![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, তোমরা দাড়ি লম্বা করো এবং মোচ ছোট কর । দাড়ি সংক্রান্ত এ সহীহ হাদীসটি একাধিক হাদীস গ্রন্থে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। হযরত ইবনে উমর রা. এর হাদীসে আছে-রাসূল সা. ইরশাদ করেছেন, তোমরা দাড়ি লম্বা করো, গোফ ছোট রাখো । কোন কোন হাদীসে উপরোক্ত বাক্যের পূর্বে আছে-“তোমরা মুশরিকদের বিরোধিতা করো”।
আসুন জেনে নিই দাড়ি রাখার দারুন কিছু উপকারীতা ঃ
১) অ্যালার্জি থেকে দূরে রাখে
স্বাস্থ্য বিজ্ঞান বলছে, পুরুষদের মধ্যে যাদের ধুলো ময়লা এবং রোদে অ্যালার্জি রয়েছে তাদের জন্য দাড়ি রাখা অনেক উপকারী। এতে করে মুখের ত্বক সরাসরি ধুলো-বালি এবং রোদের সংস্পর্শে আসে না। যেটা আমাদের ত্বকের এবং সাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয় ।
২) স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায়
দীর্ঘ পরীক্ষা- নিরিক্ষার পর বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি রোদ ত্বকে লাগা, শেভ করার সময় ও শেভ করার পর নানা ধরণের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা ইত্যাদি স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।
৩) শেভিং র্যাশ থেকে মুক্তি
অনেকের ত্বক খুব সেনসিটিভ হয়ে থাকে। তারা যদি বারবার শেভ করেন তাহলে ত্বকের সেনসিটিভিটির কারণে শেভিং র্যাশের সৃষ্টি হয়। দাড়ি রাখার অভ্যাস এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনাকে ।
৪ ) ডারম্যাটোলজিস্টগণ স্কিন ক্যান্সার হবার সম্ভাবনা কমে
ঘন ঘন সেভ করার ফলে পুরুষদের ক্ষেত্রে ডারম্যাটোলজিস্টগণ স্কিন ক্যান্সার হবার সম্ভাবনা বাড়ছে, অনেকেই ইদানিং এমন সমস্যায় পড়ছেন । বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন, এমন বিড়ম্বনা থেকে মুক্তি পেতে দাড়ির উপকারীতার পরামর্শে ।
৫) ব্রণের অযাচিত ঝামেলা থেকে মুক্তি
পুরুষের ত্বকেও ব্রণ হওয়া একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার । শেভ করার প্রোডাক্ট ও ধুলো-বালি এই সমস্যা আরও বাড়িয়ে তোলে। অথচ মজার ব্যাপার যারা দাড়ি রাখেন তারা নিয়মিত দাড়ির যত্ন নিলে এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই।
৫) ত্বকে বয়সের ছাপ ধীরে পড়ে তুলনামুলকভাবে
যারা দাড়ি রাখেন তাদের ত্বকে বয়সের ছাপ তুলনামুলক ধীরে পড়ে। বিখ্যাত ডারম্যাটোলজিস্ট ডঃ অ্যাডাম ফ্রাইডম্যান বলেন, ‘মুখের ত্বক দাড়ি দিয়ে ঢাকা থাকার ফলে সূর্যের আলোর মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব হয়।
৬) অ্যাজমার প্রকোপ কমায়
গবেষণায় দেখা যায় দাড়ি রাখা নাকে মুখে ক্ষতিকর ধুলো-বালি ঢুকতে বাঁধা প্রদান করে। ফলে ডাস্ট মাইট যার ফলে অ্যাজমার প্রকোপ বৃদ্ধি পায় তা অনেকাংশে কমে আসে। এতে করে অ্যাজমা সংক্রান্ত ঝামেলা থেকেও মুক্ত থাকা সম্ভব হয়।
সবশেষে পাদটীকায় বলবো শেভ করলে পুরুষদের অনেকটা নারী ও শিশু সুলভ দেখায়, যা আপনি নন। অনেকটা স্কুলের বালকের মতো চেহারা দিয়ে নিজের ব্যক্তিত্ব সংকটে পড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে প্রবল ভাবে ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
নতুন বলেছেন: আমাদের ত্বকের রং কালো এবং বেশি মেলানিন আছে... আমাদের দেশের কতজন মানুষ ত্বকের ক্যান্সার হয়?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
রাঘব বোয়াল বলেছেন: এর কোন সঠিক হিসাব আমার জানার বাহিরে।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: রাখলে তো গাল চুলকায়...এইটার কী সমাধান?!?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
রাঘব বোয়াল বলেছেন: এরকম সমস্যা অনেকেরই হয়।তবে অনেকের কাছ থেকেই শুনেছি প্রথম কিছুদিন এই সমস্যা হবে তারপর ঠিক হয়ে যাবার কথা।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
হাসান বিন নজরুল বলেছেন: হুম আমিও রাখার জন্য মনস্থির করার চেষ্টা করছি দোয়া করবেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
রাঘব বোয়াল বলেছেন: শুনে খুবই ভালো লাগলো।আপনাকে স্বাগতম।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫
মনপুরা হাসান বলেছেন: ধন্যবাদ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পবিত্রতার পোষ্ট
ধণ্যবাদ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১
রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
উরনচণ্ডী বলেছেন: দারুন পোষ্ট। দাড়ি সম্পর্কে অনেক কিছু জানা গেল।