নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা

২৮ শে জুন, ২০১৬ রাত ১০:৩০



অনুপ্রাণন প্রকাশন থেকে আজ বের হলো আমার লেখা বই 'টুকরো টুকরো সাদা মিথ্যা'। এই বই এর সব গুলো গল্পই সামু ব্লগে প্রথম প্রকাশ করি। অবশ্য বই আকারে বের করার সময় বেশ কিছু গল্প এডিট করেছি। বইটা এই বছর বইমেলাতে বের হওয়ার কথা ছিল। কেন এ বছরের ফেব্রুয়ারীতে বইটা বের হয়নি, তা শুধু প্রকাশকই জানেন। যাই হোক, বইটা বের হলো, তাতেই আমি অনেক খুশি। কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়।

মন বিষন্ন। কিছুই ভাল লাগছে না। উদাসীন মনে পৃথিবীর সব সৌন্দর্যই ফ্যাকাশে মনে হচ্ছে। এগুলো আমাদের জীবনে প্রায়ই ঘটে। দুশ্চিন্তা, দুঃখবোধ, মানসিক ও শারীরিক কষ্টের তীব্র যাতনা আমাদের জীবনেরই অংশ। এগুলোকে মেনে নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। আর জীবনকে আনন্দময় করার জন্য অবশ্যই বই পড়তে হবে।

আমি জানি, সামু ব্লগের একজনও আমার বইটি কিনবে না। সামু ব্লগ কি সারা বাংলাদেশের কেউই কিনবে না। তারপরও প্রকাশক আবু এম ইউসূফ ভাই কেন বইটি ছাপালো বুঝলাম না। ২০১৪ সালে 'বিকল্পহীন রবীন্দ্রনাথ' নামে আমার একটি বই বের হয়েছিল। 'বিকল্পহীন রবীন্দ্রনাথ' প্রকাশ করেছিল রোদেলা প্রকাশনি। কয়টা বিক্রি হয়েছিল আমি জানি না।

আমার 'টুকরো টুকরো সাদা মিথ্যা' বইটি পড়লে আমার বিশ্বাস কেউ বিরক্ত হবে না। বরং আনন্দ পাওয়া পাবে। ৮০ পৃষ্ঠার বই। মোট ২৫ টা ছোট গল্প আছে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। !:#P

২৮ শে জুন, ২০১৬ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আমাকে শুভকামনা না দিয়ে যদি বইটা কিনে পড়ে আপনার মন্তব্য জানাতেন-- খুব বেশি ভালো হতো।

২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১০:৫১

আর. এন. রাজু বলেছেন: শুভ কামনা রইলো।

২৮ শে জুন, ২০১৬ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: শুভকামনা না দিয়ে বইটা পড়ে- কেমন লাগলো তা আমাকে জানান। তাহলে খুশি হবো।

৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:





বইটা কিনে পড়ার পর, আপনাকে শুভ-কামনা জানাবো; এটা ম্যাসেজ হিসেবে নেবেন, শুভ-কামনা নয়।

২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: আমি দু'টাই চাই।

৪| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:০২

সিগনেচার নসিব বলেছেন: নিশ্চয় পড়ব ভাইয়া 'টুকরো টুকরো সাদা মিথ্যা' বইটি । অনিঃশ্বেস শুভেচ্ছা রইল কবির প্রতি

৫| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৪২

কামরুল হাসান জনি বলেছেন: ইনশা আল্লাহ পড়ব।

৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:০৫

গেম চেঞ্জার বলেছেন: ব্লগারদের বই কেনায় আমার বিশেষ আগ্রহ আছে। সময় করে বইটা কিনে ফেলবো। :)

(পড়ার সময় থাকুক/না থাকুক..)

৭| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০১

আলম দীপ্র বলেছেন: কোথা থেকে কিনব ?
বইটই কেনা হয়না অনেকদিন!

৮| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০১

আর. এন. রাজু বলেছেন: ঠিক আছে ভাই। সুনামগঞ্জ এ কি পাব??

আপনার সাথে আমার একান্ত কিছু কথা আছে, আপনার যোগাযোগ নাম্বার দেওয়া যাবে ভাই। কিছু মনে করবেন না।

আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই যে আমার লেখা আমি এককটি বই করতে যাচ্ছি।
বইটার নাম "রোহানের স্বপ্ন" কিন্তু কিভাবে পাবলিশ করব আমি জানিনা।

৯| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৪৭

ঢাকাবাসী বলেছেন: বইটা কিনব তারপর পড়ে মন্তব্য করব, ঠিক আছে!

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: অনুপ্রাণন প্রকাশন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.