নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নজরুলের নামে এদেশে খুব বেশি কিছু নেই। আমি চাই নজরুলের নামে একটা বড় কিছু হোক। সেটা সেতু হলে ভালো হয়। দাদু পদ্মা নদী নিয়ে বেশ কিছু গান লিখেছিলেন। আমি প্রস্তাব করবো নজরুলকে সম্মান জানিয়ে পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি যেনো তার নামে হয়।"
- খিলখিল কাজী, ২৫/৫/২০১৪, বাংলামেইল টোয়েন্টিফোর ডটকম
: )
দেশটা যেন ওনাদের বাপদাদার সম্পত্তি আর কি!
এইসব মেগালোম্যানিয়াকদের হাত থিকা দেশের রাস্তাঘাট, দালানকোঠা, ব্রিজ-রাস্তা বাঁচানোর কোনো উপায়ই যেন নাই!
পদ্মা নদী নিয়া যেহেতু খিলখিল কাজীর দাদা কবি কাজী নজরুল ইসলাম বেশ কিছু গান লিখছিলেন সুতরাং পদ্মা নদীর নাম রাখা হউক 'কাজী নজরুল ইসলাম নদী'। বাংলাদেশ নিয়াও কি উনি কিছু গান লিখছিলেন নাকি?
ওনাদের ক্রিয়েটিভিটির জ্বালায় প্রকৃতি ও স্থাপনাসমূহের ত্রাহি মধুসূদন অবস্থা!
আমার বিকল্প প্রস্তাব আ্ছে: কাজী নজরুল ইসলাম যেহেতু পদ্মা নদী নিয়া কিছু গান লিখছিলেন তাতে পদ্মার ব্যাপারে ওনার ভালোবাসার দামামা টের পাওয়া যাইতেছে--যেহেতু সেতু নিয়া উনি কিছু লিখছিলেন কিনা জানা যায় না--তাই, বরং কাজী নজরুল ইসলামের নাম বদলাইয়া রাখা হউক 'পদ্মা' অথবা দুই কূল রক্ষার্থে নামে পদবী বরাদ্দ কইরা তা হইতে পারে এই রকম, কাজী নজরুল ইসলাম পদ্মা!
২.
'পদ্মা সেতু' শুনতে খারাপ নাকি?
নজরুলের নাম পদ্মা হইলে যদি তা আপনার ভালো না লাগবে তবে নদী বা রাস্তাঘাটের নামও আপনার নামে হইলে তা তাদের--রাস্তাঘাট বা নদীদের বা সেতুদের--ভালো লাগার না। প্রকৃতির ব্যাপারে বেটাগিরি বন্ধ করলেই তা টের পাইতে থাকবেন। কেবল খিলখিল কাজী নন, আপনারা সকলেই, যারা নিজ নিজ চৌদ্দগোষ্ঠীর নাম দিয়া দেশ ঢাইকা ফেলতে তৎপর।
লিংক, http://bit.ly/1ox0fhy
৬/৫/২০১৪
২| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:১৬
শ্রাবণধারা বলেছেন: পাগলায় কয় কি !!!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৪ সকাল ৯:৩২
নিজাম বলেছেন: নজরুলের নামে কিছু হওয়া আসলেই দরকার।