নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১/ সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়?? কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে!
২/ প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!!
৩/ জাপানে কোন মেয়েকে ছেলে ডেটিংয়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না ।
৪/ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তে প্রতিদিন ১-২ টা কলা খান।
৫/ ২০ মিনিট ধীরে ধীরে দৌড়ানোর চেয়ে ১০ মিনিট জোরে দৌড়ালে দ্রুত দৈহিক সুস্থতা অর্জন করা যায়।
৬/ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারটির নাম গুয়ানতানামো বে।
৭/ এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব!
৮/ মৃত্যুদণ্ড কার্যকর করার ইলেকট্রিক চেয়ারের আবিষ্কারক একজন দন্তচিকিৎসক।
৯/ ১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে
ব্যবহার করা হতো।
১১/ শ্রীলংকা হচ্ছে একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশনে এবং রেডিওতে ৫ ওয়াক্ত আযান সম্প্রচার করা হয়ে থাকে!!
১২/ মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে!
১৩/ প্রতিদিন বিশ্বের প্রায় ৮২০০ মানুষ এইডসে (HIV ভাইরাস) আক্রান্ত হচ্ছে!
১৪/ কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো “Big Village (বড় গ্রাম)”!
১৫/ হংকংয়ে একটা আইন আছে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে।তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
কাউসার রানা বলেছেন: আগেও পড়েছি।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
মেহেরুন বলেছেন: জানলাম