নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিমজ্জিত মানুষ

রাইয়ান ফিহাদ

facebook.com/yeasinarafatbezoi ফেসবুক এ ☺

রাইয়ান ফিহাদ › বিস্তারিত পোস্টঃ

কেনো এই বিষন্নতা তোর?

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২


তুই বাস্তবতা বুঝতে শিখিস নাই।সব আছে তোর,শুধু একটা ভালোবাসার প্রস্তাবে প্রত্যাখান হয়ে তোর লাইফের সব শেষ হয়ে গেছে?তোর মা তোকে ভালোবাসে না? তারজন্য ভালো রাখতে পারিস না নিজেকে?

ফুটপাত,রেলস্টেশনে তোর বয়সী ছেলেদের দেখছিস যে মাটিতে শুয়ে থাক?তুই যে টাইমে সামান্য একটা বিষয়ের জন্য কষ্ট পেয়ে মরার কথা ভাবছিস,ওরা তখন জানেও না রাতে খাবারটা ওরা যোগার করতে পারবে কি না।তো তুই এতো কিছু পেলে ওদের দোষটা কি?
আসলে জানিস,তোরা যারা এই সামান্য কষ্টেই ভেঙ্গে পরিস,তাদেরকে ঐসব ছেলেমেয়েদের সাথে এক্সচেঞ্জ করে আনা উচিত,তখন বুঝবি মানুষ আসলে কত প্রকার কষ্ট পায়।তুই আসলে একটা ভীতু,বেঁচে থাকার সাহসও তোর নাই,তোর মরে যাওয়াই উচিত।দুর্বল একটা মানুষ তুই,আঘাত পেয়েও তুই নিজেকে শক্ত রাখতে পারিস না,যে তোর জন্য একটুও ভাবছে না,তাকে দেখিয়ে দিতে পারিস না যে তাকে ছাড়াও তুই নিজেকে ভালো রাখতে পারিস।


ওকে তুই মরে যা,পৃথিবীতে প্রতিদিন এরকম অনেক মানুষ মারা যায়।তাদের কথা কেউ ভাবেও না।যারা নিজেদের জাগিয়ে সবার উপ্রে তুলে ধরতে পারে সবাই শুধু তার কথাই ভাবে,বলা যায় তারা ভাবতে বাধ্য।আর একসময় যারা ছেড়ে চলে যায়,তারাও না চাইতেই এমনিতেই চলে আসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.