নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেরোখাতা (Kherokhata)

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন

রাহিক

বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।

রাহিক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবস আসে যায়,আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেলই থাকে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আজ ১৪ই ফেব্রুয়ারী,বিশ্ব ভালোবাসা দিবস।আজ আবার বসন্তের প্রথম মাস ফাল্গুনের ২য় দিন । এক এক করে আমার জীবন থেকেও হারিয়ে গেছে মূল্যবান ২২ টি বসন্ত । কিন্তু আজ বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনে আমাকে দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল আছে।

কেউ কি আছেন,হাত বাড়িয়ে দেবার



আজ আমি শূণ্য হৃদয়ে নতুন করে শূণ্যতা জাগাতে চাইনি বলে ক্যাম্পাসেই যাইনি,পাছে কোন বন্ধুকে দেখে ফেলি গার্লফ্রেন্ড নিয়ে হাটছে।অথবা চোখে যদি কোন জুনিয়র পড়ে যায় যার হাতটি আরেকজনের হাতে রাখা ।





হায়রে,এমুন ছবি দেখলেই তো কষ্ট লাগে





এ যে বড় জ্বালাময় একখানা ভালোবাসা দিবস যাতে আমার রিলেশনশিপ এর ঘরে লেখা "সিঙ্গেল"।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: :((

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রাহিক বলেছেন: ভাই,আমার চক্ষেও পানি আইসা গেছে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

অমিত বাংলা বলেছেন: সত্যিই ভাগ্যবান আপনি...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রাহিক বলেছেন: ধূর মিয়া,কি যে কন?ভাগ্যবান কেমনে?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আই ঠগ বলেছেন: শুভেচ্ছা অনেক অনেক ভালবাসার ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

রাহিক বলেছেন: ভাই ঠগবাজী কইরা কেমনে ভালোবাসা আদায় করন যায় শিখাইয়া দিবেননি?

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

যোগী বলেছেন: আপনার প্রতি গভির সমব্যাদনা প্রকাশ করছি।
কাওরে যদি মনে মনে ভালোবেসে থাকেন, তার নাম ঠিকানা ফোন নাম্বার দেন আপনার হয়ে আমিই প্রোপোজ করে দেই। আপনার এই দুঃখ আর সহ্য করা যায় না ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

রাহিক বলেছেন: ইহা তো সম্ভবপর নহে ভাইজান।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: এত প্রেমিকার কথা ভাবতে হবেনা। মা বাবার পছন্দে বিয়ে করে ফেলেন।
সুখে থাকবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

রাহিক বলেছেন: তাই করমু ভাবতাছি,তয় আপনার পরামর্শটা নিমুনা।যদি উকিলের মতো কনসাল্টেন্সি ফি চাইয়া বসেন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আইজ ৮ টা এসএমএস পাইছি বাংলালিংক থৈক্কা -- আর রিলেশনসিপ উইথ বাংলালিংক B-) B-) B-)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

রাহিক বলেছেন: এই কথা কইলে তো আমি ক্মু প্রেমের ক্ষেত্রে আমি আপনার সিনিয়র,পেয়ারটেল আমারে প্রেত্যেক দিন একটা কইরা সুন্দর এসএমএস পাঠায়,সাথে আবার বোনাসের ঘোষণা দেয়।

সেই ২০০৭ সাল থাইক্কা শুরু হইছে এই কাহিনী।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: না কনসাল্টেন্সি ফি দিতে হবেনা। বিয়েতে দাওয়াত দিলেই হবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রাহিক বলেছেন: আইচ্ছা,দিমুয়ানে।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

বিডি আমিনুর বলেছেন: আছেন কোলাকুলি করি :(( :(( :(( :((

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাহিক বলেছেন: কেন ভাই,ঈদের চান্দ দেহা গেচে নি?

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

তুষার মানব বলেছেন: আমারও নাইকা :(( :(( :(( :(( :(( :((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

রাহিক বলেছেন: ভাই চলেন সম্মিলিত কণ্ঠ-এ কান্দি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.