| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
এই পোষ্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই একটি কলমের শেষ ইচ্ছাটুকুর করুণ মৃত্যু ঘটলো! কলমের এই করুণ পরিণতির জন্য পোষ্টের লেখক কোন ভাবেই দায়ী নন। ডিজিটাল যুগের ডিজিটালায়নই একমাত্র দায়ী!
''
''
''
আমি একটি কলম। আমার সম্পর্কে জানে না এমন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া অসম্ভব। আমি প্রধানত লেখালেখির কাজে ব্যবহৃত হয়ে থাকি। বলপয়েন্ট কলম, ঝর্ণা কলম (ফাউন্টেন পেন), ফেল্ট-টিপ কলম, জেল কলম, পালকের কলম (কুইল), খাগের কলম ইত্যাদি হচ্ছে আমার প্রকারভেদ। অফিস আদালত, বিদ্যালয়ে লেখালেখির কাজ থেকে শুরু করে কবির কবিতা সৃষ্টিতেও আমার অনবদ্য অবদান আছে। শুধু লেখালেখি নয় বিনোদনমূলক কাজেও আমাকে ব্যবহার করা হয়ে থাকে। আমাকে নিয়ে স্কুলের ছোট ছোট ছেলেরা কলম-কলম খেলে মজা পায়। একজন আরেকজনের গায়ে কলম দিয়ে আঁচড় কেটে খেলা করে।
রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই পোষ্টের ফালতু লেখক পর্যন্ত আমাকে দিয়ে অনেক লেখালেখি করেছে!
ইদানীং আমি খেয়াল করে দেখছি কেউ আর আমাকে আগের মতো ব্যবহার করে না। আমার ব্যবহার অনেক কমে এসেছে। তাই ক্ষোভে ভরা কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি।
আজ এই ডিজিটালায়নের যুগে সাহিত্য থেকে শুরু করে বিদ্যালয়গুলোতে পর্যন্ত আমার ব্যবহার অনেকাংশে কমে এসেছে। আমাকে দিয়ে আগের মতো কোন কবি রাত জেগে কবিতা রচনা করে না। আমাকে দিয়ে আগের মতো কোন গল্পকার গল্প রচনা করে না। আমাকে এখন আর সুন্দর করে সবাই সাজিয়েও রাখে না। সবাই এখন কিবোর্ড নামক যন্ত্র দ্বারা নিজের কাজ চালিয়ে নেয়। অথচ এই আমি জন্ম দিয়েছি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের মতো অনেক লেখককে। তাদের প্রতিভাকে তুলে ধরেছি বিশ্ব মানচিত্রে।
আজকে যারা কিবোর্ড নামক যন্ত্রে অবস্ত হয়ে পড়েছে তারা কি ভুলে গেছে যে আমাকে দিয়ে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য রচনা করে নোবেল পেয়েছেন? তারা কি ভুলে গেছে আমাকে দিয়ে বাংলা সাহিত্যের তরুন কবি সুকান্ত তার ২১ বছরের জীবনে ছাড়পত্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান ইত্যাদি কাব্য রচনা করেছেন?
কিবোর্ড নামক হারামজাদাটার জন্য এখন আর আমাকে সযত্নে রাখার জন্য কেউ কলম দানিও কেনে না। যারা আমাকে ভুলতে বসেছে তাদের কাছে একটি প্রশ্নঃ
কিবোর্ড দিয়ে সাহিত্য চর্চা করে সত্যি কি আপনারা আনন্দ পান ?
এরা সবাই হয়তো আস্তে আস্তে আমাকে ভুলতে বসেছে। বিদ্রোহী কবিতার ঐ বিদ্রোহী ব্যাক্তিটি বেঁচে থাকলে আমাকে হয়তোবা ভুলতো না। হয়তো সে আমার পক্ষ নিয়ে আমাকে নিয়েই আরেকটি কলম বিদ্রোহের কাহিনীর সূচনা করতো।
জীবনে শেষ একটা ইচ্ছা ছিল যে অন্তত আমার আত্মকথাটুকু আমাকে সাথে নিয়েই কেউ লিখবে। সেই ইচ্ছাটুকুও আজ এই পোষ্টের সাথে মাঠে মারা যাবে! আমার আত্মকথাটুকুও পর্যন্ত মানুষ আমাকে সাথে নিয়ে লিখলো না![]()
এতো জীবন এতো সাহিত্য, এতো আনন্দ মানুষকে দিলাম আর সেই মানুষেরা আমার ছোট্ট আব্দারটাও রাখলো না ? আমার নিজের কথা, আমার মনের কথাটুকুও শেষ পর্যন্ত কিবোর্ড দিয়ে লেখা হলো ? আমার দিন মনে হয়ে ফুরিয়ে এসেছে। এই পৃথিবী থেকে যেকোন মুহূর্তে বিদায় নিতে পারি আমি। আমি বিদায় নিলেও আমার কীর্তি এই ধরণীতেই থাকবে। আমাকে দিয়ে এই পৃথিবীতে যা কিছু লেখা হয়েছে তা আমার সাক্ষী হয়ে এই পৃথিবীর বুকেই থাকবে। কেউ তা মুছতে পারবে না কেউ না!
