নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিজ্ঞানী টমাস আলভা এডিসন! তাকে যান্ত্রিক সভ্যতার জনক বলা হয়। আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ আবিষ্কার ই শুধু একজন মানুষের! ভাবতেই অবাক হই। আসুন, তার সম্পর্কে আমরা কিছু জেনে নিই।
১। শিক্ষক রা ভবিষ্যদ্বাবনী করেছিলেন, "এই ছেলে বংশের মুখে কালি দেবে। পড়ালেখায় অমনযোগী ।" ইত্যাদি!
২। ডিম ফুটে বাচ্চা হওয়া জিনিসটা তার কাছে খুব রহস্যের মনে হত। প্রায় সময় নিজেই ডিম নিয়ে ঘরের কোনে বসে পড়তেন। বাচ্চা হয় কিনা দেখতে!
৩। তের বছর বয়স থেকেই পড়ালেখা ছেড়ে রেল ষ্টেশনে খবরের কাগজ বিক্রি শুরু করেন।
৪। ১৮৬৯ সালে ভোল্ট গননার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন। এইটি তার প্রথম আবিষ্কার্।
৫। গোল্ড ইন্ডিকেটর কোম্পানী টেলিগ্রাফের জন্য ফিতের উপর লিখার যন্ত্র বানাতো। এডিসন এর চেয়ে উন্নততর একটি যন্ত্র আবিষ্কার করেন। কোম্পানী এইটি কিনতে চাইলে তিনি পাচ হাজার ডলার দাবি করেন। আজব হল, কোম্পানী এই যন্ত্র টি চল্লিশ হাজার ডলারে কিনে নেয়!!!
৬। গ্রামোফোন আবিষ্কার করে সাড়া ফেলে দিলেন। নিজেই রেকর্ড করলেন ,"merry had a little lamb." মেরী ছিলেন তার প্রয়াত স্ত্রী।
৭। তাকে সবাই ডাকতো, "মেনলো পার্কের জাদুকর" ।
৮। তার আবিষ্কৃত প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলেছিল ৪০ ঘন্টা।
৯। ১৯২২ সালে আবিষ্কার করলেন,কিনেটোফোন,যা সিনেমার ক্যামেরার সাথে জুড়ে
দিয়ে তৈরী হল প্রথম সবাক চলচ্চিত্র!
ভাবলেই অবাক হতে হয়, কিরকম প্রতিভার অধিকারী ছিলেন তিনি!! সিনেমা ক্যামেরার মত জটিল জিনিসে তার অসীম দক্ষতা! সত্যিই বিস্ময়কর!
২| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:২৯
আিম এক যাযাবর বলেছেন: বিরল প্রতিভা এই যান্ত্রিক সভ্যতার জনক। # Respect.
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:১৯
খেয়া ঘাট বলেছেন: সত্যিই বিস্ময়কর!
জেমস ওয়াট বাষ্পকে কাজে লাগিয়ে ট্রেন চালিয়েছিলেন, আর আমার বাষ্পের সাহায্যে ভাঁপা পিঠা বানিয়েছি... সত্যিই বিস্ময়কর।