![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
নিজস্ব প্রতিবেদকরাজধানীর ৬৫ শতাংশ এলাকার মাটির গুণগত মান বহুতল ভবন নির্মাণ করার উপযুক্ত নয়। এসব এলাকার মাটিতে ছয়তলার বেশি উঁচু ভবন নির্মাণ করা হলে তা যেকোনো সময় উপড়ে বা হেলে পড়তে পারে। এমনকি নিচে দেবে যাওয়ার আশঙ্কাও আছে।
কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে, নাজুক ৬৫ শতাংশ এলাকায়ও একের পর এক বহুতল ভবন গড়ে উঠছে। মাটির গুণাগুণ পরীক্ষায় ফাঁকি দিয়ে এমনটি করা হচ্ছে বলে অভিযোগ আছে।
রাজধানীর অনেক জলাশয়, ডোবা ও নিচু এলাকা ভরাট করা হয়েছে। ওইসব এলাকায় মাটির নিচে পিট জমে আছে। এই পিট স্পঞ্জের মতো। শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। আবার বৃষ্টির পানি পেলেই ফুলে ওঠে। তখন ভবন দুলে উঠতে পারে। এ ধরনের স্থানে ডুপ্লেক্স কাঠের বাড়ি বানানো উত্তম বলে মনে করেন তিনি। বিশেষ করে মধুপুর ক্লে (লাল মাটি) পাওয়া গেলে বহুতল ভবন তৈরি করা যেতে পারে। রাজধানীতে এ ধরনের নিরেট লাল মাটির এলাকা ৩৫ শতাংশের বেশি হবে না। এসব এলাকায় ১০০-তলা ভবন নির্মিত হলেও কোনো সমস্যা নয়। তবে নির্মাণকাজ হতে হবে মানসম্পন্ন। এ ছাড়া কিছু এলাকায় সামান্য লাল মাটির স্তর আছে। এসব এলাকায় পাঁচ-ছয়তলা ভবন নির্মিত হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পাইলিং করা দরকার।
আমাদের কাছেও ঢাকা শহরের মাটির নাজুক মানের তথ্য রয়েছে। তাতে দেখা যায়, ৬৫ শতাংশ এলাকায় লাল মাটির অস্তিত্ব চোখে পড়ে না। ওইসব এলাকার মাটির পুরুত্ব খুবই কম। কাজেই এ ধরনের এলাকায় বহুতল ভবন নির্মাণ খুবই ঝুঁকিপূর্ণ।
ঢাকার ৫৫০ বর্গমাইল এলাকার অন্তত ৬০ শতাংশ মাটি বহুতল ভবনের ভার সহ্য করতে পারবে না। পুরান ঢাকার মাটির যেমন মান, সে রকম মাটি ঢাকা শহরের আর কোথাও নেই। আবার অনেক এলাকার মাটির মান ভালো থাকলেও সেটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। যেমন পূর্বাচল উপশহর প্রকল্পের অনেক এলাকায় লাল মাটি রয়েছে। সেটা কেটে নিচু এলাকা ভরাট করা হচ্ছে। কিন্তু সেটা করলে ওই মাটির মান আর আগের মতো থাকে না। ভরাট করা এলাকা আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পূর্বাচল উপশহর প্রকল্পে রাজউকের ঠিকাদাররা সেটাই করছে।'
সম্পূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষার মাধ্যমে তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকার অনেক নিচের মাটি সংগ্রহ করেন। মাটির গুণগত মান পরীক্ষা করেন। এতে প্রতিটি স্তরের মাটির ভূতাত্তি্বক অবস্থা, ভূ-প্রাযুক্তিক বৈশিষ্ট্য, গঠন ও প্রকৃতি প্রতিফলিত হয়েছে। তাঁদের তৈরি ভূতাত্তি্বক মানচিত্রে রাজধানীর মাটির মানকে ১৫টি স্তরে তুলে ধরা হয়েছে। প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। মানচিত্রে লাল, গোলাপি, সবুজ, হলুদ ও নীল রং চিহ্নিত করে মাটির মান ফুটিয়ে তোলা হয়েছে। লাল রং চিহ্নিত এলাকার মাটি সর্বোচ্চ মানের। এ ধরনের মাটিতে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে ১০০-তলা ভবনও নির্মাণ করা যেতে পারে। এর পরই আছে গোলাপি রং। এ ধরনের মাটিতে ছয়তলা ভবন করা যায়। পাইলিংয়ের গভীরতা বাড়িয়ে আরো উঁচু ভবনও নির্মাণ করা যেতে পারে। তবে অবশ্যই প্রকৌশলীর পরামর্শ নিতে হবে। এ ধরনের মাটি স্বল্প উচ্চতার ভবন নির্মাণের জন্য মোটামুটি। এ ছাড়া অন্য তিনটি রঙের মাটিতে কোনোক্রমেই বহুতল ভবন নির্মাণ নিরাপদ নয়। নীলরঙা এলাকায় কোনো অবকাঠামোই নির্মাণ করা যাবে না। অন্য স্থানে কাঠের ঘর বা বড় জোর ডুপ্লেক্স নির্মাণ করা যেতে পারে। এসব এলাকাকে সবুজ ও হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।
