![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
সব থেকে ভয়ঙ্কর খুনি কে? লাদেন বা হালফিলের আইএসআইএস? ভুল। এমন এক ব্যক্তি এই ভারতেই ছিল যে একেবারে সাদামাটা পদ্ধতিতে খুন করত।
সর্বমোট ৯৩১। কে সেই ব্যক্তি? নাম জানার আগে একটু শব্দ নিয়ে তথ্য দেওয়া যাক। ‘ঠগ’ শব্দটি নিশ্চয়ই সকলের জানা। যে ঠকায়? না, ঠিক তা নয়।
‘ঠগ’ শব্দটি এসেছে ‘ঠগি’ থেকে। অষ্টাদশ এবং উনবিংশ শতকে ভারতে এই ঠগিদের দাপট বেড়ে গিয়েছিল মারাত্মকভাবে। এরা ছিল ডাকাত। তবে ডাকাতির আগে এদের কাজ ছিল খুন করা।
কীভাবে খুন করত এই ঠগিরা?
ব্যবহার করা হত ‘‘কোমরবন্ধ’’ নামে একটি কাপড়। কোমরে জড়িয়ে রাখা সেই কাপড়ের একপ্রান্তে বাঁধা থাকত ওজনদার জিনিস। সেটা পাথর থেকে শুরু করে লোহার টুকরো— হতে পারত অনেক কিছুই। যাঁকে হত্যা করা হবে, তাঁর সামনে দাঁড়িয়ে গলা তাক করে ছুড়ে দেওয়া হত এই কাপড়। ভারী প্রান্ত প্যাঁচ খেয়ে ফাঁস লাগাত গলায়। মৃত্যু ঘনাতে খুব বেশি সময় লাগত না।
এই ঠগিদেরই সরদার ছিল ঠগি বেহরাম। তাকে বলা হত ‘‘ঠগিদের রাজা’’। খুন করা তার কাছে ছিল ধর্মের পালন। ত্রয়োদশ শতক থেকেই ঠগিরা মাথাচাড়া দিয়েছিল। কিন্তু বেহরাম ছিল তাদের সর্বশেষ এবং সবথেকে ভয়ঙ্কর খুনি।
তবে বেহরাম স্বীকার করেছিল ১২৫টি খুনের কথা। বলেছিল আটশত ছয়টি খুনে সে সাহায্য করেছিল।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৮
রাঘব বোয়াল বলেছেন: দুঃখিত। এডিট করে দিয়েছি।
২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ৪০?
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯
রাঘব বোয়াল বলেছেন: দুঃখিত। এডিট করে দিয়েছি।
৩| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৭
তৃতীয় পক্ষ বলেছেন: মারাত্ন্বক ব্যপার কি বলেন ভাই?
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:০০
রাঘব বোয়াল বলেছেন: অবশ্যই মারাত্মক। এইজন্যই শেয়ার করলাম আপনাদের জানার জন্য।
৪| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৯
সবুজ আমস্ট্রং বলেছেন:
-
৯৩১ কেমনে হল? যোগাংক ভুলে গেসেন্নাকি?
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৩
রাঘব বোয়াল বলেছেন: দুঃখিত। এডিট করে দিয়েছি।
৫| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:১৪
অশ্রুকারিগর বলেছেন: আরেকটু বেশি লিখতে পারতেন। ঠগীদের সম্পর্কে যা জানছি সেটা ঠগী নামক বই পড়ে। যা বইতে বলা আছে তার চেয়ে নিশ্চয়ই অনেক ভয়াবহ, রোমহর্ষক ডাকাত দল ছিল এরা। গুপ্তচরবৃত্তির ট্যাকটিক্স ছিল অসাধারণ! যেভাবে কোন একটা বণিক দলের পিছু নিয়ে পুরো দলটাকে মালামাল সুদ্ধ বেমালুম গায়েব করে ফেলতো ! ওরে খোদা !
২৯ শে মে, ২০১৬ রাত ১০:২৭
রাঘব বোয়াল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। পরে আরও কিছু জানতে পারলে শেয়ার করবো।
৬| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: ভয়ানক !
২৯ শে মে, ২০১৬ রাত ১০:২৮
রাঘব বোয়াল বলেছেন:
৭| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: এদের ধর্মপালন খুব ইন্টারেস্টিং ছিল। মা কালির পুজো করত। অনেক সময় মা-কে রক্তে গোসল করাতো বড় দাও মারলে। অবশ্য খুব ভয়ানক দল সমগ্র ভারতে একশটার বেশি ছিল কি না সন্দেহ।
২৯ শে মে, ২০১৬ রাত ১০:২৯
রাঘব বোয়াল বলেছেন:
৮| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:১৫
সায়ান তানভি বলেছেন: ভাল লেগেছে তবে আরেকটু বিস্তারিত হলে ভাল হতো
৩০ শে মে, ২০১৬ দুপুর ১:০৫
রাঘব বোয়াল বলেছেন: পরে আরও কিছু জানতে পারলে শেয়ার করবো।
৯| ৩০ শে মে, ২০১৬ ভোর ৬:৫২
আদিল ইবনে সোলায়মান বলেছেন: পরিসর ছোট কিন্তু তথ্যটি জানলাম
৩০ শে মে, ২০১৬ দুপুর ১:০৫
রাঘব বোয়াল বলেছেন: পরে আরও কিছু জানতে পারলে শেয়ার করবো।
১০| ৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৩৮
ঢাকাবাসী বলেছেন: খুব বেশী সংক্ষেপ হয়ে গেছে! তবু ভাল লাগল্
৩০ শে মে, ২০১৬ দুপুর ১:০৬
রাঘব বোয়াল বলেছেন: পরে আরও কিছু জানতে পারলে শেয়ার করবো।
১১| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:৫০
বিপরীত বাক বলেছেন: british ওদের size করে দি্য়েছিল
৩০ শে মে, ২০১৬ দুপুর ১:০৭
রাঘব বোয়াল বলেছেন:
১২| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:১৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: যাইহোক, তথ্যটি জানলাম এটাই সবছেয়ে কথা!!
৩০ শে মে, ২০১৬ দুপুর ১:০৮
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ
১৩| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
ঈশান আহম্মেদ বলেছেন: আরো বেশি তথ্য থাকলে ভালো হতো না? অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৩
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।পরে আরও কিছু জানতে পারলে শেয়ার করবো।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১৩
লক্ষ্মীছেলে বলেছেন: ৪০ মানিটা কি, সে কি ৪০ টা খুন করেছিল।