নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা উইকিপিডিয়ার ব্যাপারটা কী? এইখানে ফরহাদ মজহারের এন্ট্রি নাই, সলিমুল্লাহ খানের এন্ট্রি নাই, মোস্তফা জব্বারের এন্ট্রি নাই। আরো অনেকেরই নাই।
মুনির হাসান-রাগিব হাসানরা কি উইকিপিডিয়ারে তাদের মামার বাড়ি বানায় ফেলছে নাকি? ওনাদের ইংরেজিতে আছে এন্ট্রি, কিন্তু বাংলায় নাই। কারণ কী?
রাগিব হাসানের ভাষা দেখেন:
"TV-তে দেখা যায় এরকম হাজার দশেক লোক রয়েছে, সবাই কি বিশ্বকোষীয়? আনন্দ কম্পিউটার্সের মালিক, এবং বিজয় কীবোর্ডের বাণিজ্য - এ ছাড়া আর কি কোনো কারণে ইনার কোনো বিশ্বকোষীয় অবদান আছে?... পেপারে ছাপা হয়, টিভিতে দেখা যায়, এরকম প্রচুর প্রচুর ব্যবসায়ী রয়েছে। এদেরকে বিশ্বকোষীয় বলার কোনো কারণ দেখতে পাচ্ছিনা। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩৪, ১০ অক্টোবর ২০০৭ (UTC)"
এই ভদ্রলোক লিখেছেন সামহোয়ারে, তিনি কী করেন উইকিপিডিয়ায়:
"উইকিপিডিয়াকে মোটামুটি একটা আন্তর্জাতিক চিড়িয়াখানা বলা যেতে পারে, নানা কিসিমের মানুষজন নানা মতলবে আনাগোনা করে এইখানে।"
"জীবনী নিবন্ধের ক্ষেত্রে উইকির বেশকিছু মাপকাঠি আছে। যেমন, লেখকদের ক্ষেত্রে নামকরা গণমাধ্যমে লেখকের লেখা নিয়ে একাধিক আলোচনা থাকলে, কিংবা লেখক পুরষ্কার পেয়ে বসলে, তারপর তাকে গুরুত্বপূর্ণ ধরা যায়। রাজনৈতিক পাতি নেতারা গুরুত্বপূর্ণ না, কিন্তু কোনো সংসদ বা অন্য পদে নির্বাচিত হলে সেটা গুরুত্বপূর্ণ। এসবের মধ্যেও অনেক ফাঁক বা গ্রে এরিয়া আছে। তবে মোটামুটি ভাবে সাধারণ হিতাহিত কাণ্ডজ্ঞান থেকেই বোঝা যায়, কে আসলেই খ্যাতনামা, আর কে অখ্যাত।"
/ আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো, সামহোয়ার ইন ব্লগ
এদের হাতে উইকিপিডিয়ার শাসনভার!
হিতাহিত কাণ্ডজ্ঞান থিকা যারে খুশি তারে বাদ দেওয়ার নীতিতে চলতেছে বাংলা উইকিপিডিয়া।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭
অজানা সমভাবোনা বলেছেন: সব গুলু ভাই অপরুপ ভাব দেখান অভিন্ন সারথান্নেসী মহল,দেশের নাম ভাঙ্গিএ ।।।।।দেশের তুত তুত করতেয়াচে