নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকৃষ্ট তুমি থাকবে অন্ধকারে

ক্ষুধার্ত থেকো, বোকা থেকো

মুন্তাসীর আর রাহী

রক্তিম প্রাসাদ প্রাচীরে বন্দী সবুজ মায়া,এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া,নবজীবনের প্রারম্ভিকতায় হৃদ স্পন্দনের ছন্দপতন,রহস্যময়তায় ঘিরে রাখে আমার শঙ্কিত মন.

মুন্তাসীর আর রাহী › বিস্তারিত পোস্টঃ

কাজ চালানোর মত ফ্রি নেট ইউজ করুন গ্রামীণফোনে

০২ রা জুন, ২০১৩ রাত ৯:২২

আমি এটা জানি যে সকলেই জানে কিভাবে গ্রামীনফোনের সাহায্যে ফ্রি তে ইন্টারনেট চালাতে হয় । তারপর ও যারা সঠিক উপায় জানে না এই অংশটকি শুধুমাত্র তাদের জন্য ।

আমার মতে গ্রামীফোনের GP MMS সেটিং দিয়ে অনেক ভাবেই ফ্রিতে ইন্টারনেট চালানো যায় । তবে আমি দেখাবো যে কিভাবে কোন ধরনের 3rd পার্টি সফটওয়ার ছাড়াই আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন।

--------

প্রথমে আপনার মডেম এর প্রয়োজনীয় ড্রাইভার install করে নিন। এরপর নিচের যায়গায় যান- Control panel> Phone and Modem options > Modem (tab) এখানে দেখুন আপনার install করা মডেম এর লিস্ট দেখাবে। আপনি যদি প্রথমবারের মত মডেম অপশনে ঢোকেন তাহলে Dialing Rules নামে একটি বক্স আসবে । সেখানে Country= Bangladesh, Area code: 1000 দিয়ে ওকে করুন। এরপর মডেম লিস্ট থেকে আপনার মডেম টি সেলেক্ট করে properties এ ক্লিক করুন। General ট্যাব এ Change Setting এ ক্লিক করে Advanced ট্যাব এ যান এখানে Extra Initialization Commands এর ঘরে লিখুন AT+CGDCONT=1,"IP","gpmms" । ওকে দিয়ে বের হয়ে আসুন। এরপর Control Panel থেকে Network and Sharing centre এ যান। এরপর পরবর্তী ধাপ গুলো সম্পন্য করুন। Set up a Connection or Network >Set up a Dial up Connection > Dial Up Phone Number = *99# দিন এরপর Connect দিয়ে বের হয়ে আসুন। এর পর বাম পাসের ট্যাব এর Change Adapter Setting এ যান। আপনার তৈরিকৃত Dial up Connection এর properties এ যান। General Tab এ Connect USing এ আপনার মডেম সেলেক্ট করুন। Options Tab এ Dialing Options এর সব চেকবক্স উঠিয়ে দিন। Redialing Option এ Redial if Droped চেকবক্স ইয়েস করুন। আর time Between redial 1 সেকেন্ড করে দিন। ওকে দিয়ে বের হয়ে আসুন। এর পর COntrol panel>Internet options এ যান। Connection Tab এ আপনার Dial Up connection এর Setting এ যান use proxy server for this connecton চেকবক্স enable করুন। address: 10.128.001.002 আর Port: 8080 বসিয়ে ওকে দিয়ে বের হয়ে আসুন। ব্যাস, কাজ শেষ। এখন মডেম connect করে Taskbar এর ডানপাশে network connection এ তৈরিকৃত Connection টি ডায়াল করুন। কানেক্ট হয়ে যাবে। সমস্যা হলে কমেন্ট করুন।

বিদ্রঃ গ্রামীণ ফোনের ছোট কোন প্যাকেজ নিন (p9/p10)। সিমে এক্সট্রা টাকা রাখবেন না। কেটে নিবে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৯

িশক্ষাথী বলেছেন: Good

২| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৯

িশক্ষাথী বলেছেন: Good

৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:২৭

েবনিটগ বলেছেন: পোস্ট পর্যবেক্ষন

৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩৩

বাংলাদেশী দালাল বলেছেন:
রাইখা দিলাম। ধন্যবাদ

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৬

মুন্তাসীর আর রাহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.