নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যে কোনো উৎসবের দিন ঘরের বাইরে নিরাপদে থাকতে চাইলে- যা করতে পারেনঃ

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫

যে কোনো উৎসবের দিনই ঢাকা শহরের তরুন তরুনীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসে- এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিগত ইতিহাস বলে- বিশ্ববিদ্যালয়ে যতো অপ্রীতিকর ঘটনা ঘটে তার একটা বড় অংশ ঘটে মেয়ে নিয়ে সমস্যার কারনে। ছেলে-মেয়েদের ভাব ভঙ্গি দেখে খুব সহজেই বুঝা যায় কারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আর কারা বেড়াতে এসেছেন।



দুর্ঘটনা এড়াতে উৎসবের দিন গুলোতে টিএসসি'তে সকাল দশটার আগেই এসে ঘুরে চলে যান। একা বা দুইজন না এসে পুরো পরিবারের সাথে আসতে পারেন। সারা দিনের যে কোনো সময় চারুকলার ভেতরে অবস্থান করলে নিরাপদে থাকতে পারবেন। ভিড়ের মধ্যে না গিয়ে প্রিয় মানুষকে নিয়ে কোনো চাইনিজ রেস্টুরেন্টে বসুন বা ফাস্ট ফুডের দোকানে।



রমনা পার্কে গেলে বেইলী রোড এর গেট দিয়ে সোজা চলে যাবেন। আর বের হবেন রুপসী বাংলা হোটের পাশের গেট দিয়ে। সবচেয়ে ভাল হয় বেশি ভিড়ের এলাকাতে না গেলেই ভাল হয়। কোনো প্রিয় বন্ধুর বাসায় গিয়ে সবাই মিলে আড্ডা দিতে পারেন। নোংরা মানসিকতার কারো সাথে বন্ধুত্ব করবেন না। তাদের সাথে কোথাও বেড়াতে বের হবেন না।



মনে রাখবেন বিশেষ দিন গুলো হলো বখাটেদের বেশি বদমাইশি করার দিন। এদের কে বেশি পাবেন- টিএসসি, ধানমন্ডি লেক, রমনা পার্ক আর বোটানিক্যাল গার্ডেন। এবং সোরোয়ার্দীর উদ্যানে না যাওয়াই ভাল কারন উদ্যানের বেশির ভাগ জায়গা'ই নষ্টদের অধিকারে চলে গেছে। আমাদের সাবধান থাকতে হবে- থার্টি ফার্স্ট নাইট, পহেলা বৈশাখ, যে কোনো মেলা, কনসার্ট, নাইট ক্লাব, শাহবাগ আর টিএসসি থেকে।



উৎসবের দিন গুলোতে যে জায়গা গুলোতে বেশি ভিড় হয়- সেখানে না গেলেই ভাল।

সবচেয়ে বড় কথা কিছু খারাপ মানুষ সব জায়গাতেই থাকে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১১

মাঘের নীল আকাশ বলেছেন: তাইলে তো ভাই, ঘরে বইসা মুভি দেখলেই ভাল... |-) |-) |-)

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫

ঢাকাবাসী বলেছেন: ওসব উৎসব করাই বাদ দিতে হবে মনে হয়। ঘরে বইসা বইসা ক্রিকেট খেলা আর সিরিয়াল দেখমু।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: মানসিকতার কারো সাথে বন্ধুত্ব করবেন না

লাইনটি সম্পূর্ণ হয়নি। ঠিক করে দিয়েন।

৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মাঘের নীল আকাশ বলেছেন: তাইলে তো ভাই, ঘরে বইসা মুভি দেখলেই ভাল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.