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:০০
অচেনা রাজ্যের রাজা বলেছেন: পুত্তুম হইয়া গেলেন দেখি
২|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:০২
রিয়েল ডেমোন বলেছেন: আমার কাছে তো কিবোর্ড ভালো লাগে। হাতের লেখা খারাপ। কিবোর্ডে লিখলে সবার হাতের লেখা এক
আধুনিক বাংলা কিবোর্ডের জনক কিন্তু লেখক ও নাট্যকার মুনীর চৌধুরী।
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:০৬
অচেনা রাজ্যের রাজা বলেছেন: কলমের পক্ষ থাইকা আপনে, আমি আর মুনীর মিয়ারে মাইনাচ
৩|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:০৮
রিয়েল ডেমোন বলেছেন: কলমটা কই?
আমি একটা লুলীয় গল্প আশা করছিলাম। কলমটা মেয়েদের কাছে থাকবে। নাহ , সেইটা আর হইলো না
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:১২
অচেনা রাজ্যের রাজা বলেছেন: লুলীয় গল্প লিখলে গদাম খামু....
আশা নিরাশ করার জন্য দুঃখিত ডেমুন ভাই.....
৪|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:০৯
জয় রাজ খান বলেছেন: আমার হাতের লেখা খারাপ তাই কলম দিয়া লিখি কম
এইটা কি ট্যাগ দিছেন??
কাম না থাকলে আকাম কিছু করতে হইবোই এইডা হচ্ছে সেই আকামের ফসল !! ;
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৭
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ট্যাগ পছন্দ হয় নাই ফেবা ভাই ??? ![]()
৫|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:১২
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন:
আগে কিছুক্ষণ দুঃখ প্রকাশ করি
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৮
অচেনা রাজ্যের রাজা বলেছেন: দুঃখ কইরেন না রনি ভাই.... ডেমুন ভাই ফাস্ট হতে পারে নাই.... চয়ন ভাই উনার জায়গা দখল করে নিছে.....
৬|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৮
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: এই কলম , রিক ভাইয়ের মানি ব্যাগ এর মত "লুল" না
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৯
অচেনা রাজ্যের রাজা বলেছেন: হাহাহাহা এক্কেরে জায়গা মতো দিছেন.....
৭|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৯
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: কিবোর্ড দিয়ে সাহিত্য চর্চা করে সত্যি কি আপনারা আনন্দ পান ?
এই লাইন টা সেইরকম
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:২২
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আমার কথা না এইসব কলমের কথা....
৮|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫০
রেজওয়ান তানিম বলেছেন: পোস্ট টা পড়ে মজা পেলাম । মজার ব্যাপার কি জানেন রাজা ??
আমি এই কলম য়োদ্ধা কবিতাটি কলম দিয়ে লিখেছিলাম । Click This Link
এত দীর্ঘ কবিতা প্রায় সারারাত লেগেছিল ।
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৩
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আজ থেকে প্রায় পাঁচ বছর আগে লিখছিলেন কতা....এখন আর কলম ধরেন না ?? আপনার কলমের শক্তি অনেক....কবিতাটা চরম লাগছে....
৯|
২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৬
শশী হিমু বলেছেন: আমি তো পেন্সিল ছাড়া লেইখা মজা পাইনা!
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৬
অচেনা রাজ্যের রাজা বলেছেন: পেন্সিলে কেমনে কি ?? :-& :-&
১০|
২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:২০
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: রাজার কলম গেল কোথায়?
