নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(ফেরারী মন)

I Am Simple Man

(ফেরারী মন) › বিস্তারিত পোস্টঃ

ফাইল এবং ফোল্ডার লক করুন সব চেয়ে সহজ এবং শক্তিশালী সফটওয়্যার দিয়ে ( সফটওয়্যার এবং সিরিয়াল )

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

আচ্ছালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।

আমাদের পিসিতে মাজে মাজে বা নিয়মিত বড় ভাই, বা অন্য কেউ বসেন এবং এক জনের ফাইল আরেকজন দেখে ফেলেন হতে পারে সে ফাইলটা আপনার গুরুত্বপূর্ণ কিছু বা নিজস্ব যাহা অন্য কেউ দেখলে আপনার জন্য বিপদের কারন হয়ে দাঁড়াবে। সে জন্য অনেকে অনেক ধরনের সফটওয়্যার ব্যাবহার করেন বা করে থাকেন কিন্তু সেটাতে যখন আপনি ফাইল বা ফোল্ডারকে লক করলেন পুনরায় আনলক করলে দেখা যায় সে ফাইল টি নেই। বা খুজে পাওয়া জাচ্ছে না। বা লক করার পরে ও দেখা যায় আনলক হয়ে আছে

আমি আপনাদের কে যে সফটওয়্যার টি দিলাম এটা ১০০% গুনাগুন এবং মানসম্পন্ন। আপনার ফাইল টি কি অবস্তায় আছে এবং লক হয়েছে কি হয় নাই, সেটা সাথে সাথে দেখতে পাবেন এবং আনলক করতে চাইলে ক্লিক এর সঙ্গে সঙ্গে আনলক এবং লক হয়ে যাবে, এই সফটওয়্যার টি ২০১২ তে সবার শীর্ষে ১নাম্বার র‍্যাঙ্কিং এ ছিল ফাইল ফোল্ডার লক এর জন্য। আপনার সেট করা মাস্টার পাসওয়ার্ড ছাড়া কোন ভাবেই আপনার লক করা ফাইল কেউ এক্সেস বা দেখতে পারবেনা, এবং সফটওয়্যার কেউ রিমুভ ও করতে পারবেনা পাসওয়ার্ড ছাড়া। এবং লক করা ফাইল টি ও উদাও হয়ে জাবে,পিসিতে সার্চ বা কোন কিছু করে খুজে পাবেনা লক করা ফাইল এবং ফোল্ডার টি।







এবার দেখুন এটাকে কি ভাবে ব্যবহার করবেন-





প্রথমে সফটওয়্যার টি কে ডাউনলোড করে সেটআপ করে নিন। মাস্টার পাসওয়ার্ড দিতে ভুলবেন না । আর এ পাসওয়ার্ড ছাড়া আপনি কোন ফাইল লক বা আনলক করতে পারবেন না ।এমন কি সফটওয়্যারটি ও রিমভু করতে পারবেন না । এরপর সিরিয়াল কী দিয়ে অ্যাক্টিভ করে নিন ।







যে ভাবে লক বা আনলক করবেন, এখানে ২ ভাবে লক বা আনলক করা যায় । আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি ও করতে পারবেন । এড

ফোল্ডার এ ক্লিক করে। আবার মাউস দিয়ে টেনে ড্রপ এন্ড ড্রাগ করে করতে পারবেন। এখানে ছবিতে দেখুন মাউস দিয়ে টেনে এনে এই সফটওয়্যার এর মাজে ছেড়ে দিলাম ব্যাস লক হয়ে গেলে। আবার আনলক করার জন্য এখান থেকে মাউস দিয়ে টেনে বের করে নিন,ব্যাস আনলক হয়ে গেল। এবং লক এন্ড এক্সিট,এ ক্লিক করলে সফটওয়্যার টি ক্লোজ হয়ে যাবে।



Software Size - 3.4 MB



Supported All Windows



সফটওয়্যার ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন (Use our download manager box ta khali kore download diben)



সফটওয়্যার সিরিয়াল কী ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন



আমার ব্লগ - shopnojatra07.blogspot.com



ফেসবুক ফান পেজ - স্বপ্নযাত্রা



আজ এখানে সমাপ্তি।

আল্লাহ হাফিজ

>>>>> ফেরারি মন<<<<<

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

মোঃ শিলন রেজা বলেছেন: vai kaj korena to

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

(ফেরারী মন) বলেছেন: 100% কাজ করবে

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

কসমিক- ট্রাভেলার বলেছেন: ++++

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আমি Folder Lock Professional ব্যাবহার করি। খুব ভাল কাজ করে।

দরকার হলে আপনার দেওয়াটাও ব্যাবহার করে দেখব। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.