নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেরোখাতা (Kherokhata)

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন

রাহিক

বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।

রাহিক › বিস্তারিত পোস্টঃ

সাহস পাচ্ছি না,এন্ড্রয়েড ওয়ালটন প্রিমো ডি১ রুট করবো

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

তিনমাস ধরে ব্যবহার করছি সাধের ওয়ালটন প্রিমো ডি১ । রুট করা ফোন ব্যবহারে অনেক সুবিধা আছে শুনে রুট করতে চাইছি । কিন্তু এই ফোনটা রুট করার প্রসেস কিংবা সিস্টেম কিছুই জানি না ।





কাউকে পাইওনি যে,রুট করেছেন ।





কেউ কি আছেন এই ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন । কিংবা রুট করার পদ্ধতিটি বলে দি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

অরূপ দা বলেছেন: ভাই আমি আমার ট্যাব রুট করেই চালাই। এর বেশ কিছু সুবিধা আছে। তবে যেহেতু আপনার মোবাইলের ওয়্যারেনটি আছে। তাই আমি এখনই রুট না করার জন্য বলব। আপনি যদি এখনই রুট করেন তবে ও্যারেনটি আর পাবেন না। আর যদি আমার মত আপনার রুট করার ভূত ওঠেই তবে আপনার সেটের সাথে মিলে যায় এমনই একটা ব্রান্ডের সেট খুজে বের করেন আর দেখেন কোন রুট ভার্সন ঐ সেটে ব্যাবহার করলে ভাল হবে।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রাহিক বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.