নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ।

রাজ হাসান

রাজ হাসান › বিস্তারিত পোস্টঃ

FUP (Fair Usage Policy) নিপাত যাক।দলে দলে যোগ দিন।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

এ কেমন বিটলামী,এ কেমন ফাইজলামী,এ কেমন অন্যায়-অবিচার???আমরা সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের কি কোনো মূল্য নেই???

বড় হাউস করে লইছিলাম সরকারী প্রতিষ্ঠান টেলিটক হইতে একখান থ্রী-জি মডেম প্লাস সিম এর প্যাকেজ।ভেবেছিলাম অন্যান্য জালিম অপারেটর দের মত টেলিটক আমাদেরকে ঠকাবে না।

ভেবেছিলাম অন্যান্য অপারেটরদের মত সরকারী প্রতিষ্ঠান টেলিটকের কোনো ফাপ(FUP) থাকবেনা।

কিন্তু আমি ছিলাম ভূল।টেলিটক অন্যান্য জালিম অপারেটর এর মত আমাদের উপর ফাপ(FUP) বসাইছে,যেটা আমি মেনে নিতে পারছি না।আমি আশা করব আমার মত হাজার হাজার গ্রাহক এটা মেনে নিতে পারছেন না।

এই ফাপ(FUP) এর নামে ৪০ জিবি(40GB) ডাটার লিমিটেশন মানি না মানব না।আনলিমিটেড মানে পুরা আনলিমিটেড হতে হবে।এটাই আমাদের এক দাবী,না হলে আমরা টেলিটক বয়কট করব।





টেলিটক,গ্রামীনফোন,বাংলালিঙ্ক,রবি,সিটিসেল,বাংলালায়ন,কিউবি,ওল্লো সহ সকল ইন্টারনেট সেবা দান কারী প্রতিষ্ঠানের নিকট আমাদের এক দাবীঃ-

*** ১ জিবি ডাটা ১০০৳ করতে হবে এবং সর্বনিম্ন স্পীড ২৫৬ কেবিপিএস করতে হবে এবং আনলিমিটেড মানে আনলিমিটেড হতে হবে কোনো ফাপ(FUP) চলবে না।



বন্ধুরা যারা আমার সাথে একমত তারা দলে দলে যোগ দিন মানে শেয়ার করে প্রতিবাদ করুন।

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি আপনার সাথে একমত। কোন FUP চলবে না।

২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ফ্রিঞ্জ বলেছেন: বাংলালায়ন এর FUP টা ভালো। সহজে ধরেনা... ধরলেও ১ রাতের জন্য (হাফ স্পিড)। ১০০ GB এর উপরে নামাইসিলাম এক মাসে :D

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬

রাজ হাসান বলেছেন: ফ্রিঞ্জ ভাই যাই বলেন না কেন আমরা কোনো FUP মানি না মানোব না।

৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: বাংলালায়ান চালাই। এখন ভাই আর এইসব ইনটারনেটের স্পীড নিয়া মাথা ঘামাইতে আর ভাল্লাগেনা। এই দেশ থেকে এর থেকে বেশী চাইতে নিজের কাছেই লজ্জা করে

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১

রাজ হাসান বলেছেন: দেশের এত সমস্যার ভিতর ছোট্ট এই সমস্যার কাছেই যদি হার মানি তাহলে কি হবে ভাই????আসেন ভাই আমরা সকলে মিলে এই সকল কর্পোরেট জুলুমবাজদের রুখে দারাই।অন্তত আমাদের মত সকল সাধারণ গ্রাহক যারা উচ্চ মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে বাধ্য হচ্ছি,তাদের স্বার্থে।

৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭

মাতবার বলেছেন: ভাই বাংলাবিলাই সাফারি আনলিমিটেড ইউজাই প্রায় ২ বছর ধইরা আমার মুনেহয় না এমুন কোন মাস গেছে যে মাসে ১০০ জিবির কম ডাউনলোডাইছি :>

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

রাজ হাসান বলেছেন: মাতবর ভাই যাই বলেন না কেন আমরা কোনো FUP মানি না মানোব না।

৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: no FUP is acceptable...

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

রাজ হাসান বলেছেন: এক্কেবারে ঠিক খাদেম ভাই no FUP is acceptable...

৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

আকিল- বলেছেন: FUP manina

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

রাজ হাসান বলেছেন: FUP manina

৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

মুক্ত মানব বলেছেন: এইটা কি বললেন ভাইজান? আমি তো গত মাসে ১০০ জিবির উপরে ডাউনলোড করলাম। এই মাসে অবশ্য এক্টিভ করি নাই।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

রাজ হাসান বলেছেন: কোন অপারেটিং সিস্টেম এ করছেন, টেলিটক,গ্রামীনফোন,বাংলালিঙ্ক,রবি,সিটিসেল,বাংলালায়ন,কিউবি,ওল্লো???

যদি টেলিটক হয় তাহলে এখন আর হবে না,আমারও আগের মাসে হয়েছিল কিন্তু এখন নাকি আর হবে না আমি নিজে ভুক্তভোগী।মাত্র বার দিনে ৪০জিবি শেষ,বাকী আঠার দিন কি করব????টাকাতো কম দেই নাই আনলিমিটেড প্যাক এর জন্য।এখন বলে FUP,এই FUP মানি না।

৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

রাখালছেলে বলেছেন: গরীব দেশের মানুষদের সাথে টেলিঠকের নতুন ফাপর মানি না মানব না। তোদের থ্রিজি দেখ কোন অপারেটর নিতে চায় না । তোদের নিপাত হোক কুকুরের বাচ্চারা ।

৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

মুক্ত মানব বলেছেন: অন্য অপারেটরের কথা বলব কন? টেলিটকের কথাই বলছিলাম। ২৫৬ কেবিপিএস এর আনলিমিটেড প্যাকেজ নিছিলাম। কেনজানি সবসময় ১এমবিপিএস গতি পেতাম। ঐ মাসে ১০০ জিবির বেশি ডাটা ডাউনলোড করছি।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

রাজ হাসান বলেছেন: হুম ভাই ১এমবিপিএস স্বপ্ন........এই মাসে একটিভ করার আগে কাস্টমার কেয়ার থেকে জেনে নিয়েন।আর যাই হোক এই FUP মানি না।

১০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ফাপ নিপাত যাক। ফাপের বাপভি নিপাত যাক।

গ্রামীণ কয়, পাঁচ গিগার পর ফাপ বসায়। চার...

মনে করলাম চার কিলো বাইট। চলবে।
দেখি চার কিলো বিট নাকি শুধু কিলো। যা দিয়ে দেড় ঘন্টায় একটা পেইজ ডাউন হয়।
ফাউলগুলা এইটারে কয় ফেয়ার ইউজ পলিসি। রক্তচোষা। চার বাইট বা চার কিলো বিটে জিন্দেগীতে ফোনেও এইচটিএমএল ডকু আসবে না, তাহলে এই বদমাশি করার কারণ কী?

১১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

প‌্যাপিলন বলেছেন: হা..হা...মজা পাইলাম...টেলিটক শুধু আমারেই মফিজ বানায়নাই B-)) B-))

১২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

লিংকন১১৫ বলেছেন: FUP (Fair Usage Policy) নিপাত যাক
আমিও আছি

এদের জ্বালা সহ্য করতে না পেরে ব্রডব্যান্ড এ গেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.