নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেরোখাতা (Kherokhata)

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন

রাহিক

বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।

রাহিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এর কারণে বেড়েছে দাম্পত্য কলহ,ঘরে ঘরে অশান্তি।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

বিশেষ প্রতিবেদকঃ সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে,চলমান বিপিএল এর কারণে দেশ জুড়ে দাম্পত্য কলহ,মনোমালিন্য,পারিবারিক অশান্তি আশংকাজনক হারে বেড়ে গেছে । বিশেষ করে যে পরিবারে খেলা পাগল স্বামী ও হিন্দি সিরিয়াল পাগল স্ত্রী রয়েছেন সেসব পরিবার চরম সংকটময় মূহুর্ত পালন করছে বলে গবেষণা প্রতিবেদনটিতে উল্ল্যেখ রয়েছে। তাছাড়া এই দুই অবস্থার কারণে টিভি রিমোটের অবস্থা বারোটা বাজছে বলে জানিয়েছেন বিশিষ্ট রিমোট মেইকার জনাব আবুল । তার ব্যবসার এখন রমরমা অবস্থা বলে জানিয়েছেন তিনি ।







এই পারিবারিক কলহ,দাম্পত্য অশান্তি থেকে দেশকে মুক্তি দিতে অবিলম্বে বিপিএল টুর্নামেন্টকে এই দেশ হতে বিতাড়ন করা উচিত বলে মনে করেন এক স্বঘোষিত বুদ্ধিজীবি । তার মতে,দাম্পত্য শান্তি বিনষ্ট করে এমন কিছুকে প্রশ্রয় দেয়া উচিত নয় । তাছাড়া অনেক পরিবারে এমন স্বামীও রয়েছেন যারা বাসায় টিভিতে খেলা দেখতে না পেরে টিকিট কেটে মাঠে খেলা দেখতে চলে যাচ্ছেন,সেসব পরিবারের স্ত্রীরা উপর্যুপরি বাপের বাড়িতে যাওয়ার হুমকি দেখিয়ে স্বামীদের ঘরে আটকে রাখার চেষ্টা করছেন বলে জানা গেছে।





ছবিঃ অন্তর্জাল থেকে ।





নিছক বিনুদন,সিরিয়াস কিছু নহে এবং ইহা কাকতাল মাত্র,মিল খুজিয়া পাইলে লেখকের দোষ বাহির করা যাইবে না ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

বিল্লা বাবা বলেছেন: সারা বছরই বিপিএল থাকা দরকার। সিরিয়াল এর যন্ত্রণায় মাথা নষ্ট।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

রাহিক বলেছেন: ভাই,আপ্নে এক্কেরে খাটি একখান কথা কয়া ফালাইছেন।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

শ্বর্ণকিট বলেছেন: বিল্লা বাবা বলেছেন: সারা বছরই বিপিএল থাকা দরকার। সিরিয়াল এর যন্ত্রণায় মাথা নষ্ট।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

রাহিক বলেছেন: ভাই,আপ্নে এক্কেরে খাটি একখান কথা কয়া ফালাইছেন।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

wrongbaaz বলেছেন: বিপিএলই সমাধান নয়, ঘরে মা হোক, বোন হোক আর বউ হোক, ছিঃরিয়েল কোন ভাবেই এলাউ করা যাপে না। আমি আমার ঘরে কঠোর ধামকি দিয়া রাখছি ( নয়া ঝামেলা দেশি ছিঃরিয়েল, ভাবতাসি ঐ চ্যানেলই ডিলিট কইরা দিমু, দেখলাম না দেশের কয়েকটা চ্যানেল, কি হইল তাতে)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

রাহিক বলেছেন: ভালো কয়েছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.