![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।
গোটা শতেক লোক
হাতে প্ল্যাকার্ড,ফেস্টুন
মুখে স্লোগান,
কন্ঠস্বরে প্রতিবাদী আহবান,
একটি মিছিল এগিয়ে যাচ্ছে সরবে
রাজপথ দাবিয়ে ।
গোটা শতেক লোক
কেউ যুবা,কেউ বৃদ্ধ
কেউ ছাত্র,কেউবা শ্রমিক
সবার মুখে এক বুলি
এক কন্ঠস্বর,এক আহবান
একটি মিছিল এগিয়ে যাচ্ছে সরবে
রাজপথ দাবিয়ে ।
গোটা শতেক লোক
গলা ফাটিয়ে করছে চিৎকার
“আমাদের দাবি মানতে হবে………….”
হঠাৎ এলো সরকারী পোষাকে আবৃত
পেটুয়ার দল
হাতে লাঠি,কাধে সেমি-অটোমেটিক গান
কয়েকটা ফাকা গুলি
ঠাস ঠাস আওয়াজ ।
অতঃপর………
গোটা শতেক লোক
দ্বিগ্বিদিক ছুটলো,
এভাবেই শেষ হয়ে গেলো
একটি সম্ভাবনাময় মিছিল
অথবা একটি বিপ্লব ।
সিলেট
০৭/১১/২০১৩
রাত ১১.২৪
©somewhere in net ltd.