নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেলো। গাধাটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো। কৃষক ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়।
কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর। প্রথমে গাধা ঘটনা আঁচ করতে পেরে চিৎকার করে গলা ফাঁটিয়ে কাঁদতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলো। কৃষক এই নিরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো। প্রতিবার যে-ই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে। এটা দেখে কৃষক
আরো মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুয়া থেকে।
মরালঃ জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক। আপনার কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠা। প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আপনি তা কাজে লাগানোর মতো ইতিবাচক হয়ে থাকেন। যেকোন সুগভীর কুয়া থেকেই মুক্তিলাভ সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন।
১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
ছাসা ডোনার বলেছেন: সত্যিই খুব সুন্দর আইডি্যা!!!!!!!
১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট।
১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
শূন্য পথিক বলেছেন: মরালটা দারুন।।
১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
ডাব্বা বলেছেন: সত্যি, এটা আমার দরকার ছিল। থ্যাংকস্।