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫১
অচেনা রাজ্যের রাজা বলেছেন: রাজার কলম নাই.... কিবোর্ড আছে
১১|
২২ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৭
ঘুমহীন কন্যা বলেছেন: আমি কলম দিয়ে লিখতে খুবই পছন্দ করি। যখনি সুযোগ পাই লিখি।
অনেক ভালো লাগল পোস্টটা পড়ে।।
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৩
অচেনা রাজ্যের রাজা বলেছেন:
১২|
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৪
সরল মানুষ বলেছেন: অসাধারন অসাধারন !!!
সুন্দর লিখেছেন রাজা মশাই।
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১:১০
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ধন্যবাদ সরল মানুষ !
১৩|
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৮
ত্রিনিত্রি বলেছেন: অনেক দিন পর আজকে কলম দিয়ে বাংলা লিখলাম কয়েক পাতা, আর আজকেই কলমের করুণ কাহিনী আসলো সামুতে?? এটা কি কাকতালীয় নাকি শালিকতালীয়?
কলমের জন্য মনটা খারাপ খারাপ লাগে! কিন্তু কি বোর্ড ছাড়া লিখতেই পারতাম না এত তাড়াতাড়ি, তাই কি বোর্ডরেও ছাড়বো না!
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১:১২
অচেনা রাজ্যের রাজা বলেছেন: কিবোর্ডের লাইগা এতো মায়া ভালু না....কলমের পক্ষ থাইকা আপনারে মাইনাচ
১৪|
২৩ শে আগস্ট, ২০১১ ভোর ৪:০৭
নীরব 009 বলেছেন: মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: এই কলম , রিক ভাইয়ের মানি ব্যাগ এর মত "লুল" না
পিকের সব কিছুই পিকের মতো লুল!!!
রাজা সেই আইডিয়া তো ঘুরে তুমাদের মাথায়!!!!!!! অনেক ভাল লিখেছ। আমি কিন্তু এখনো কলম দিয়া লিখি। কখনো মনে মনে লিখি তারপর কলম দিয়ে লিখে ফেলি। শুধু পোস্টের জন্য কি বোর্ডে লিখি। তবে আমার নিষাদের অর্ধ দিবস গল্পটা একবারেই লিখসি কি বোর্ডে।
লাকি নাম্বার ভাল লাগা। বহুত ক্ষণ ধরে তুমার পোষ্টে আছি। মাঝে গিয়া ফেবুতে গান গাইলাম
২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩০
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আমার মাথায় কোন আইডিয়া নাই, সব আইডিয়া তো রিক লুলের কাছে.....
কলম দিয়ে লেখেন ভালো কথা, কলমের পক্ষ থাইকা ফ্লাচ নেন...
ফেবুর গানের কলি আগুন হয়ে এখনো আমার মনে দাউ দাউ করে চলছে
১৫|
২৩ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৭
রেজোওয়ানা বলেছেন: ছোট বেলায় রচনা পড়তাম একটি ঘাটের আত্ম কাহিনী, একটি বটগাছের আত্ম কাহিনী.....এটা তো সে রকমই লাগলো!
মাস্টার্স পরীক্ষা শেষ হবার সাথে সাথে কলমের সাথে সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, মাঝে মাঝে গ' লিখতেও ভুলে যাই ![]()
২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৫
অচেনা রাজ্যের রাজা বলেছেন: এইটা একটা কলমের আত্মকাহিনী বলতে পারেন...
যেভাবে বলছেন মাস্টার্স শেষ তাতে বুঝা যাচ্ছে অনেক আগেই এই পাঠ চুকিয়ে এসেছেন আপু... ! আমারতো মাস্টার্সেই যেতে আরো ৩টা বছর পেরোতে হবে...
১৬|
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৩
জিসান শা ইকরাম বলেছেন:
হায় কলম , হায়..........
অনেক ভালো লেগেছে ![]()
১৭|
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৬
জিসান শা ইকরাম বলেছেন:
হায় কলম , হায়..........
অনেক ভালো লেগেছে ![]()
১৮|
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৭
জিসান শা ইকরাম বলেছেন:
হায় কলম , হায়..........
অনেক ভালো লেগেছে ![]()
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৩:৩৮
অচেনা রাজ্যের রাজা বলেছেন: কলমের দুঃখে কাঞ্ছেন দেইখা মামারে কলম এক্কান ফ্লাচ দিছে...
১৯|
২৪ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৭
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: রাজ্যহীন রাজা ভাই আমার কমেন্ট গেল কই??
কিবোর্ডের কারনে এখন আর কেউ কলম দিয়ে লিখেনা
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪১
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ১৯ নং কমেন্টটা তাইলে কার......??
