নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেরোখাতা (Kherokhata)

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন

রাহিক

বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।

রাহিক › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ !!!!!!!!!!!!

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ !!!!!!!!!!!!



"মাত্র কিছু লাশ পড়েছে । আরো পড়ুক না । তখন লাশের রাজনীতিটা ভালোভাবে করা যাবে । দায়টা চাপানো যাবে অন্যের ঘাড়ে ।"





"তবে ভবনটির মালিক পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. সোহেল রানা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সামান্য একটু প্লাস্টার খুলে পড়েছে। এটা তেমন কিছু নয়।"





এই দেশে মানুষ মরে দেদারসে । সড়কে,নদীতে,রাজপথে কিংবা ভবনে । কিন্তু যারা এই মৃত্যুগুলোর জন্য দায়ী তাঁদের কিছু হয় না । তাঁরা থাকেন এসির বাতাসের নীচে,ধূলাবালি মুক্ত পরিবেশে । আর সরকার থাকেন তিনস্তর বিশিষ্ট হাজার রক্ষীর রাইফেলবেষ্টিত নিরাপত্তায় ।



একসময় এই মৃত্যুগুলো পীড়া দিতো । ইদানিং আর দেয় না । কারণ আমি বেগুনবাড়ী দেখেছি,নিমতলী দেখেছি,মিরেরসরাই দেখেছি, তাজরীন গার্মেন্টসও দেখেছি । মৃত্যুর মিছিল দেখতে দেখতে ক্লান্ত হয়ে আবেগগুলোকে শো-কেসে তুলে রেখেছি ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

টি-ভাইরাস বলেছেন: সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ার কারনে অনেক লোক আহত হয়ে মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে আছে। তাদের জন্যে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন।...স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।....যোগাযোগ- 01681212777 (রন্তু)

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

ওয়াহিদ হিমেল বলেছেন: নিছক দুর্ঘটনা ! এবং আমাদের আল্টিমেটাম
Click This Link

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

রাফিদ চৌধুরী বলেছেন: টি-ভাইরাস বলেছেন: সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ার কারনে অনেক লোক আহত হয়ে মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে আছে। তাদের জন্যে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন।...স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।....যোগাযোগ- 01681212777 (রন্তু)

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

আদরসারািদন বলেছেন: ভাই অনেক দূর না হলে যাইতাম। আর হরতাল তো আছেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.