নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে
এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,
'ক' তে কাদের মোল্লা... তুই রাজাকার !
'গ' তে গোলাম আযম... তুই রাজাকার !
'দ' দেলোয়ার হোসেন সাঈদী... তুই রাজাকার !
'ন' মতিউর রহমান নিজামী... তুই রাজাকার !
'স' সাকা...তুই রাজাকার !
'ম' আলী আহসান মুজাহিদ... তুই রাজাকার !
চারিদিকে এখন যুদ্ধাপরাধী দের বিচারের দাবি।সবাই মিলে আওয়াজ তুলে, বদলে দিতে রায়- আয় শাহবাগে আয়।মানুষ যখন তার কাঙ্খিত কোন কিছু না পায় বা হারিয়ে ফেলে তখন উচিৎ-অনুচিৎ, মুলক-অমুলক, ন্যায়-অন্যায় অনেক কিছুই চিন্তা করে। এই মূহুর্তে গোটা জাতি তথা বাঙালী একটি জিনিস হারিয়ে ফেলেছে, তা হলো সরকারের উপর আস্থা।
আমার আড়াই বছরের মেয়ে মাধুর্য এসে বলছে, " মা আমিও রাজাকার মারবো" শুনে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, " কিভাবে মারবে মা"? সে কোথা থেকে তার বাবার একটা স্যান্ডেল নিয়ে এসে দরজায় কয়েকটা বাড়ি দিয়ে বলল, "এইভাবে..."ঃ)...... (-লিনা আপা )
শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগশাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ শাহাবাগ ।মুজিবনগরের পর বাংলাদেশের ইতিহাসে আরেকটি গৌরবময় স্থানের নাম হলো শাহবাগ ।
এতবড় অপরাধ করে এই শাস্তি হলে অপরাধের মাত্রা আরো বাড়বে।বাংলাদেশ কোনো একটা একক বিষয়ে, একক দাবিতে সবাই এক সাথে পথে নামলো।জনতার দাবী উপেক্ষা করার সুযোগ নাই।টেকনাফ থেকে তেতুলিয়ায় ঢেউ/মাফ পাবে না রাজকারদের কেউ।প্রায় পঁচিশ হাজার লোক জমায়েত হয়ে আন্দোলন করছে। মুখরিত হচ্ছে আকাশ বাতাশ। প্রতীকী ফাঁসিতে ঝুলছে কাদের মোল্লা। সরকার যে কাজ করেছে তার প্রতিবাদ করছে সবাই।কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর সর্বপ্রথম অনলাইন ব্লগাররাই এর প্রতিবাদে শাহবাগে একটি প্রতিবাদ সভা ডাকে। ফলে গতকাল বিকেল থেকেই "ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক" নামের সংগঠনের ব্যানারে শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে অবস্থান ধর্মঘট শুরু হয়। যোগ দেয় কিছু ব্লগার। তৈরি করা হয় সংহতি মঞ্চ।
আমরা সকল রাজাকারের বিচার বাংলার মাটিতে দেখতে চাই। সে যে দলেরই হোক না কেন? বিএনপি, জামাত, আওয়ামীলীগ- সব দলের রাজাকারের বিচার চাই। সরকার না পারে জনগনের হাতে ছেড়ে দিক, আমরাই বিচার করবো।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
ক্লান্ত দুচোখ বলেছেন: Click This Link
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২
লুবনা ইয়াসমিন বলেছেন: জয় বাংলা। ন্যা্য়বিচার প্রতিষ্ঠিত হোক।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: মুজিবনগরের পর বাংলাদেশের ইতিহাসে আরেকটি গৌরবময় স্থানের নাম হলো শাহবাগ ।
স্লোগান দিতে ইচ্ছে করছে।