২০|
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৪
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আমি জানিনা কার, আমাকে জিগান কেন??
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৩:৫৮
অচেনা রাজ্যের রাজা বলেছেন: খাইছে পাগলা তো হাচাই পাগলা হইয়া গেচে....
২১|
২৪ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৭
শিশিরের বিন্দু বলেছেন: কলমের আত্তকথন অনেক ভালো লেগেছে। তবে কলমের প্রয়োজনীয়তা এখনো ফুরয়নি আমার কাছে। আমি এখনো কলম দিয়ে ছড়া লিখি সেগুলো কখনো পোস্ট করা হয় না অবশ্য। আর কলম আছে আমার কাছে নানান রকম। আমার মায়ের দাদুর অনেকগুলো কলম আছে আমার কাছে। শতবর্ষই এই ফাউন্তেন পেন তারপর আছে পাখির পালকের কলম তারপর আছে দোয়াত কালীর কলম। যদিও কালি নেই। তবুও এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। অ হ্যাঁ আমার আম্মু ম্যাট্রিক পরীক্ষার সময় ফাউন্তেন পেন গিফট পেয়েছিলো সেগুলো সাজিয়ে রেখেছি এখনো। আরও অনেক কলম কিংবা কলমের মতো অনেক কিছুই যেগুলো আমাকে নিয়ে যায় অনেক অনেক দুরের কোন স্মৃতিতে যখন হয়তো আমার জন্মই হয়নি সেগুলো দেখতে আজো ভালো লাগে। ইচ্ছে আছে একদিন সেগুলর ছবি ব্লগে সবার সাথে শেয়ার করবো। তবে তার আগে কয়েকজনের অনুমতি নিতে হবে।
ভালো লাগা রইলো আপনার কলমের পোস্টে।
২৫ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৪
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
কলমকে সুন্দর করে সাজিয়ে রাখার কারণে কলমের পক্ষ থেকে আপনাকে ফ্লাচ!
হুম তাড়াতাড়ি অনুমতি নিয়ে ছবিগুলো শেয়ার করুন আমাদের সাথে। কলমগুলো দেখার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি...!
২২|
২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
সায়েম মুন বলেছেন: একটা সময় হয়তো কেউ আর কলম দিয়ে লিখবে না। ডিজিটাল প্রযুক্রির বরে সবাই ডিজিটালি লিখবে। সবার লেখা দেখতেও এক হবে।
ভাললাগা লেখায় প্লাস।
২৫ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৯
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ডিজিটালায়নরে মাইনাচ...
২৩|
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৩
সরল মানুষ বলেছেন: হাই
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:০৩
অচেনা রাজ্যের রাজা বলেছেন: কি খবর কুটিল মানুষ.... ভালো আছেন ??
২৪|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:১৫
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আমাকে খালি সবাই পাগলা বলে
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:২৫
অচেনা রাজ্যের রাজা বলেছেন: পাগলারে পাগলা কইবো না তো কি কইবো ??
২৫|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৩৬
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আমাকে যে পাগলা ডাকে সেইইইইইইই আসল পাগলা
আমি সামুরাইয়ের মালিককে বিচার দিবো
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৬
অচেনা রাজ্যের রাজা বলেছেন: সামুরাইের মালিক তুমার কিতা লাগে যে বিচার দিবা ??
তোমারে পাগলা ডাকা থেকে কেউ আমারে আটকাইতে পারবো না....
এর জন্য ব্যান খাইতে হইলেও খামু হেরপরও পাগলা ডাকুম....
২৬|
২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৬
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আমি তোমার কম্পিউটারে বোমা মারবো,
লাদিন আমার আত্মীয় লাগে হঅ
আপাতত খোদা একটা ঠাডা ফেলাও এই পোষ্টে
২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১৯
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আপাতত এই পোষ্টে না.....খোদারে ক ঐ কাপালিকের পোষ্টে ঠাডা ফালাইতে....
২৭|
২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৬
ক্ষণিকের আগুন্তক বলেছেন: এই পোষ্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই একটি কলমের শেষ ইচ্ছাটুকুর করুণ মৃত্যু ঘটলো! কলমের এই করুণ পরিণতির জন্য পোষ্টের লেখক কোন ভাবেই দায়ী নন। ডিজিটাল যুগের ডিজিটালায়নই একমাত্র দায়ী!
ভালো লাগলো ![]()
২৭ শে আগস্ট, ২০১১ রাত ৮:০৪
অচেনা রাজ্যের রাজা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: প্লাস !!