নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক । এই লেখকের কাছে অন্যসব লেখক পুলাপান। আগামী ১০০ বছরে তার সাহিত্যের ধারে কাছে কোনো লেখক আসতে পারবেন না। সম্ভব না। একেবারেই সম্ভব না।
২। একজন মানুষ পুরোপুরি খারাপ হতে পারে না। অবশ্যই তার মধ্যে ভালো কিছু আছে। সেই ভালো কিছুকে খুঁজে বের করুন। দেখবেন, পৃথিবীটাকে অনেক ভালো লাগতে শুরু করবে, জীবনটাকে সুন্দর ও ঝামেলামুক্ত লাগবে, বাঁচতে ইচ্ছে করবে।
জীবনে চলার পথে কোন না কোন কারণে যাদের সাথে বিরূপ সম্পর্ক তৈরি হয়েছে, আসুন তাদের সাথে আবার দেখা করি। ভেঙ্গে যাওয়া বন্ধুত্ব জোড়া লাগানোর চেষ্টা করি। আসুন, মিলেমিশে বাঁচি। জীবনটা কিন্তু অনেক অনেক ছোট। কি লাভ এত হিংসা-বিদ্বেষ-হানাহানি করে?
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
দিস ইজ ইব্রাহিম বলেছেন: (আসতে পারবেন না।
সম্ভব না। একেবারেই সম্ভব না) এই লাইন গুলা আমার কাছে বেমানান লাগল ,এটা এভাবে বলা যায় যে " না ও আসতে পারে ,আসবেনা যে এমন কোন কথা নিশ্চিত ভাবে কিভাবে বলেন __ (ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনটা কিন্তু অনেক অনেক ছোট। কি লাভ এত হিংসা-বিদ্বেষ-হানাহানি করে?
যদি আমাদের রাজনীতিবিদ নামের ক্ষমতার পাগলগুলান বুঝতো
++++++++++
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
লাল চাঁন বলেছেন: বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক । এই লেখকের কাছে অন্যসব লেখক পুলাপান। আগামী ১০০ বছরে তার সাহিত্যের ধারে কাছে কোনো লেখক আসতে পারবেন না। সম্ভব না। একেবারেই সম্ভব না
স্যারের মৃতুূর পর কেন জানি বইমেলায় আর টানেনি, তাই যাওয়া হয়নি।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
খায়রুল আহসান বলেছেন: শেষের অনুচ্ছেদে যা কিছু বলেছেন, তা মুগ্ধ করে গেল। সুন্দর এ আহ্বানের জন্য ধন্যবাদ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
শৈবাল বিস্বাস বলেছেন: অাসলে একজন সিন্ধান্ত নিয়ে বা নিজের মনকে পাল্টিয়ে কোন লাভ হয় না....নিজেকে পাল্টালে অন্যের আছ থেকে শুধু কষ্ট পেতে হয়।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