নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনার বুদ্ধি কতটুকু ?

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭

১/ এক লোক তার স্ত্রী ও তার দুই ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে। পথে একটি বিশাল গভীর নদী পড়লো। নদীতে একটি মাত্র পাল না তোলা নৌকা ছিলো। নৌকাতে যদি ঐ লোকটি উঠে তাহলে দেখা যায় আর কেউ উঠতে পারে না। আবার যদি তার স্ত্রী উঠে তাহলেও আর কেউ উঠতে পারবে না। এবং তাদের দুই ছেলে উঠলে অন্য কেউ উঠতে পারবেনা।

কিন্তু কিছুক্ষন পর দেখা গেল তারা সবাই ঐ নৌকার মাধ্যমে নদী পার হল। কিভাবে সম্ভব??

বি.দ্রঃ তাদেরকে অবশ্যই নৌকার মাধ্যেমে নদী পার হতে হবে এবং দাঁড় ছাড়া অন্যকিছু ব্যবহার করা যাবে না।



২/ একটি গ্রামে বেড়াতে গেছেন আপনি।আপনাকে বলা হলো গ্রামের অধের্ক লোক সবসময় সত্যি কথা বলে বাকি অধের্ক লোক সবসময় মিথ্যা কথা বলে। এখন গ্রামের একটা লোক এলো আপনার সাথে দেখা করতে, আপনি কি তাকে মাত্র একটা প্রশ্ন করে বলতে পারবেন সে সত্যবাদী না মিথ্যাবাদী? প্রশ্নটা কি?



৩/ এক দুর্ধর্ষ অপরাধীর মৃত্যুদন্ডের আদেশ হল।দেশে ২টি নিয়মে মৃত্যুদন্ড কার্যকর করা যায়। বিচারক আসামীকে জিগ্যেস করলেন,"তুমি কিভাবে মরতে চাও?ফাঁসীতে নাকি গর্দান নেওয়ার মাধ্যমে?"আসামী কিছু না বলায় বিচারক বললেন,"আচ্ছা যাও।তোমাকে সরাসরি বলতে হবে না।তুমি যে কোন একটা বাক্য বল।বাক্যটা সত্যি হলে তোমার গর্দান যাবে আর মিথ্যা হলে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে।"

আসামি কিছুক্ষন চিন্তা করে এমন এক বাক্য বলল যে বিচারক আরো কিছুক্ষন চিন্তা করে তাকে ছেড়ে দিল। আসামী বিচারককে কি বলেছিল ?



৪/ খোলা প্রান্তরে দুজন লোক পরে আছে। একজন জীবিত অন্য জন মৃত।দুজনের কাধে একটি করে ব্যাগ রয়েছে। জীবিত জনের ব্যাগ খোলা এবং মৃত জনের ব্যাগ বন্ধ। বলতে হবে তাদের ব্যাগে কি ছিল ?



একটা পরামর্শ - সুন্দর মন আর ভালো ব্যক্তিত্যের জন্যে সবচেয়ে দরকারী হচ্ছে উদার মনের হওয়া। উদার না হলে কখনোই সুন্দর মনের অধিকারী হতে পারবেন না। অবশ্যই আপনাকে আপনার ধর্মীয় অনুশাসনগুলো মানতে হবে এবং অবশ্যই তা যাচাই বাছাইয়ের মাধ্যমে। ধর্মগ্রন্থগুলো সবসময়েই একটা মানুষকে বিচার-বুদ্ধি প্রয়োগ করেই কাজ করতে বলে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং ! উত্তরের অপেক্ষায় থাকলাম :)

ভালো থাকবেন সবসময় :)

২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫

একাকী বাংলাদেশি বলেছেন: এক নাম্বারটা পারসি। কাহিনী হইলো দুই ছেলে। তারা বারবার যাবে আর একজন নৌকা নিয়ে আসবে

৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬

রিফাত হোসেন বলেছেন: হুমমম

৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯

একাকী বাংলাদেশি বলেছেন: ২ নম্বর সূর্য কোনদিকে উদয় হয়? আর বাকিগুলা পার‌তেছিনা

৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১

এসএমফারুক৮৮ বলেছেন: উত্তর জানার অপেক্ষায় রইলাম।

৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

একাকী বাংলাদেশি বলেছেন: ৪ নম্বর সম্ভবত কোন অস্ত্র ছিলো ব্যাগে। আর তারা ডুয়েল লড়ছিলো।

৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

বোকামন বলেছেন:
সুন্দর মন

৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বুদ্ধি নাই ! |-) |-) |-)

৯| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:২২

স্বপ্ন বাংলা বলেছেন: একটাও পারলামনা, উত্তরগুলির অপেক্ষায় এখানে খুঁটা গেড়ে বসলাম ।

১০| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

চানাচুর বলেছেন: ১/ এক লোক তার স্ত্রী ও তার দুই ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে। পথে একটি বিশাল গভীর নদী পড়লো। নদীতে একটি মাত্র পাল না তোলা নৌকা ছিলো। নৌকাতে যদি ঐ লোকটি উঠে তাহলে দেখা যায় আর কেউ উঠতে পারে না। আবার যদি তার স্ত্রী উঠে তাহলেও আর কেউ উঠতে পারবে না। এবং তাদের দুই ছেলে উঠলে অন্য কেউ উঠতে পারবেনা।
কিন্তু কিছুক্ষন পর দেখা গেল তারা সবাই ঐ নৌকার মাধ্যমে নদী পার হল। কিভাবে সম্ভব??
বি.দ্রঃ তাদেরকে অবশ্যই নৌকার মাধ্যেমে নদী পার হতে হবে এবং দাঁড় ছাড়া অন্যকিছু ব্যবহার করা যাবে না।


উত্তর: সিম্পল। প্রথমে ছেলে দুইটা নৌকায় উঠে পাড় হবে। তারপর ঐপাশ থেকে একটা ছেলে এই পাড়ে আসবে। তারপর মা নৌকা দিয়ে ঐপাড়ে যাবে। এরপর ঐপাড়ে যেই ছেলেটা আছে সে এই পাড়ে নৌকাটা নিয়ে আসবে। তারপর দুই ভাই নৌকায় করে ঐ পাড়ে আবার ফিরে যাবে। এরপর আবার ঐ পাড় থেকে একটা ছেলে এই পাড়ে নৌকায় আসবে। এবং তাদের বাবা নৌকায় করে ঐ পাড়ে চলে যাবে। তারপর ঐ পাড়ে যে ছেলেটা আছে সে আবার এই পাড়ে নৌকায় করে তার ভাইকে নিয়ে ঐ পাড়ে চলে যাবে :D

২/ একটি গ্রামে বেড়াতে গেছেন আপনি।আপনাকে বলা হলো গ্রামের অধের্ক লোক সবসময় সত্যি কথা বলে বাকি অধের্ক লোক সবসময় মিথ্যা কথা বলে। এখন গ্রামের একটা লোক এলো আপনার সাথে দেখা করতে, আপনি কি তাকে মাত্র একটা প্রশ্ন করে বলতে পারবেন সে সত্যবাদী না মিথ্যাবাদী? প্রশ্নটা কি?

উত্তর: তাকে জিজ্ঞেস করতে হবে, ভাই এখন কয়টা বাজে? :-&
ঠিকঠাক মতো বললে সে সত্যবাদী আর ঠিক মতো বলতে না পারলে মিথ্যাবাদী।

৩/ এক দুর্ধর্ষ অপরাধীর মৃত্যুদন্ডের আদেশ হল।দেশে ২টি নিয়মে মৃত্যুদন্ড কার্যকর করা যায়। বিচারক আসামীকে জিগ্যেস করলেন,"তুমি কিভাবে মরতে চাও?ফাঁসীতে নাকি গর্দান নেওয়ার মাধ্যমে?"আসামী কিছু না বলায় বিচারক বললেন,"আচ্ছা যাও।তোমাকে সরাসরি বলতে হবে না।তুমি যে কোন একটা বাক্য বল।বাক্যটা সত্যি হলে তোমার গর্দান যাবে আর মিথ্যা হলে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে।"
আসামি কিছুক্ষন চিন্তা করে এমন এক বাক্য বলল যে বিচারক আরো কিছুক্ষন চিন্তা করে তাকে ছেড়ে দিল। আসামী বিচারককে কি বলেছিল ?

