নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জেনে নেয়া যাক আজ আমাদের স্বদেশ সম্পর্কে ।

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

আমরা শুধুই চেঁচাই যে আমাদের কিছুই নাই। আবার আমরা বাঙ্গাল বলে গালিও দেই , ঠিক না । আমাদের গর্বিত হওয়া উচিত যে আমরা বাঙ্গালী ।



★★ দূর্নীতিতে বাংলাদেশ আগে ছিল চ্যাম্পিয়ন, কিন্তু এখন ১৩তম।

★★ বিশ্বের সুখী রাষ্ট্রসমুহের মাঝে বাংলাদেশের অবস্থান ১১তম!

★★ পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশের স্থান কক্সবাজার!

★★ বৃহত্তর সিলেট এখনও ‘দ্বিতীয় লন্ডন’ হিসেবে বিশ্বদরবারে পরিচিত!

★★ প্রধান ও একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের বাংলাদেশেই! (ভারতের অংশটুকুতে বর্তমানে প্রাণী সম্পদ কম।)

★★ বিশ্বে এখনও সবচেয়ে বেশী পাট উত্‍পাদন আমরাই করি!

★★ বাংলাদেশ ফ্রীল্যান্সিং এ এখন বিশ্বে ৩য় এবং খুশির খবর হল এই ধারা অব্যাহত থাকলে আমারা ফ্রীল্যান্সিং খাতে ২০১৫ এর দিকে ১ম স্থানে চলে আসবো!

★★ ‘মসজিদের শহর’ এখনও ঢাকা–ই আছে!

★★ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একমাত্র বাংলাদেশেই (কক্সবাজার)!

★★ আমাদের শহীদ দিবসই স্বীকৃতি পেয়েছে “আন্তজার্তিক মাতৃভাষা দিবস” হিসেবে!

★★ পৃথিবীর জনপ্রিয় ভাষাগুলোর মাঝে ‘বাংলা’ এখনও ৪র্থ!

★★ আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে!

★★ একমাত্র বাঙ্গালীই এমন জাতি, যারা প্রবাসে থাকলেও নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখে!

★★ পবিত্র হজ্বের পরেই মুসলমানদের সবচেয়ে বড় মিলনায়তনের স্থান হলো “বিশ্ব ইজতেমা” যা কিনা একমাত্র বাংলাদেশেই হয়!

★★ পবিত্র কাবা’র ৫ ওয়াক্ত নামাজের জন্য নিযুক্ত পাঁচজন ঈমামের মাঝে একজন বাংলাদেশী!

এর চেয়ে বেশি সম্মান আর কোথায় আছে?

★★ এবারের হজ্বেও স্বয়ং আরবের পরেই সবচেয়ে বেশী সংখ্যক হাজী ছিলেন বাংলাদেশ থেকে!

★★ পৃথিবীর সয়চেয়ে বড় আর উচ্চতম মন্দির আমাদের বাংলাদেশেই অবস্থিত!

★★ এখনও প্রতি রমজানে পবিত্র মক্কার মসজিদগুলোতে তারাবীহ এর সালাত পড়ানোর দাওয়াত যারা পান, তাদের দুই–তৃতীয়াংশই বাংলাদেশী!

★★ ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল–রাউন্ডার সাকিব আমাদের দেশেরই!

★★ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ!

★★ YouTube আবিষ্কারক তিনজনের একজন (জাবেদ করিম) বাংলাদেশী বংশোদ্ভূত!

★★ বিশ্বের প্রভাবশালী ১০ জন মানুষের মধ্যে “খান একাডেমীর” প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খান একজন!

★★ আমাদের বাংলা ভাষা অন্য দেশের ২য় রাষ্ট্রভাষার সম্মান পেয়েছে!

★★ যুক্তরাজ্যে বাঙালীদেরকে নিয়ে গঠিত হয়েছে “মিনি বাংলাদেশ”!

★★ চীনে বাঙ্গালীদের জন্য “বাংলাদেশ দিবস” নামে একটি দিন জাতীয়ভাবে পালন করা হয়!

★★ নিউইয়র্কের সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের আইন করে বিল পাশ করা হয়েছে!

★★ আমাদের জাতীয় কবির লিখিত কবিতা তুরস্কের জাতীয় সঙ্গীত!



(সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

মদন বলেছেন: +

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭

খাটাস বলেছেন: বেশ আগে দেখেছি, তবে মনে হয় অনেকে দেখেনি।

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:০১

ওডিসিয়াস বলেছেন: অনেক তথ্য সঠিক নয় বলে মনে হয়ে।।

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৬

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: কয়েক'টা জানা ছিল, নতুনও কিছু জানলাম। ধন্যবাদ এমন একটা তথ্যবহুল পোষ্ট দেয়ার জন্য...

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩১

নভোচারী বলেছেন: আমাদের জাতীয় কবির লিখিত কবিতা তুরস্কের জাতীয় সঙ্গীত!

উইকিপিডিয়াতে তুরস্কের জাতীয় সঙ্গীত পাতায় এমন কোনো তথ্য পেলাম না।

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:



অনেক অল্পতেই তুষ্ট আমরা B-)) B-)) B-))

৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৫

আশীষ কুমার বলেছেন: তুরস্কের জাতীয় সঙ্গীত বিষয়ক তথ্যটি পুরোপুরি ভুল।
Turkish National Anthem written by Mehmet Akif Ersoy.
http://www.allaboutturkey.com/anthem.htm

৮| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯

রেজা এম বলেছেন: 2nd london !!!!!!!!!!!!! হজম হলো না !!!!!! B-) B-) B-) B-) B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.