নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকৃষ্ট তুমি থাকবে অন্ধকারে

ক্ষুধার্ত থেকো, বোকা থেকো

মুন্তাসীর আর রাহী

রক্তিম প্রাসাদ প্রাচীরে বন্দী সবুজ মায়া,এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া,নবজীবনের প্রারম্ভিকতায় হৃদ স্পন্দনের ছন্দপতন,রহস্যময়তায় ঘিরে রাখে আমার শঙ্কিত মন.

মুন্তাসীর আর রাহী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার হোয়াইট হাউজের ওয়েবসাইটে জালিয়াতি করতে গিয়ে ধরা খেলো জামায়াত-শিবির চক্র।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০



আমেরিকার হোয়াইট হাউজের ওয়েবসাইটে জালিয়াতি করতে গিয়ে ধরা খেলো জামায়াত-শিবির চক্র। তাদের সর্দার রাজাকার-যুদ্ধাপরাধীদের বাঁচাতে আমেরিকার ওয়েবসাইটে একটি পিটিশান খুলে তারা, যাতে এক লক্ষ মানুষ সাইন করলে বারাক ওবামা এই নিয়ে বক্তব্য দেবার কথা ছিলো। এক লাখ? পুরো বাংলাদেশে জামায়াতী ক্যাডার বাহিনীর সংখ্যা নিতান্তই অল্প। তার মধ্যে যারা আছে বেশীরভাগ অশিক্ষিত ও অর্ধ-শিক্ষিত। তাই উপায় না পেয়ে এই পিটিশান ওয়েবসাইটে জালিয়াতি করতে থাকে তারা। চুরি, খুন, হত্যা যাদের রক্তে মিশে আছে তাদের কাছে এর চেয়ে ভালো আর কী আশা করা যায়? অবশেষে কর্তৃপক্ষ জামায়াতিদের এই প্রতারনা ধরে ফেলে এবং তাদের পিটিশানটি রিমুভ করে দেয়। :):):)

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

গেস্টাপো বলেছেন: জামাতি কুত্তা অ্যান্ড আওয়ামী মুক্ত দেশ চাই
অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে ;)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

মুন্তাসীর আর রাহী বলেছেন: জামাতি কুত্তা অ্যান্ড আওয়ামী মুক্ত দেশ চাই
অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে। সহমত

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

একজন নিশাচর বলেছেন: ভাল সংবাদ :)

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

কলাবাগান১ বলেছেন: সত্যির জয়। শাহবাগের পিটিশন তো ঠিকই আছে...। ন্যায়ের পক্ষের ২৭,০০০ সাইন (কোন জালিয়াতি ছাড়া) আর জালিয়াতি করে ৯০,০০০ সাইন করার থেকেও শক্তিশালী....।

জামাত-শিবির দাড়িয়ে আছে ভয়-ভীতি, হত্যা, আর জালিয়াতির প্রশ্রয় নিয়ে। আজও দেখলাম ICT Prosecution team's lead Counsel, Barrister Tuhin Afroz's house was attemped for attack.

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

মুন্তাসীর আর রাহী বলেছেন: হুম...।

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

আমি ব্লগার হইছি! বলেছেন: ওদের আসল চেহারা এবার সারা বিশ্বের কাছে উন্মোচিত হল। কত বড় ভন্ড মোনাফেকের দল জামাত। বি এন পির কাছেও কিক খাবে কয় দিন পরে।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

মুন্তাসীর আর রাহী বলেছেন: বি এন পির কাছেও কিক খাবে কয় দিন পরে। হুম...

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

রাতুল রেজা বলেছেন: আ্যঁ তাই নাকি :D

৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

নায়করাজ বলেছেন: শেষ জামানায় ইসলামের নামে কিছু মুনাফেক দুনিয়া শিকার করতে নামবে - এরা হল সেই মুনাফেকের দল।

ওরা ইসলামী দল হয়ে কেন ইহুদী-নাসারাদের কাছে পিটিশন দিতে যাবে ?

