নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সমুদ্র পাড়ে আমরা দুই জন। সমুদ্র পাড়ের বাতাস কিন্তু ঠান্ডা হয়।
২। এই ছবিটা সুরভি তুলে দিয়েছে।
৩। সমুদ্র পাড়ে এইভাবে অনেককেই ছবি তুলতে দেখেছি।
৪। একটু একটু করে সূর্য ডুবে যায়।
৫। হিমছড়ি'তে। তখন দুপুর তিনটা বাজে। খুব কড়া রোদ ছিল।
৬। পাহাড় থেকে সমুদ্র দেখতে বেশ ভালো লাগে।
৭। পাহাড়ে উঠেও আমি সেলফি তুলেছি।
৮। এই সাম্পান দিয়েই সমুদ্রে গিয়ে মাছ ধরে জেলেরা।
৯। এই টুপিটা ২০০ টাকা বলেছি কিন্তু দোকানদার দেয়নি। সে ২৫০ টাকা চেয়েছে।
১০। সুরভি ছবি তুলতে খুব পছন্দ করে।
১১। সমুদ্রে পাড়ে অনেকেই এই ভাবে আঙ্গুল উঁচিয়ে ছবি তোলে, আমরাও তুললাম।
১২। ঢাকা ফেরার আগের দিন বিকেলে।
১৩। ঢাকা ফেরার আগে শেষ বারের মতো সমুদ্র দর্শন।
১৪। সমুদ্রের ডেউ ফিরে যাবার পর।
১৫। শুটকি মাছের দোকান গুলোতে- সমুদ্রের বড় বড় মাছ শুটকি বানিয়ে এইভাবে ঝুলিয়ে রাখে
১৬। তিনটা চিংড়ি ৩০০ টাকা। কেনার পর নগদে ভেজে দেয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: হতে পারে, আমি জানি না। ফুল,পাখি আর মাছ আমি খুব চিনি।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!
আরও ছবি দাও!!!!!!!!!!
৯। এই টুপিটা ২০০ টাকা বলেছি কিন্তু দোকানদার দেয়নি। সে ২৫০ টাকা চেয়েছে।
আর এটা কি লিখলে আরও ৫০ টাকা দিয়ে দিলেই পারতে!!!!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: বোন, ৫০ টাকা বড় কথা না। টুপিটা পড়ার পর আমাকে ভালো লাগেনি। পরে অবশ্য অন্য একটা কিনেছি। ব্লগে ছবি দিতে ভয় পাই-- কেউ কেউ আমার ছবি দেয়াটা পছন্দ করেন না।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ১ নম্বরে বাসাত হবে না বাতাস হবে। ঠিক করে দেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২
শায়মা বলেছেন: হা হা জানি তো তোমার ছবি দেওয়া নিয়ে সে কত হাসি তামাশা!
তাতে কি ! বিপদে ডরে না বীর, কারো কোনো ক্ষতি না হলে তুমি যা ইচ্ছা তাই করবে ......
যাইহোক সামিরা আপু সুরভীভাবীজীর কি হয় ভাইয়া!!!!!!
অনেক অনেক মিল দুজনের!
আলভী বেবিটা তোমার কি হয়! বলোতো! অনেক দিন তোমাদের ছবি দেখে দেখে আমি তো তোমাদের পুরা ফ্যামিলী চিনে ফেল্লাম!!!!!!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: ঠিক আছে আপা, আরও ছবি ব্লগ আসবে।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
এ পর্বে সমুদ্র দেখে খুব ভাল লেগেছে! শুভকামনা!
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০
শায়মা বলেছেন: সামিরা আপু সুরভীভাবীর কি হয় বললে না!!!!!!!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: বোন তুমি কোন সামিরা আপুর কথা বলছো? আমার অফিসে একজন সামিরা আছে, নিউজ২৪ এ একজন সামিরা আছেন।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
শায়মা বলেছেন: সামিরা আব্বাসী!
উনার কথা বলছি!!!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: ও----
সামিরা আপা সুরভি'র কিছু হয় না। তবে এক সময় তার সাথে আমার সু সম্পর্ক ছিল। খুব কথা বার্তা হতো। ব্যস্ততার কারনে-- যোগাযোগ অব্যহত রাখতে পারিনি। অনেকের সাথেই অনেক দূরত্ব হয়ে গেছে বোন।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। আপনাদের ছবিগুলো সু্ন্দর এমনিতে যায়গা সু্ন্দর আপনারা ও সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
শেষ ছবিতে যেগুলোকে চিংড়ি বলছেন, সেগুলোকে চংড়ি মনে হচ্ছে না, সম্ভবত: ওগুলো লবস্টার।