![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা আধাপাগলা.......!! চলতে চলতে ঘুমাই, ঘুমাতে ঘুমাতে চলি...............
দুপুরে ফোন দিসলাম গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে (121)। ব্যাটা আমার প্রশ্নের উত্তরই দিতে পারল না। বললাম যে শিওর হয়ে পরে জানাতে পারবে কিনা। উত্তরে কী বলল, বোঝা গেল না।
একটু আগে দেখি 121 থেকে মিসড কল। ভাবলাম হারামীফোনের লোকেরা আবার এত ভালো হল কবে থেকে, যে কল ব্যাক দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করল? দিলাম আবার 121 এ ফোন। এবার এক আপু ধরল। আমার প্রশ্নটা শুনে আপুটা বলল, "দয়া করে সাথে থাকুন।" এর পর ১ মিনিটের ব্যাবধানে আরও ২-৩ বার বলল "দয়া করে সাথে থাকুন... ব্লা ব্লা..." এরপর বলল, "আমাদের সিস্টেমের গতি একটু ধীর হওয়ায় ইনফরমেশন লোড হতে একটু দেরী হচ্ছে, দয়া করে সাথে থাকুন.. (ল* মা* তোর মায়েরে.....)
কিছুক্ষণ পর আপুটা কথা বলতে শুরু করল। আপুটার ইনফরমেশনে কিছু ভুল ছিল, আমি ভুল শুধরে দিলাম। তারপর আপুটা আবার কথা বলতে শুরু করেতেই কল ড্রপড।
মেজাজ গেল খারাপ হয়ে। অলরেডি ৯ মিনিটে ৫ টাকা কাটসে। আবার কল দিলাম, এক পোলা ধরল।
আমি: ভাই আমি একটু আগে 121 এ কল দিসলাম, কল ড্রপড হয়ে গেল।
পোলা: দুঃখিত সমস্যাটির জন্য। আপনি দয়া করে আপনার সমস্যাটার কথা বলুন।
আমি ধৈর্য নিয়ে আবার সব খুলে বললাম। তারপর পোলাটা কথা বলতে শুরু করতেই কল আবার ড্রপড হয়ে গেল।
আমি অসীম ধৈর্যের প্রমাণ দিয়ে আবার কল দিলাম। আরেক পোলা ধরল।
আমি: ভাই আপনাদের সিস্টেমে কি কোনো প্রবলেম হইসে?
পোলা: কেন বলুন তো?
আমি: আমি 121 এ ২ বার কল দিলাম, ২ বারই কথা শেষ না হতেই কল ড্রপড হয়ে গেল..
পোলা: দুঃখিত সমস্যাটির জন্য। আপনি দয়া করে আপনার সমস্যাটার কথা ব...
কল আবার ড্রপড।
না, আমি আর কল দেইনি। বাংলাদেশের (আমি সহ) ৫ কোটি বোকাচোদার কথা চিন্তা করে হতাশ হয়ে ফোনের স্ক্রিনের দিকে একবার তাকাইসি শুধু।
২| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
মদন বলেছেন: আমার ধারনা ওরা ইচ্ছে করেই কল ড্রপ করে।
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
রাহাত জামান বলেছেন: কল ড্রপ হলে নাকি ১ মিনিট করে বোনাস দিবে। কই, সেরকম কোনো লক্ষণ তো দেখলাম না...
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
মিজভী বাপ্পা বলেছেন: আর কত কমু কন ভাও সব গুলাই খারাপ। খালি হারামি ফুন না এর লগে রবি, ভাঙ্গালিংক, ইয়ার্কিটেল, ঠেলিঠক সব গুলাই বিটলামি শুরু করছে। এর মধ্যে ভাঙ্গালিংকো মন্দের ভালো। বাকি সব গুলার অবস্থা ডাস্টবিনের থিকা ও বাজে
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
রাহাত জামান বলেছেন: মানুষ যে কীসের জন্যে এইগুলারে দেশ থেকে বের করে দেয় না আর কীসের জন্যে এদের অফিস ভাংচুর করে না বুঝি না।
৪| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
টেকনিসিয়ান বলেছেন: ক'দিন ধরে কোন রকম ইনফো ছাড়া আমার ব্যালন্সে রাত ১২.টার পর থেকে ২.৩০প. কেটে ফেলে তাই আমি ১২১ পেরেসানির কথা জেনে ফোন না করে নিকটষ্টত কাস্টমার সা. স্টেশনে যোগাযোগ করি... উনারা আমার সমস্যা শুনে বলল. দুখিতঃ আপনার সমস্যাটি আমাদের মনিটরে শো করবে না তাই ১২১ কল করে ফিক্স করতে হবে......
এরপরই আপনার লিখা চোখে পড়ল....
চিন্তা করছি ফোন করব...না কি প্রতি রাতে ২.৩০ পয়সা বিসর্জন দিতে থাকব...
নিবেদক
৫ কোটি বোকাচোদার জনৈক ১জন
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
রাহাত জামান বলেছেন: আপনিও আমার মত ৪ বার চেষ্টা করে দেখতে পারেন। :p সফল হলে জানাতে ভুলবেন না।
৫| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
রুমি৯৯ বলেছেন: লেখাটি পড়ে খুব মজা পেলাম এবং সেি সাথে আপনার জন্য কিঞ্চিৎ দুঃখবোধ।আসলে আপনার কিছুই বলার নেই এবং করারও নেই।ভাবছি লেখাটি কপি করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেব কিনা !!!!!!!
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
রাহাত জামান বলেছেন: দিতে পারেন, নো প্রব :p আসলেই কিছু করার/বলার নাই, কারণ কল ড্রপ হওয়ার পর আমি জায়গায় বসে মনের সুখে/দুঃখে গালাইলেও ওরা শুনতেও পারবে না। -_-
৬| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩
আদরসারািদন বলেছেন: ভাইজান! ৫ কোটি মুরগী বাগে আনছে। আরো আনার জন্য জোরেসোরে তদবীর চলতেছে।
"দূরে থাকুন"_____হারামির ফোন
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১
রাহাত জামান বলেছেন: আমরা ক্যান দূরে থাকমু????? দেশ আমাদের, so ওদেরকে দেশ থেকে খেদায়ে দেওয়া লাগবে। আর সহ্য হয় না। -_-
৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
কলমের কালি শেষ বলেছেন:
৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
আমি ব্লগার হইছি! বলেছেন: গ্রামীনফোনকে বর্জন করুন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:

হারামীরররররররররররররররররররররর ফোন