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

বিডি আইডল বলেছেন: কালকে কই জানি দেখতাছিলাম এরা একই আইপি থেকে ৪০০-৫০০ ইমেইল করতাছিলো...ছাগল গুলা ছাগলই থাকলো :)

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: কঠিন ধরা খাইছে। এর আগে বিডি নিউজের জরিপে এই কাম কৈরা ধরা খায়াও শিক্ষা হয়নাই!

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: হযবরল শান্তি বিগ্নিত
দূর হোক লোভী ক্ষেমতা
জনতার নাই স্বাধীনতা
অহেতুক হতাহত

১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

একরামুল হায়দার বলেছেন: চোর ধরা পরেছে চোরের জালে

১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

বুড়ো বলেছেন: হাহা। :D

১২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

মাসুদ রশিদ বলেছেন: ইন্টারনেট সংক্রান্ত েকান ব্যাপারেই েদখি এরা সুবিধা করতে পারে না। বলদ নাকি!

১৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

পলাতক আসামী বলেছেন: ঠাডা পরুক ওদের উপর। শুনলাম odesk, freelancer, elance দিয়ে নাকি ''like'' এর কাজ করাইয়া পেজ এর ইউজার বাড়ায়। ছাগু গুলি। X( X( X( X(

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

নিয়েল ( হিমু ) বলেছেন: জয় বাংলা

১৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

ইন্সিত বলেছেন: ছাগলই থাকল.......

১৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: দেশের একমাত্র(!) ইসলামি দল যারা দেশের নাস্তিকদের হাত হতে ইসলাম বাচাতা ব্যস্ত, সেই তারাই প্রতারনার মাধ্যমে সাহায্য চায় ইহুদি নাসারাদের কাছে, একেই বলে আসলে ধর্মের প্রতি গভীর অনুরাগ।

১৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫

কলাবাগান১ বলেছেন: মার্কিন প্রশাসন ভিন্নমতাবলীকে ভীষন ভাবে প্রটেক্ট করে থাকে কিন্তু ফ্রডকে এরা কোন ভাবেই ছেড়ে দেয় না। জামাত-শিবির যা করেছে (হোয়াইট হাউজের ওয়েব সাইটে ফ্রড করার চেস্টা) তা ওরা ইনভেস্টিগেইট না করে ছাড়বে নে..। (ওয়েব সাইটের নিরাপত্তার জন্যও)। আজ পর্যন্ত্য কোন পিটিশন ফ্রডের জন্য রিমুভ করা হয় নাই ভলেই বিশ্বাস (হলে মিডিয়াতে চলে আসত)। গতকাল সিএনএনআই রিপোর্টে এটা ছিল।

যারা আমেরিকাতে থেকে একই আইপি থেকে ভুয়া ইমেইল দিয়ে সাইন করেছিলেন, তাদেরকে রিপার্রকেশনের জন্য তৈরী থাকতে হবে....।

১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

মৃন্ময় বলেছেন: ছাগল ছাগলই থাহে.......।এইডা অইল গিয়া কথা :P :P

১৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

কলাবাগান১ বলেছেন: Hats off to these diligent Young Guns who unearthed the fraud and to those who reported the fraud to the White House.

http://www.sachalayatan.com/node/48402

২০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

শুক তারা বলেছেন: ছাগুদের কারবার খালি হাসায় আর হাসায় =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

কালো স্বপ্ন বলেছেন: সত্যের বাতাস কখনোই চাপা থাকে না।তাই মিথ্যা দিয়ে পিটিশন কেন এর চেয়ে বড় কিছু করলেও জামাত-শিবির বা... ও ছিড়তে পারবে না।আশা করি এইরকম বাটপারির জন্য ওবামা জামাত-শিবিররে বড় করে একটা বাশডলা দিবে।

২২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জামাত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়।

২৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

আলাপচারী বলেছেন: এইই তো হওয়ার কথা। আমি অবাক হইনি।

২৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭

রাফা বলেছেন: এটা ওদের জন্মগত স্বভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.