![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামুআলাইকুম
ব্লগের সকলে আশা করি ভাল আছেন।আমি একটি প্রিন্টার ক্রয় করিতে চাচ্ছি আগামী দুই/এক দিনের ভিতর।কোন প্রিন্টারটি নিলে আমার জন্য ভাল হবে???
আমি কালার প্রিন্ট করাব যেমন ধরেন কোনো ডিজাইন কিংবা ছবি,কালার টেক্সট।প্রিন্ট এর পরিমান যখন যেমন,প্রয়োজনে অনেক বেশী পরিমান এ ও হতে পারে আবার এমন ও হতে পারে যে কোনো দিন প্রিন্ট একেবারেই হবে না।সবচেয়ে বড় কথা হচ্ছে এটা CISS হতে হবে।
আমি বাসায় ব্যাবহার করব কোনো ধরনের বানিজ্যিক উদ্দেশ্য নেই।আমার বাজেট ৫০০০/- থেকে সর্বোচ্চ ৮০০০/- CISS কমপ্লিট সহকারে।সবাইকে ধন্যবাদ।ভাল থাকবেন সকলে।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
নিমপাতা১২ বলেছেন: বর্তমানে কালার প্রিন্টারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যে প্রেন্টারই কিনেন না কেন, কেনননের মত কোন প্রিন্টারই মজা পাবেন না, বিশেষ করে CISS সিএস্টমে, ইপসন ও ভাল কিন্তু এর পেপার লোডং এর যে বাজে অবস্থা তাতে মাঝে মাঝে পিন্টার আছার মেরে ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে