![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
ইউকের একটি অনলাইন নিউজে গত ১৮ তারিখে প্রকাশিত হলো যে
৮০,০০,০০০ বছর আগের মানুষের হাতের হাঁড় আর এখনকার
আধুনিক মানুষের হাতের হাঁড় একই!
নাস্তিকদের একটা বড় অস্ত্র "বিবর্তনবাদ"।এর আগেও বার বার প্রমান
পাওয়া সত্যেও ওরা খড় কূটোর মতো আঁকড়ে ধরে ছিলো এই ভুয়াবাদ।
সদ্য এই প্রমাণটি ওদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘার মতই।
পশ্চিমা বিবর্তনবাদীদের লাফা লাফি অনেকটাই কমে এসেছে গত কয়েক
বছর ধরে।
এখন দেখতে ইচ্ছে করছে ওরা ভবিষ্যতে এই বিষয় নিয়া নতুন কি পরিকল্পনা করে।
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১০
রাঘব বোয়াল বলেছেন: ঠিক
২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯
আলী আকবার লিটন বলেছেন: একটা জোকস দিলাম... ল্যামার্কের মতে, জিরাফগুলো এক ধরণের কৃষ্ণকায় হরিণ থেকে বিকশিত হয়েছিল । যখন হরিণগুলো উঁচু বৃক্ষের পাতা খাওয়ার আপ্রাণ চেষ্টা করত, তখন তাদের ঘাড় একটু একটু করে প্রসারিত হয়ে এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে লম্বা হয়েছে । ডারউইন নিজেও একই ধরণের উদাহরণ দিয়েছেন ; দৃষ্টান্তস্বরূপ তিনি তার প্রজাতির উৎস বইটিতে বলেছেন যে খাবারের খোঁজে পানিতে নামতে গিয়ে কিছু ভালুক কালের পরিক্রমায় নিজেরাই তিমিতে রূপান্তরিত হয়েছিল ।
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২
রাঘব বোয়াল বলেছেন:
৩| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১১
পালের গোদা বলেছেন: "৮০,০০,০০০ বছর আগের মানুষের হাতের হাঁড় আর এখনকার আধুনিক মানুষের হাতের হাঁড় একই!" - এতে কিছু্ই প্রমানিত হয় না। বিবর্তনের হিসাবে ৮০ লাখ বছর খুব বেশি সময় না। আর তাছাড়া বিবর্তন মানে এই নয় সে শরীরের প্রতিটি অংশ ক্রমাগত বিবর্তিত হতে থাকবে। সারভাইভালের প্রয়োজন অনুযায়ী ন্যাচারাল সিলেক্শন শরীরের নির্দিষ্ট অংগকে পরিবর্তন করতে পারে কিনবা দীর্ঘ সময় অপরিবর্তিত রাখতে পারে।
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০
রাঘব বোয়াল বলেছেন: সারভাইভালের প্রয়োজনে হোক আর যেই কারনেই হোক তত্যটি যে পুরাই ভুয়া এইটা বলার জন্য কোন অপেক্ষা করার প্রয়োজন নাই।
৪| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: ডারউইনের বিবর্তনবাদ একটি বিতর্কিত বিষয়...একে ভুয়া/সম্পূর্ন সঠিক বলার মত যুক্তি কোন পক্ষেরই নেই!
আর "কালের বিবর্তন"-এ কাল বলতে কত সময় বোঝানো হচ্ছে তা-ও নির্দিষ্ট করে বলা যায় না...!
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩
রাঘব বোয়াল বলেছেন: কথা ঠিক।
৫| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১১
দরবেশমুসাফির বলেছেন: সহমত মাঘের নীল আকাশ
৬| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩
নতুন বলেছেন: উকের একটি অনলাইন নিউজে গত ১৮ তারিখে প্রকাশিত হলো যে
৮০,০০,০০০ বছর আগের মানুষের হাতের হাঁড় আর এখনকার
আধুনিক মানুষের হাতের হাঁড় একই!
আপনি কোন পত্রিকার কথা বলছেন যেটা বলেছে যে হাড় একই??
The shape of our forebears' hands was both a reflection of their stage of evolution, and a driver of that evolution, explained lead author Manuel Dominguez-Rodrigo, a researcher at the Institute of Evolution in Africa in Madrid.
Read more at: Click This Link
এটা ঐ গবেষকের বক্তব্য... কি বুঝলেন পড়ে?
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০
রাঘব বোয়াল বলেছেন: দয়া কইরা গুতা দেন
৭| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮
নতুন বলেছেন: ৮০,০০,০০০ বছর আগের মানুষের হাতের হাঁড় আর এখনকার
আধুনিক মানুষের হাতের হাঁড় একই!
আধুনিক মানুষের হাতের হাড়ের গঠন গাছে যারা থাকতো তাদের থেকে আলাদা... আগের ধারনা ছিলো হাতের হাড়ের গঠন আলাদা শুরু হয়েছে পাথরের হাতিয়ার ব্যবহারের সাথে।
কিন্তু এই হাড়ের গঠন বলছে যে এরা গাছে থাকতো না এবং হাতিয়ার ব্যবহার করতো.... তাই আধুনিক হাতের গঠনের সময়ের পরিবতন আসবে এই আবিস্কারে।
https://www.youtube.com/watch?v=m_e_T-41v3k
উপরের এই গুলান পড়ে যদি আপনার ধারনা হয় যে বিবর্তনবাদ একটা ভুয়াবাদ তাহলে কিছুই বলার নাই।
উপরের লিংক গুলিতে সবাই এই হাড়ের আবিস্কারকে বিবর্তনবাদ এর অংশ হিসেবেই দেখছেন।
যদি আপনি এই সম্পকিত লেখা গুলি পড়ে এই লেখা লিখে থাকেন তবে আমার ধারনা ২ টা
১) আপনি এই আবিস্কার সম্পকে লেখা গুলি পড়ে বুঝেন নাই। ( তাহলে বাংলায় অনুবাদের চেস্টা করতে পারি)
২) নতুবা আপনি বুঝতে চাইছেন না। তবে ধন্যবাদ ।
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪
রাঘব বোয়াল বলেছেন:
৮| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৯
-সাইরাস বলেছেন: পালের গোদা বলেছেন: "৮০,০০,০০০ বছর আগের মানুষের হাতের হাঁড় আর এখনকার আধুনিক মানুষের হাতের হাঁড় একই!" - এতে কিছু্ই প্রমানিত হয় না। বিবর্তনের হিসাবে ৮০ লাখ বছর খুব বেশি সময় না।
বিবর্তনের হিসেবে ৮০ লাখ বছর অত্যন্ত গুরুত্বপূর্ন । এতো দীর্ঘ সময় হাড়ের গঠন অপরিবর্তিত থাকা বিস্ময়কর ।
পোস্টদাতাকে ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ।
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫
আহসানের ব্লগ বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯
রাঘব বোয়াল বলেছেন:
১০| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: বিবর্তন নিয়ে মানুষের অনেক ভুল ধারনা আছে। আমি বিবর্তন নিয়ে একটা সিরিজ লিখছি। চাইলে দেখতে পারেন
বিবর্তন ১০১ (কিউ অ্যান্ড এ)
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪১
রাঘব বোয়াল বলেছেন: অনেক দেরিতে হলেও আপনার কমেন্ট চোখে পড়েছে। আমি আপনার এই বিবর্তন সিরিজ পড়ে নেবো ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: সত্য চাপা্ থাকেনা