নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা আধাপাগলা....!!

রাহাত জামান

আমি একটা আধাপাগলা.......!! চলতে চলতে ঘুমাই, ঘুমাতে ঘুমাতে চলি...............

রাহাত জামান › বিস্তারিত পোস্টঃ

কী শেখাতে চাচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলো?

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

কী শেখাতে চাচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলো? এরা এত সাহস পায় কোথায় থেকে? বিডিনিউজটুয়েন্টিফোরডটকমকে আমাদের দেশের সেরা অনলাইন সংবাদপত্র হিসেবে ধরা হয়। তারা এসব কী করছে?

http://bangla.bdnews24.com/lifestyle/article873077.bdnews

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

খেলাঘর বলেছেন:

কি করছে, কি করা উচিত?

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

রাহাত জামান বলেছেন: কী করা উচি‌ৎ, সেটাই তো জানতে চাইছি। শুধু প্রতিবাদ করে এইসব বন্ধ করা যাবে না।

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

পানকৌড়ি বলেছেন: মেয়েরা এখন ভোগ্যপণ্য সেটাই বলছে আরকি । এর প্রতিবাদতো মেয়েদের আগে করা উচিত। তা না করে আপনি ছেলে হয়ে প্রতিবাদ করছেন ।

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

রাহাত জামান বলেছেন: প্রতিবাদ প্রতিটি সচেতন নাগরিকের করা উচি‌ৎ। কিন্তু কথা হল, খালি খালি প্রতিবাদ করে এইসব বন্ধ করা সম্ভব না।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ইউরো-বাংলা বলেছেন: বাংলাদেশ এখন মাল্টি কালচারের দেশ হয়ে গেছে। নানা রকম রুচির মানুষ দেখা যাচ্ছে।

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

রাহাত জামান বলেছেন: নষ্ট, বিকৃত রুচির মানুষে দেশ ভরে যাচ্ছে।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯

মহান অতন্দ্র বলেছেন: "প্রতিবাদ হয় না । এরকম কত কিছুরই তো হয় না ।" "আপনি তো করছেন না , আমি একা করে আর কি করব ।.।.।.।.।। সবারই হয়ত খারাপ লাগে । কিন্তু এসব ভাবনার কারনে আর হয় না ।.।.।।আর আজকাল নিজেকে যত বেশি প্রকাশ করা যায় তাতেই যেন সার্থকতা .।.।.।.।আমি নিজে মেয়ে তবু বলছি । এরকম কিছু দেখছি তো ।

সবাই সার্থক হবার জন্য ছুটছে ।

২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০০

রাহাত জামান বলেছেন: খারাপ লাগে... কী আর বলব। কিন্তু সবাই একদিন বুঝবে, কৃতকর্মের ফল ভোগ করতে হবে।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: কি করবে বলেন ! ওদের ও তো এরকম সস্তা কিন্তু চাটুকদার লেখা ছাপিয়ে কাটতি বাড়িয়ে দু চারটে করে খেতে হবে নাকি !

২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০২

রাহাত জামান বলেছেন: সস্তা চাটুকদার লেখা ছাপাবে ব্যাঙের ছাতা টাইপের পত্রিকাগুলা। স্বাভাবিক। কিন্তু বিডিনিউজের মত একটা পত্রিকা কেন এই কাজ করবে? এটাই আমার প্রশ্ন।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: বিডি নিউজ আর প্রথম আলো কিংবা চ্যানেল আই , সবই ভাই এক । এরা নিজেদের প্রচার ও প্রসারের জন্য বিতর্কিত ও নিন্মমানের অনেক কিছুই করতে পারে । আগেও প্রমাণ দেখিয়েছে তারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.