজের অজান্তে একটা ভালো মিল পাইয়া গেলুম :P

১৭| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১

মামুন হাসান১৩৯৮ বলেছেন: নামের অক্ষর দিয়ে কারো ব্যাক্তিগত জীবরে অর্থ হয় না, এই নাম দিয়ে অর্থ খুজতে যাওয়া মানে গর্দভের কাজ, মানুষ পরিচয় তার কর্মে

M- দ্বিমুখী স্বভাবের৷ যেমনটা দেখান, সেরকম আপনি আদতে না-ও হতে পারেন৷নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷

M- দ্বিমুখী স্বভাবের মানতে পারলাম না ।
তবে এটা ঠিক নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

রাঘব বোয়াল বলেছেন: "জাস্ট মজা পাইছি বইলা শেয়ার করলাম।সিরিয়াস নিবেন কি নিবেননা এইটা যার যার বেক্তিগত বেপার।" পোস্টের শেষে এই কথাটা লিখেছিলাম। তয় ভাগ্য খারাপ আপনার নামের প্রথম অক্ষরটি M ডিয়ে শুরু :|

১৮| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪

জহিরুল ইসলাম কক্স বলেছেন: খিক খিক খিক

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১২

রাঘব বোয়াল বলেছেন: জহিরুল ইসলাম কক্স বলেছেন: খিক খিক খিক। আপনার খুশিতে আমিও সমান খুশি।

১৯| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
S- আদর্শবাদী, রোমান্টিক এবং একইসাথে আপনি সংবেদনশীল৷কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন৷ ;)

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২০

রাঘব বোয়াল বলেছেন: চুপি চুপি একটা কথা কই, আমিও এই অক্ষরের মধ্যেই পরি B-)

২০| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: S- আদর্শবাদী, রোমান্টিক এবং একইসাথে আপনি সংবেদনশীল৷কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন৷ ;) ;)

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২১

রাঘব বোয়াল বলেছেন: চুপি চুপি একটা কথা কই, আমিও এই অক্ষরের মধ্যেই পরি B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.