নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্প্যানিশ রেস্তোরা (গুলশান-৭৯)

০২ রা জুলাই, ২০১৬ রাত ৯:১৬

পহেলা জুলাই শুক্রবার সন্ধ্যা থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল।
ঈদের আনন্দ নিলো কেড়ে সে-ই বা কোন মায়ের উদরের সন্তান?
সারাদিন ব্যস্ততার শেষে ক্লান্তি কাটাতে-
তারা যায় রেস্টুরেন্টে...অধিকাংশ বিদেশী নাগরিক।

চা-কফি পান করে আড্ডা শেষ করে
নিজ গন্তব্যে ফেরার পথে...
চারপাশ থেকে ঘিরে ধরে কিছু মানুষ রুপি পশুর দল
কতগুলি তাজা প্রান সীমাহিন কষ্ট দিয়ে নিঃশেষ করে দিল।
কি ভীবৎস সেইসব হত্যাকান্ড!!

শোন পশুর দল-
ইহা সহি ইসলাম নয়, ইসলাম ইহা সমর্থন করেনা।
সৃষ্টির সেরা জীব এতটা পাষান হয় কি করে, প্রভু?
শকুন এর দল একটু একটু করে গ্রাস করছে-
মানব সভ্যতাকে। আমার মাতৃভূমিকে।

নবীজির মদীনা সনদ এর কথা আজ তারা গেছে ভুলে-
সনদে আছে লেখা, দুর্বল ও অসহায়দের রক্ষা করতে হবে-
তারা যে ধর্মেরই হোক না কেন।
ভিন্নধর্মের মানুষদের বাঁচাতে যুদ্ধ করেছেন প্রিয় নবী মোহাম্মদ

কি হচ্ছে আজ জন্মভূমি মাগো তোমার বুকে?
সবিনয়ে বলতে চাই- এই হামলা আমাদের জন্য একটা সংকেত,
সামনে বড় অশুভ কিছু আসছে।
সবাই সাবধান হোন, সজাগ থাকুন।

কিবা আর করতে পারি, কবিতায় ঢেলে দিলাম নিজের সব ক্ষোভ!
যবনিকাপাত হোক এ ভয়ংকর বাহিনির কাহিনী।
হাতে হাত মিলিয়ে আসুন সবাই জঙ্গীদের বিরুদ্ধে রুখে দাড়াই।


বোরাক বাস,
বিকেল ৪ টা ৩০ মিনিট,
ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৯:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কবিতার কতগুলো লাইন ধার করলেন। অথচ জিগাইলেন না যে। :(

০২ রা জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হুবহু এক নাকি?
দুঃখিত বোন।

২| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল। একটা কথা মনে রাখা দরকার, পশুরা মানুষের মত হিংস্র নিষ্ঠুর বেঈমান কখনোই হয় না।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩২

রুবিনা পাহলান বলেছেন: আমার নামটা আপনি কপি করেছেন যেটা একদম ঠিক নয়...আমার নামটা আপনি কপি করেছেন যেটা একদম ঠিক নয়... টাইমটা মিলিয়ে দেখুন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.