![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।
ইদানিং জীবনটা কেমন কাটাচ্ছি?
প্রশ্ন এলেই,
উত্তর দিচ্ছি-রাক্ষুসে ব্যস্ততায়,নিদ্রাহীনতায়
এবং
যথারীতি মৌনতায় ।
ইদানিং জীবনটা কেমন কাটাচ্ছি?
প্রশ্ন এলেই,
উত্তর দিচ্ছি-অভিপ্রায় কিংবা ইচ্ছেবিহীন
এবং
যথারীতি স্বপ্নবিহীন ।
ইদানিং জীবনটা কেমন কাটাচ্ছি?
প্রশ্ন এলেই,
উত্তর দিচ্ছি-হাওয়া খেয়ে কিংবা অভুক্তিতে
এবং
যথারীতি শূন্যতায় ।
ইদানিং জীবনটা কেমন কাটাচ্ছি?
প্রশ্ন এলেই,
উত্তর দিচ্ছি-শত সমস্যা নিয়ে কিংবা স্বল্পসমাধানে
এবং
যথারীতি জাগতিক মোহাবিষ্টতায়।
সিলেট,১৮/০৫/২০১৪
রাতঃ ১.১০ মিনিট ।
©somewhere in net ltd.