![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ। গর্ব করে বলার মত এটাই আমার একমাত্র পরিচয়।
লোকে বলে, লোভে পাঁপ আর পাঁপে মৃত্যু।
আমি তো বলতে চাই যে, লোভ হীন মানুষ-
মানুষ থাকে না, জড় পদার্থ হয়ে যায়।
আমার একটু লোভ চাই, বেচেঁ থাকার লোভ।
জানি না কেন যেন এখন আর লোভ হচ্ছে না,
কাল সকালটা দেখার কোন লোভ নেই আমার,
লোভ নেই রাত যেগে পূর্ণিমা দেখার,
অথবা আমাবশ্যর রাতে অন্ধকার উপভোগ করার।
কোটি টাকার গাড়ি-বাড়ির কোন লোভ হচ্ছে না আর,
পরপারে জান্নাতে যাবারও কোন লোভ হচ্ছে না।
তাই মনে হচ্ছে - কি দরকার এমন সকালটা দেখার,
যে সকালে করার মত কিছু নেই,
কি দরকার সেই জীবনের, যে জীবনে আর পাওয়ার আশা নেই।
সত্যিই জীবন খুব বেশী কঠিন হয়ে গেছে।
জড় পদার্থের মত বেচেঁ থাকাটাই যখন ভাগ্য,
তখন এই নিঃশ্বাসের চেয়ে বড় শাস্তি আর হয়না।
এমন শাস্তি আর ভোগ করতে চাই না,
এত কিছু শেষ হলো, জীবনটা কেন শেষ হয়না।
আর যদি বাচঁতেই হবে, তবে কেন একটু লোভ হয়না।
আমার একটু লোভ চাই, বেচেঁ থাকার লোভ।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: আশা এবং স্বপ্ন থাকতে হয়।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০
ওমেরা বলেছেন: লোভ না,আশা থাকতে হয় ।আশা না থাকলে মানুষ বাঁচতে পারে না । কিন্ত লোভ হল অতিরিক্ত চাওয়া মানে লালসা।