জরিপ অধিদপ্তরের মানচিত্রে দেখা যায়, রাজধানীর কয়েকটি এলাকা ছাড়া বাকি সব এলাকার মাটিই নিম্নমানের।
সর্বোচ্চ মানসম্পন্ন মাটি রয়েছে কতোয়ালি, মতিঝিল, কাকরাইল, খিলক্ষেত, ধানমণ্ডি, গুলশান, বনানী, উত্তরখান, উত্তরার অংশবিশেষ, সায়েদাবাদ, কমলাপুর, সেগুনবাগিচা, মিরপুর ১, মিরপুর ২, মিরপুর ৩, মিরপুর ৬ ও মিরপুর ১০ নম্বর এলাকায়। মানচিত্রে এসব এলাকাকে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে খুবই নিম্নমানের মাটি রয়েছে মেরাদিয়া, সাঁতারকুল, বাড্ডার অংশবিশেষ, মিরপুরের ১৪ নম্বর এলাকা, বোটানিক্যাল গার্ডেনের আশপাশের নিম্নাঞ্চল, কল্যাণপুর ও মোহাম্মদপুরের অংশবিশেষ, পল্লবীর নিম্নাঞ্চল, কালাপানি এলাকাসহ আরো কিছু এলাকায়। এসব এলাকায় কোনো ভবন নির্মাণ করাই উচিত নয়।
গোলাপি রং দিয়ে চিহ্নিত করা হয়েছে ১৫ শতাংশের মতো এলাকা। সেখানে বড় জোর ছয়তলা পর্যন্ত ভবন নির্মাণ করা যেতে পারে। তবে ৬০ থেকে ১০০ ফুট পর্যন্ত পাইলিং করা প্রয়োজন। অন্যথায় তিন থেকে সাত দিন টানা বৃষ্টিপাত হলে ভবনগুলো উপড়ে বা হেলে পড়তে পারে। তাই এখানে ডুপ্লেক্স ভবন করা বেশি নিরাপদ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
রাঘব বোয়াল বলেছেন: বিশেষজ্ঞরা ঢাকার মাটির শক্তির উপর ভিত্তি করে একটি ম্যাপ করেছিলো। ফাইলটা আপলোড করতে সমস্যা হবার কারনে দিতে পারিয়ানাই বলে দুঃখিত।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
আমি মিন্টু বলেছেন: আপনি একজন ভালো মাটি বিশেষজ্ঞ
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
রাঘব বোয়াল বলেছেন:
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
আমিন রবিন বলেছেন: ম্যাপটা শেয়ার করলে ভালো হত।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
রাঘব বোয়াল বলেছেন: ফাইলে প্রবলেম আছে। বার বার চেস্টা করেও পারিনাই।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা আত্মঘাতি বাঙালী!
জানি মরে যাব তবুও বাড়ী বানাব! ৬ তলায় গায়গায় ১৮ তলা!
লাভটা কত হিসেব কষে দেখেছেন
মরণ হলে!
সেতো একদিন হবেই!
আপনারজন্যযে অজ্ঞাতেই হাজারো ভাড়াটিয়ার জীবন যাবে!
চুপ!
এভাবেই আমরা আরো বেশী বেশি ঠাই গাড়ছি- মৃত্যুকে বরণ করেই!!!!
ম্যাপটা দিতে চেষ্টা করুন। ফাইল সাইজ বেশি হলে এডিট করে কমিয়ে নিন।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
রাঘব বোয়াল বলেছেন: ফাইলে প্রবলেম আছে। বার বার চেস্টা করেও পারিনাই।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
ম্যাপটির ডাউনলোড লিন্ক থাকলে সেটা দিন।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
রাঘব বোয়াল বলেছেন: ডাউনলোড লিংক নাই ভাই।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
তা হলে ভাই দয়া করে ইমেইল করে দিন, যদি সম্ভব হয়।
[email protected]
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোস্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
রাঘব বোয়াল বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: লাল নীল গোলাপী কোথায় লেখা ?