নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সবকিছু নষ্টদের অধিকারে যাবে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

৩৪৫ মানুষ হত্যা করে মাত্র যাবতজীবন ।দেশবাসী অবাক ও নির্বাক...সাজানো রায় মনে হচ্ছে....একই প্রকার অপরাধের জন্য পলাতক আসামি বাচ্চু রাজাকারের ফাসির রায় হয়। অন্য দিকে একই অপরাধে বাইন্দা রাখা অপরাধীর রায় হয় জাষ্ট কারাদণ্ড।মুক্তিযোদ্ধাদের সাথে বেঈমানী করা হলো ।আমি মানি না এই বিচার...



যুদ্ধাপরাধীদের মামলার রায় আমিই দিয়ে দিচ্ছি।গোলাম আযম, সব অভিযোগ প্রমাণিত,রায়ঃ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ।মতিউর রহমান নিজামী, সব অভিযোগ প্রমাণিত,রায়ঃ দুই বছরের বিনাশ্রম কারাদন্ড।মামলায় জামায়াত জয় লাভ করেছে। মিষ্টি বিলাচ্ছে । রাতে ডিজে পার্টি হবে ।



সাজানো নাটক দেখলাম, রাজনৈতিক খেলা।যাবজ্জীবন? আহা! কি মধু মধু! কার ইশারায় শত শত মানুষ হত্যার রায় যাবজ্জীবন হয়?অভিনন্দন জানাই সকল জামাতি শিবিরদের।৩৪৪জনকে খুন করেও যাবজ্জীবন পেয়েছেন ।এতো বড় একটা খুনীকে বাঁচিয়ে রাখা কারোই কাম্য নয়।সরকার বদলে গেলেই হারামজাদা বের হয়ে যাবে ।নিজেকে আজ খুব অপমানিত হতে হলো। মনে হলো কেউ আমার গালে জুতা মেরেছে। আমরা কোন দেশে বাস করি।



জাতি আওয়ামিলীগের হাতে একটা দ্বায়ীত্ব তুলে দিয়েছিল। ওরা জাতিকে আজ চরম অপমান করেছে।জাতির আশা আকাঙ্খা কে গলা টিপে হত্যা করেছে।যে দেশে জমি নিয়ে বিরোধের জেরে খুন হলে ফাঁসির রায় দেয়া হয় সে দেশে এতগুলো মানুষ হত্যার জন্য...সরকার সমঝোতার পথেই পা বাড়িয়েছে । একদলা থুথু ফেলে এই সমঝোতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছি।



মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে বাংলাদেশ।একাত্তরের ভয়াবহ স্মৃতি বুকে নিয়ে মিরপুরে দাঁড়িয়ে আছে স্মৃতির মিনার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

শূন্য পথিক বলেছেন: ভেতর ভেতর অনেক আলোচনা হচ্ছে! স্পষ্ট বোঝা যাচ্ছে!

বাকি গুলারে ডেকে আলতো করে বকে দেওয়া হবে। আলতো ধমক! "হুজুর, এমন কাজ আর জীবনেও করবেন না। আমরা বাপের দেশ... এই বারের মত মাফ করে দিলুম।" X(( X(( X(( X(( X((
সন্দেহ হয় বাচ্চু রাজাকাররেও বাল(BAL) পালাতে সাহয্য করেছে!

সামনে বাল (BAL) এর সাথে জামাতের জনম জনম ঐক্য জোট! X(( X(( X(( X(( X(( X((

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

দরিদ্র তারা বলেছেন: আমাদের অধিকার আমাদের চিনিয়ে নিতে হবে, যদি তোরা না পারিস আমাদের হাতে দে X( X( X( কিভাবে কি করতে হয় দেখিয়ে দিব আমরা স্বাধীনতায় কি ছিল কি আছে এভাবে মানুষের সাথে হাডুডু খেলার কোন মানে হয় না X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.