নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জয় হোক ব্লগারদের

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

সেদিন আর বেশী দূরে নেইঃ ...যখন;

আব্বাঃ ব্যাটা তুই বড় হয়ে কি হবি রে? ডাক্তার ইঞ্জিনিয়ার না ব্লগার ??

পুত্রঃ হে হে আব্বা আমি তো ছোট বেলা থেকেই ব্লগিং করি; তুমি আমার আকিকা নিয়ে বিদ্রোহী ব্লগটা পড় নাই???



...যখন;

স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তির জন্য দুই শতাংশ জেলা কোটা, এমপি কোটা, মুক্তিযোদ্ধা কোটা,উপজাতি কোটা ইত্যাদির পাশাপাশি ব্লগার কোটাও থাকবে। বিখ্যাত ব্লগারদের সন্তানেরা এই কোটা সুবিধা পাবে।



...যখন;

বিয়ের ঘটকালিতে ঘটক সাহেব বলবেন, “ছেলে বড়ই আধুনিক...টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে... ব্লগিং ও করে আবার...ছেলে ৯৯% ভালো; শুধু মনে করেন, ঢাকার শাহবাগ চিনে না; (গুলশানে গাড়ি নিয়ে ২ ঘণ্টা ঘুরেও শাহবাগ খুঁজে পায় নাই)”



...যখন;

চাকুরির বায়োডাটায় ‘ওয়ার্ক এক্সপেরিয়েন্স’ হিসেবে ব্লগিং এর কথা লেখা থাকবেঃ

২০০৮ হইতে ২০১৭ পর্যন্ত রাত ১১ টা হইতে ভোর সাড়ে চারটা পর্যন্ত ব্লগিং এর এক্সপেরিয়েন্স। ব্লগ নেইমঃ "নিশি রাত... বাঁকা চাঁদ" ।



...যখন;

এলাকার কমিশনার চারিত্রিক সনদ পত্র দিবে না... দিবে ব্লগের এডমিন

To who it may bloody concern: আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, ‘ব্লগার আমজাদ’ বড়ই ভদ্র একজন ব্লগার। আম ব্লগারের মত না... বরই জাতের ব্লগার সে, আর তাই তো তার নাম আমজাদ। কম্পিউটারে, তার হাতের লেখা ভালো... আমার দেখা মতে, সে কোনও নারীকে পোক করে নাই । তার কোনও ফেইক আকাউন্ট ও নাই! অনলাইনের পাশাপাশি... অফলাইনেও আমি তার দীর্ঘায়ু কামনা করছি।



...যখন;

মুক্তিযুদ্ধ যাদুঘরের নিমিত্তে ‘ব্লগার জাদুঘর’ তৈরি হবে। সেখানে জনপ্রিয় ব্লগারদের ব্যবহৃত

জিনিস পত্র শো-কেইসের মধ্যে সাজিয়ে রাখা হবে। যেমন, ‘অমুক ব্লগারের পেন্টিয়াম ওয়ান পিসির মনিটর’... বা... ‘তমুক ব্লগারের পেন ড্রাইভের মুক্ষা’...



...যখন;

আপামর জনতাও এদের এক্সট্রা খাতির করবে। বাসে, ব্লগারদের জন্য সংরক্ষিত ‘মহিলাদের জন্য সংরক্ষিত’ আসন টাইপ, ‘ব্লগারদের জন্য সংরক্ষিত’ আসন ব্যবস্থা থাকবে। সিটের পাশেই, ল্যাপটপ কানেকশনের জন্য থাকবে থ্রি-পিন সকেট।



...যখন;

ব্লগারদের নিয়ে ইংরেজি quotation বের হবে। সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়ার একটা বেঞ্চ মার্ক আছে আর তা হলো ওদের নিয়ে ইংরেজি quotation বের হওয়া। সেই আলোকেই দেখা যাবে, মার্কেটে কোটেশন চলে এসেছেঃ "behind every successful status ... there is a ctrl+c & ctrl+v" বলেছেনঃ Barack Osama



...যখন;

চালু ব্লগারদের সরকার থেকে বিভিন্ন ভাতা দেয়া হবে যেমন, WiFi ভাতা।



...যখন;

১৬ই ডিসেম্বরে, প্যারেড গ্রাউন্ডে ব্লগারদের কুচকাওয়াজ হবে... ( ধুরু এটা আবার বেশি বেশি :p ) জয় ব্লগার। তোমাদের উদ্যোগেই বাঙালী জাতি আরো একবার ঐক্যবদ্ধ হয়েছে ।



( সংগ্রহ )

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: জয় ব্লগার

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

সজিব তৌহিদ বলেছেন: ভালো লাগলো । চমৎকার । কিন্তু শেষ পযন্ত মূল বক্তব্য কি তা বুঝতে পারলাম না।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: সামনে সুদিন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

পথহারা সৈকত বলেছেন: জয় ব্লগার।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

shfikul বলেছেন: জয় ব্লগার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.