নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা

অচেনা রাজ্যের রাজা

আপাতত নাই

অচেনা রাজ্যের রাজা › বিস্তারিত পোস্টঃ

--এক নষ্ট ছেলের গল্প--

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

........................

........................

........................



ছেলেটা নামায পড়ে না এমনকি সারা রাত মেয়েদের সাথে ফোনে কথা বলে জুমার নামাযটা পর্যন্ত মিস করে ফেলে।

এতে কেউ অবাক হয় না।

কেউ অভিযোগ করে না।

পড়াশোনায় মন নেই তার।

কি দিন কি রাত আড্ডা চলে সবসময়।

পকেটে ফোল্ড হওয়া চাকু নিয়ে করে ফিরে সে মারামারি।

অবসন্ন দেহে সিগারেটের একটান বুক ভরা ধোঁয়া দেয় তাকে প্রশান্তি।

কেকোফোনাস শব্দে মুখ যেন তার লাগামহীন

ঘোড়া। ডাকলেই বলতো... আসছি, খাড়া রে শালা !!



এসবের বিরোধিতা করে না নষ্ট সুশীল সমাজ।

সুশীলেরা বলে এই তরুণেরাই তো সমাজ বদলে দেবে, এরাই আমাদের হাতিয়ার, এদের নিয়েই তো আমাদের স্বপ্ন।

এরাই তো নতুন প্রজন্ম !

আরেকদফা এগিয়ে চলে নষ্ট

ছেলের কাহিনী...



হঠাৎ করেই কালো ঝড়ে হয় সে সর্বহারা।

রাস্তা খুঁজে পায় না সে, হয় দিশেহারা।

আচমকা এক ঝলক আলোর দেখা পেলে, সেখান থেকেই নষ্ট ছেলের নষ্টামি সব ভাগে।



প্রতিদিন ৫ ওয়াক্ত নামায

জামায়াতে পড়ার চেষ্টায় লিপ্ত

থাকে সে। পড়ায় ছেলের মন বসেছে, ভালো করছে এখন। সিগারেটের বিষাক্ত ধোঁয়ার কৃত্তিম প্রশান্তি দরকার হয় না আর। চাকুর বদলে টুপি এখন

থাকে পকেট জুড়ে। প্রেমের পথ

ভুলে গিয়ে ইসলামের পথ ধরে। কুরআন পড়ে, হাদীস পড়ে, ইসলামকে জানার চেষ্টা করে, আল্লাহ্-রাসুলের কথা বলে, সত্য সুন্দর পথে চলে।



সুশীলেরা এবার তার বিরোধিতা শুরু করলো। যে বন্ধুরা (ভার্চুয়াল-রিয়েল)

আগে তার ঘনিষ্ট ছিল এখন

তারা তাকে পাশ কাটিয়ে চলতে শুরু করলো। শুরু হল তাকে নিয়ে কানাঘুঁষা। একে অপরকে বলতে লাগলো এ তো মৌলবাদী হয়ে গেছে, নয়তো শিবিরে যোগ

দিছে কিংবা হিযবুত, তালামিয, খেলাফতে মজলিসে যোগ দিছে।

চলতে থাকে তার সাথে বাতিলের

শত্রুতা। যারা তাকে বলেছিল প্রজন্ম এবার তারাই বলে হয়েছে নতুন ছাগুর জন্ম!!



এতো কিছু সহ্য করে সে আল্লাহর

পথে দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকে, থাকবে।

অনড় হয়ে, শক্ত কণ্ঠে মিথ্যার

বিরুদ্ধে কথা বলে যাবে আমৃত্যু

পর্যন্ত। আল্লাহ্ যেন তাকে সেই

তৌফিক দান করেন। আমিন।



(আমার ফেবু আইডি থেকে)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

মুহসিন বলেছেন: সত্য বলা সহজ। কিন্তু মিথ্যার বিরুদ্ধে কথা বলাই কঠিন।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আসসালামু আলাইকুম,

আসাধারন পোষ্ট হে মুমিন ভাই। আল্লাহর পথে আরও অনেককে এই পোষ্ট আসতে উদ্ভুত করবে বলে আশা করছি। জাঝাকাল্লাহ খায়রান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.