নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ।

রাজ হাসান

রাজ হাসান › বিস্তারিত পোস্টঃ

একটি প্রিন্টার ক্রয় করিতে জরুরী সাহায্য চাই (সাময়িক পোস্ট)।

২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আসসালামুআলাইকুম

ব্লগের সকলে আশা করি ভাল আছেন।আমি একটি প্রিন্টার ক্রয় করিতে চাচ্ছি আগামী দুই/এক দিনের ভিতর।কোন প্রিন্টারটি নিলে আমার জন্য ভাল হবে???



আমি কালার প্রিন্ট করাব যেমন ধরেন কোনো ডিজাইন কিংবা ছবি,কালার টেক্সট।প্রিন্ট এর পরিমান যখন যেমন,প্রয়োজনে অনেক বেশী পরিমান এ ও হতে পারে আবার এমন ও হতে পারে যে কোনো দিন প্রিন্ট একেবারেই হবে না।সবচেয়ে বড় কথা হচ্ছে এটা CISS হতে হবে।



আমি বাসায় ব্যাবহার করব কোনো ধরনের বানিজ্যিক উদ্দেশ্য নেই।আমার বাজেট ৫০০০/- থেকে সর্বোচ্চ ৮০০০/- CISS কমপ্লিট সহকারে।সবাইকে ধন্যবাদ।ভাল থাকবেন সকলে।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নিমপাতা১২ বলেছেন: বর্তমানে কালার প্রিন্টারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যে প্রেন্টারই কিনেন না কেন, কেনননের মত কোন প্রিন্টারই মজা পাবেন না, বিশেষ করে CISS সিএস্টমে, ইপসন ও ভাল কিন্তু এর পেপার লোডং এর যে বাজে অবস্থা তাতে মাঝে মাঝে পিন্টার আছার মেরে ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.