নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

Now it\'s time to make you realized who you are.…

২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪২

১। একটা উপন্যাস লেখা শুরু করেছি- ''খোলা আকাশের নীচে শুয়ে আছে এক নারী। তার এক পাশে বহুকালের পুরনো এক বৃক্ষ ।
বৃক্ষের মাথার অনেক উপরে একটুখানি চাঁদ।''

২। মেয়েরা হাজবেন্ডের সাথে ঝগড়া করে আধ-ঘন্টার মধ্যে ব্যাগ গূছিয়ে বাপের বাড়ি চলে যেতে পারে।
কিন্তু, কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকলে সাত দিনেও তারা তাদের ব্যাগ গূছিয়ে শেষ করতে পারেনা !!!

৩। দোকানে এক টাকায় একটি চকলেট বিক্রি হয়, প্রতি তিনটি খালি প্যাকেট এর জন্য একটি চকলেট ফ্রী!
যদি আপনার কাছে পনের টাকা থাকে তবে সব মিলিয়ে আপনি মোট কয়টি চকলেট পাবেন..???

৪। কাকে বিয়ে করবেন ?
১। যার বাবার অনেক টাকা আছে।
২। যে অনেক সুন্দর।
৩। একটা সুন্দর মনের মানুষ।
৪। যে আপনাকে ভালোবাসে ।
৫। যাকে আপনি ভালোবাসি ।

৫। একটি ছেলে একদিন নির্জন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে পথের ধারে একটি খালি বোতল পরে থাকতে দেখল।তারপর বোতলে মারল এক লাথি।
'হু হু হা হা হা', বিরাট আকৃতি এক জ্বীন বোতল থেকে বেরিয়ে এসে বলল, “আমি জ্বীন, ৫০০ বছর ধরে এই বোতলের মধ্যে আছি, বল তোর কি চাই?”
ছেলেটি প্রথমে ঘাবরে গেলেও, জ্বীনের কথা শুনে তো ভীষণ খুশী।

৬। তখন সোনিয়া ছিল বড়লোকের বখে যাওয়া সুন্দরী মেয়ে্। রাস্তায় দাড়িয়ে আমার সাথে চা খেত, স্লেযিং করতো, রাজনীতি করতো, খুব আড্ডা দিতে পছন্দ করতো এবং আমার জীবনে দেখা প্রথম সিগারেট খাওয়া মেয়ে ।
৪বছর আগের সোনিয়ার সাথে এখন সোনিয়ার আকাশ পাতাল তফাত, ও এখন আইনের ছাত্রী, দিনরাত বই নিয়ে পড়ে থাকে, নামাজ পড়ে্ ।

৭। আজকাল চাকরী এবং ব্যবসা করলে- দিন আনি দিন খাই টাইপ অবস্থা হয়।কিন্তু রাজনীতি করলে গাড়ি-বাড়ি, কোটি কোটি টাকা করা কোনো ব্যাপার না। ছাত্ররাজনীতি করলেও- চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। আর একবার এইভাবে প্রচুর টাকা করতে পারলে- মানুষ ভুলে যায় যে এই টাকা অসৎ ভাবে উপার্জন করা।তখন সবাই জ্বী জ্বী করতে থাকে।

৮। প্রতিটা সংসারেই কি বউ শ্বাশুরীর ঝগড়া ? যে সংসার গুলোতে বৌ ভালো হয়, সে সংসারে শ্বাশুরী বদমাশ হয় আবার যে সংসারে শ্বাশুরী ভালো হয় সে সংসারে বৌ বদমাশ হয়।

৯। একজন ওয়েস্টার্ন লেখকের নাম লুই লামুর। তিনি একজন বিশ্ববিখ্যাত লেখক। জীবনে তিনি উপন্যাস লিখেছিলেন ৩৫০টি। পুরস্কার পেয়েছেন অসংখ্য। তার লেখা অনুকরণ করে বাংলাদেশে সৃষ্টি হয়েছে ওয়েস্টার্ন সিরিজ। নানা ভাষায় তার লেখা অনূদিত হয়েছে। শুনবেন তার প্রথম জীবনের কাহিনী? তার প্রথম উপন্যাস তিনশো প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন। আমরা হলে লেখালেখি অনেক আগেই ছেড়ে দিতাম। কিন্তু তিনি তা করেননি। নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাই তিনি সফল হয়েছিলেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


৩ নং'এর উত্তর: ২২টি চকোলেট খাওয়া যাবে।

২| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

প্রোলার্ড বলেছেন: ২. বাপের বাড়িতে তার কাপড় চোপড় থাকে । বেড়াতে গেলে স্বামীর দেওয়া কাপড় চোপড় গোছাতে সময় লাগে যে !

৩| ২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৫১

কলাবাগান১ বলেছেন: Now it's time to make you realize who you are.
It should be realize not realized...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.