নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই অদ্ভুত ৩৩ বছর বয়সে, আমি জানি, পেছন দিকে তাকানো মানা

২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২

এই তেত্রিশ বছর বয়সেও লিখতে পারলাম না-

বিখ্যাত কোনো কবিতা, গল্প অথবা উপন্যাস।

অবহেলা জমতে জমতে পাহাড় হয় আকাশ সমান

ইরানের এক রুপবতী নারী দূরে দাঁড়িয়ে দেয় আশ্বাস

সে তো জানে না, আমার কোনো দল নেই- বল নেই ।

কবিতার কসম আর একটু সময় যদি পাই-তাহলে দেখিয়ে দিব

আর কত দীর্ঘশ্বাস ফেলব নিরবে- গভীর অন্ধকারে।

শেষ বারের মতন হাত রেখে বুকে-ঠোঁট ছুঁয়ে কপালে

মৃত্যুর পর আমাকে কবর দিও না,ফেলে দিও পদ্মা নদীতে।

ঢেউ এর পর ঢেউ- বয়ে যাবে অনন্ত সময়

সস্তা কবিদের মতন তোমাকে কখনও বলব না-

সাগরের ঢেউ গুলো দিয়ে তোমার জন্য শাড়ি বুনতে ইচ্ছা করে।

এই তেত্রিশ বয়স আমার আর ফুরাবে না এ জীবনে !





( আমি কবি না। কবিতা লেখা আমার কাজ না। তারপরও কবিতার মতন করে কিছু একটা লিখতে খুব ইচ্ছা করে।কিছু দিন পর পর কবিতার মতন কিছু একটা না লিখলে ভালো লাগে না। আমি জানি, কবিতা হলো যথাস্থানে যথা শব্দ যা প্রতিস্থাপনীয় নয়।কাব্যের উদ্দেশ্য জগৎ ও জীবনের রহস্যকে সুন্দর করে, রসস্নিগ্ধ করে উপস্থাপিত করা।কবিতা বোঝে এমন মানুষের সংখ্যা নগন্য। তারপরও আমাদের বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ দখল করে আছে কবিতা। মনে হয় এ পৃথিবীতে সবচাইতে বেশি কবিতা লেখা হয়েছে ।

সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর একটা পরামর্শ- নিজের পরিবার এবং দেশকে ভালোবাসুন। বিদ্যুৎ অপচয় করবেন না। জয় বাংলা। )

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

অনির্বান বলেছেন: কবিতা বোঝে এমন মানুষের সংখ্যা নগন্য।



সেই না বোঝা দলের একজন না বুঝে (আমি যেভাবে বুঝেছি সেভাবে আপনি হয়তো বোঝাতে চানননি) বলল,


”অসাধারণ লিখেছেন ভাইয়া। দারুন!”

২| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:১৯

বটের ফল বলেছেন: অনির্বান ভাইয়ের সাথে একমত পোষন করে গেলাম।

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: +++

৪| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

অচিন তারা বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম... :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:১২

রেজোওয়ানা বলেছেন: ব্লগেও সব চাইতে বেশি পোস্ট আসে কবিতার, মিনিটে প্রায় দুই থেকে তিনটা করে!!

আপনার জন্য শুভেচ্ছ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.