![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা আধাপাগলা.......!! চলতে চলতে ঘুমাই, ঘুমাতে ঘুমাতে চলি...............
কী শেখাতে চাচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলো? এরা এত সাহস পায় কোথায় থেকে? বিডিনিউজটুয়েন্টিফোরডটকমকে আমাদের দেশের সেরা অনলাইন সংবাদপত্র হিসেবে ধরা হয়। তারা এসব কী করছে?
http://bangla.bdnews24.com/lifestyle/article873077.bdnews
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
রাহাত জামান বলেছেন: কী করা উচিৎ, সেটাই তো জানতে চাইছি। শুধু প্রতিবাদ করে এইসব বন্ধ করা যাবে না।
২| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
পানকৌড়ি বলেছেন: মেয়েরা এখন ভোগ্যপণ্য সেটাই বলছে আরকি । এর প্রতিবাদতো মেয়েদের আগে করা উচিত। তা না করে আপনি ছেলে হয়ে প্রতিবাদ করছেন ।
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
রাহাত জামান বলেছেন: প্রতিবাদ প্রতিটি সচেতন নাগরিকের করা উচিৎ। কিন্তু কথা হল, খালি খালি প্রতিবাদ করে এইসব বন্ধ করা সম্ভব না।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ইউরো-বাংলা বলেছেন: বাংলাদেশ এখন মাল্টি কালচারের দেশ হয়ে গেছে। নানা রকম রুচির মানুষ দেখা যাচ্ছে।
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
রাহাত জামান বলেছেন: নষ্ট, বিকৃত রুচির মানুষে দেশ ভরে যাচ্ছে।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯
মহান অতন্দ্র বলেছেন: "প্রতিবাদ হয় না । এরকম কত কিছুরই তো হয় না ।" "আপনি তো করছেন না , আমি একা করে আর কি করব ।.।.।.।.।। সবারই হয়ত খারাপ লাগে । কিন্তু এসব ভাবনার কারনে আর হয় না ।.।.।।আর আজকাল নিজেকে যত বেশি প্রকাশ করা যায় তাতেই যেন সার্থকতা .।.।.।.।আমি নিজে মেয়ে তবু বলছি । এরকম কিছু দেখছি তো ।
সবাই সার্থক হবার জন্য ছুটছে ।
২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০০
রাহাত জামান বলেছেন: খারাপ লাগে... কী আর বলব। কিন্তু সবাই একদিন বুঝবে, কৃতকর্মের ফল ভোগ করতে হবে।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: কি করবে বলেন ! ওদের ও তো এরকম সস্তা কিন্তু চাটুকদার লেখা ছাপিয়ে কাটতি বাড়িয়ে দু চারটে করে খেতে হবে নাকি !
২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০২
রাহাত জামান বলেছেন: সস্তা চাটুকদার লেখা ছাপাবে ব্যাঙের ছাতা টাইপের পত্রিকাগুলা। স্বাভাবিক। কিন্তু বিডিনিউজের মত একটা পত্রিকা কেন এই কাজ করবে? এটাই আমার প্রশ্ন।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: বিডি নিউজ আর প্রথম আলো কিংবা চ্যানেল আই , সবই ভাই এক । এরা নিজেদের প্রচার ও প্রসারের জন্য বিতর্কিত ও নিন্মমানের অনেক কিছুই করতে পারে । আগেও প্রমাণ দেখিয়েছে তারা ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
খেলাঘর বলেছেন:
কি করছে, কি করা উচিত?