নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা

অচেনা রাজ্যের রাজা

আপাতত নাই

অচেনা রাজ্যের রাজা › বিস্তারিত পোস্টঃ

মিথ্যেকে এফোঁড় ওফোঁড় করে দিয়ে সত্যই হাসবে শেষ হাসি

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ সর্বজ্ঞানী। আল্লাহ যেন আমার ভুলভ্রান্তি ক্ষমা করেন।



বর্তমান যুগের প্রধান এবং সবচেয়ে কার্যকরী যুদ্ধকৌশল হচ্ছে কূটনীতি এবং তথ্য প্রচারণা-যুদ্ধ। এই দুইয়ের সমন্বয়ে যেকোন দেশের সর্বোচ্চ ক্ষমতাকে নাড়িয়ে দেয়া যায়। দূর দূরান্তে থেকেও মুহূর্তেই পাল্টে দেয়া যায় শাসক গোষ্ঠীকে, বদলে দেয়া যায় গঠনতন্ত্রকে। সুতরাং কূটনীতি বিষয়ে জ্ঞান যার বেশী সেই ক্ষমতাবান। তাকে কেন্দ্র করেই পৃথিবী অবিরাম ঘুরতে থাকে।



বিভিন্ন দেশের সেনাবাহিনীর অফিসার রাঙ্কে নিয়োগের সময় শরীর-স্বাস্থ্য ইত্যাদি ফিজিক্যাল বিষয়াবলীর পাশাপাশি বুদ্ধাংকের লেভেলকে প্রাধান্য দিয়ে থাকে কিন্তু সৈনিকদের বেলায় তা করা হয় না, ওদের খালি গতরে জোর থাকলেই হল। বর্তমানে মারমার কাটকাট টাইপের বেশ কিছু পাবলিকের উদ্ভব ঘটেছে যারা মনে করে রাস্তায় নেমেই আজকালের ভিতর একখান বিপ্লব ঘটাই দিবে। আবেগ আটকাতে না পেরে যে এসব করছেন তা সহজেই বুঝা যায়। এই আবেগের যে কোন দরকার নেই তা নয়, এই আবেগকে ধরে রাখুন একদিন সঠিক সময় মতো কাজে লাগবে।



আজকের যুগে ইসলামের ধারক সাংবাদিক, গায়ক, চলচ্চিত্র পরিচালক, নাট্যকার অথবা অভিনেতা-অভিনেত্রী কতজন আছেন যাদের দেখে নতুন প্রজন্মের মুসলিমরা বড় হবে। রাসুলের দেখানো পথকে সুন্দর করে কতজন তুলে ধরছেন নতুনদের কাছে। বই-পুস্তকে যেখানে শিশুদের আগ্রহের মাত্রা দিনকে দিন কমে যাচ্ছে সেখানে নতুন মাত্রায় ইসলামী চেতনা সৃষ্টি করার কথা কতজন ভাবছেন।



হাই থিঙ্কিং আর প্লেইন লিভিং নীতিতে বিশ্বাসীদের দেখা সমাজে পাওয়া না গেলেও হাই লিভিং, প্লেইন থিঙ্কারদের দেখা অহরহ পাওয়া যায়। বেশীর ভাগ ইসলামী চিন্তাবিদেরা একটা নির্দিস্ট সময়ে এসে বস্তুবাদে এতোটাই ঝুঁকে পড়েন যে সারাজীবন ইসলামের আহরণ করা সব জ্ঞানের বিপরীত কাজ করতে থাকেন। আমাদের দেশে ইসলামী প্রোফাউন্ডেস্ট থিঙ্কারসদের প্রচণ্ড অভাব। ইসলামের জ্ঞানকে আরো প্রসারিত করতে হবে এবং নিঃসন্দেহে তা হতে হবে অথেনটিক সোর্স থেকে; তথাকথিত ভুলে ভরা ফাজায়েলে আমল, নেয়ামুল কুরআন, মক্সুদুল মুমিনীন, বেহেশতী জেওর এসব বই থেকে নয়।



মনে রাখা উচিত ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে কখনো বিজয় আসে না বরঞ্চ আরো ক্ষতি হয়। আমাদের অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিহত বা পরিবর্তন এবং নির্যাতন ও মিথ্যাচারের জবাবে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের প্রার্থনা করে যেতে হবে। বর্তমান যুগের যুদ্ধে বিজয় অর্জন করতে হলে এটাই হচ্ছে একমাত্র পথ। আসুন ইসলামী জ্ঞানের সমুদ্রে ডুব দেই। প্রতিটি সেকেন্ডের সাথে রিলেট করে ফেলি ইসলামকে। আপনার প্রত্যেকটা কাজে যখন দেখবেন ইসলাম চলে আসছে এবং সেই সুন্দর বিধান অনুযায়ী আপনি কাজ করছেন তখনি বুঝবেন আপনার জানা সার্থক অন্যথায় সবই অনর্থক। এই অবস্থা যখন বৃহৎ সাধারণে পরিণত হবে তখন সত্যি সত্যি কিছু একটা করা সম্ভব হবে, বিজয়ও চলে আসতে পারে ইন'শা'আল্লাহ। আল্লাহ নোউজ দ্যা বেস্ট।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

বাক স্বাধীনতা বলেছেন: +++++++++ একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.