![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেচে থাকার মাঝে আছে প্রচুর আনন্দ ।এই পৃথিবীর মহাযঞ্জে আমি নেই একথাভাবতেও পারিনা ।বেচে থাকুন আনন্দে, আনন্দকে খুঁজে নিন নিজের মত করে।নিজকে অন্যের মত করে সাজাতে যাবেন না । হাজারো মানুষের মাঝে আপনী আপনারমত ।বেচে থাকুন আপনার মত করে ।
আজ পর্যন্ত কেঊ শুনেছেন হরতালে কোন পাতি নেতার ছেলে আহত বা নিহত হয়েছে?টিভিতে খবর দেখেছেন কেউ?খেয়াল করবেন সবাই এই অবাল নিরিহ জনসাধরণের এক মাত্র আদরের ধন ।আর কি দোষ ঔ সব পুলিশ ভাইদের?মাসে বড়জোর আট থেকে দশ হাজার টাকা বেতন পায় ওরা । সরকার ওদের দিয়েছে জীবনের বিনিময়ে জীবিকা কর্মসুচী!তারেক রহমান বা জয় আজ ঊন্নত জীবনযাপন করছে ইংল্যান্ড বা আমরিকায় বসে।তার পরিবার বা স্বজনদের নেই কোন ঊত্কন্ঠা। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুলিশ কনস্টেবল বা দুঃখিনি মায়ের সেই ছেলেটির ঘরে আজ শোকের মাতম। বাঙ্গালি বার বার কনডমের মতো ব্যবহৃত হয়েছে, হচ্ছে আর হবে।যতদিন না আমাদের পিঠ দেয়ালে ঠেকছে ।অপেক্ষায় আছি পৃষ্ঠদেশে দেয়ালের ছোঁয়া লাগার ।
©somewhere in net ltd.