উত্তর: এইটা আমি কইতে পারিনা /:)

৪/ খোলা প্রান্তরে দুজন লোক পরে আছে। একজন জীবিত অন্য জন মৃত।দুজনের কাধে একটি করে ব্যাগ রয়েছে। জীবিত জনের ব্যাগ খোলা এবং মৃত জনের ব্যাগ বন্ধ। বলতে হবে তাদের ব্যাগে কি ছিল ?
উত্তর: এইটাও পারিনা :(

১১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

চানাচুর বলেছেন: মাথায় গিট্টু লেগে গেল!! :|

১২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১১

েশফােয়ত আহােমদ বলেছেন: ১টা প্রথম দুই ছেলে যাবে আবার এক ছেলে ফেরত আসবে।তারপর বাবা যাবে আসার সময় অন্ন্য ছেলে ফেরত আসবে।আবার দুই ছেলে ফেরত যাবে আবার এক ছেলে ফেরত আসবে। তারপর মা যাবে আবার আশার সময় অন্ন্য ছেলেটি ফেরত আসবে।শেসে দুই ছেলে এক সাথে যাবে।
২টা সূর্য কোন দিকে উঠে?

৩টা আপনার মাথি গত কাল ২০০০ চুল ছিল।
৪ টা প্যারাসুড ছিল।

১৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

ভুল্কিস বলেছেন: ৩। আসামী বলেছিলো- "আমি টপ টেরর আকাশ" B-))

১৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

আলোর মিছিল বলেছেন: ১। প্রথমে দুই ছেলে নৌকা করে অন্যপারে যাবে।
তারপর, ১ম ছেলে এইপারে ফিরে আসবে।
তারপর, মা ঐপারে যাবে।
তারপর, ঐপার থেকে ২য় ছেলেটি এইপারে আসবে।
তারপর, দুই ছেলে আবার ঐপারে যাবে।
তারপর, ১ম ছেলে এপারে ফিবে আসবে।
তারপর, বাবা ঐপারে যাবে।
তারপর, ২য় ছেলে এপারে ফিবে আসবে।
তারপর, ১ম ও ২য় ছেলে একসাথে ঐপারে চলে যাবে।


২।অনেক গুলো প্রশ্ন করে জানা যায়--

আজ সাপ্তাহের কি বার?
সুর্য কোন দিকে উঠে?


বাকিগুলো পারছিনা.।

ধন্যবাদ

১৫| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

দি সুফি বলেছেন: ১) পুরাই ধকল পোলা দুইটার উপর দিয়া যাইব!
--> প্রথমে পোলা দুইটা ঐপার যাবে
--> একটা ফিরে আসবে
--> বাপ পার হইবে (মা ও যাইতে পারে আগে)
--> বাকি পোলাটা এইবার ফিরা আইবে
--> আবার দুই পোলা পার হবে
--> একটা ফিরা আইবে :D
--> মা পার হবে (মা/বাবার ভিতর যে বাকি ছিল)
--> বাকি পোলাটা এইপারে আসবে
--> অতপর দুইভাব আবার নদী পার হবে :D

২) প্রশ্নঃ আপনে পুরুষ, না মহিলা? B-)) B-))

৩) বাক্যঃ আমি যেই বাইক্যটা কইতেছি সেইটা কিন্তুক মিথ্যা :-B (প্যারাডক্স ছাড়া উপায় নাই) B-)) B-))

৪) বেচারা প্যারাসুট খুলতে পারে নাই :(( :((

১৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

খেয়া ঘাট বলেছেন: শেষের কথাগুলো খুব ভালো লেগেছে।

১৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১৬

অন্ধকারে কালো বলেছেন: আমি আসার আগেই সব উত্তর হয়ে গেছে।
৩ নাম্বার প্রশ্নের আরেকটি বিকল্প উত্তরঃ “আমাকে ফাঁসি দেয়া হবে”

১৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

ভুং ভাং বলেছেন: ৩ আর ৪ নাম্বার মাথায় আসে না :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.