| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাঁজা বাবা
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
ছবিঃ গুগল
যতই ভাবি আমি
নিজের মতই থাকি;
দিবস গেলে দেখি
সবটা গেল ফাঁকি।
দিন ফুরালে তবে
রাত্রি হেকে বলে;
আয়রে আমার বুকে
স্বপ্ন দেব বুনে।
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৩
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ ![]()
২|
০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা।
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৪
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ, আপনার জন্য ও ধ্যভ কামনা। ![]()
৩|
০১ লা জুলাই, ২০২০ রাত ৮:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। এমনইতো হচ্ছে ভায়া।
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৪
খাঁজা বাবা বলেছেন: হম ![]()
৪|
০২ রা জুলাই, ২০২০ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৫
খাঁজা বাবা বলেছেন:
![]()
৫|
০২ রা জুলাই, ২০২০ সকাল ৮:৪৪
এ কাদের বলেছেন: ভাল লাগল।
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৪
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ ![]()
৬|
০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:১০
নীল আকাশ বলেছেন: এভাবেই দিনের পর দিন অহেতুক কেটে যায়।
ছবি সুন্দর হয়েছে।
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৫
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ
ছবি ক্রেডিট- গুগল
৭|
০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৬
খাঁজা বাবা বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
৮|
০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
কিন্তু এতবার পঠিত হয়েছে ক্যামনে
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০২
খাঁজা বাবা বলেছেন: আল্লাহ মালুম
আমিও আশ্চর্য, আমার আর কোন লেখা এত পঠিত হয় নি। ![]()
৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: তবুও তো অন্ততঃ রাত্রি আপনাকে বুকে টেনে নেয়। সেটাই ব ক'জনে পায়?
কবিতা ভাল লেগেছে। + +
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৯
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: মননশীল