নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যানজট নিরসনে সেনাবাহিনী নামানো হোক

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬

১। কবিতা পড়ে কেউ যখন বলে বুঝলাম না তখন বিষম মুশকিলে পড়তে হয়। কেউ যদি ফুলের গন্ধ শুঁকে বলে, "কিছু বুঝলাম না।" তাকে এই কথা বলতে হয় এটাতে বুঝবার কিছু নেই। এ যে কেবল গন্ধ।
____ রবীন্দ্রনাথ ঠাকুর

২। হিটলার জার্মান জাতিকে এত ভালোবেসেছিল যে কোন নারীকে বিয়ে করতে সে অস্বীকৃতি জানিয়েছিল, বলেছিল তার বধূ তার দেশ, তার জাতি। সেই ভালোবাসার দম্ভ যখন পৃথিবীর অন্য সকল জাতিকে ছোট করে দেখা শুরু করল তারই প্রেক্ষাপটে রচিত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয় সব হত্যাযজ্ঞ। এই সব বিধ্বংসী ভালোবাসার অকল্যাণ রুখতে তাই আল্লাহ চমৎকার একটা বিধান দিয়ে দিলেন – স্বভাবজাত ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেকজাত ভালোবাসা দিয়ে। অর্থাৎ ভালোবাসতে হবে কেবল আল্লাহকে। এবং আল্লাহকে ভালোবাসার অধীনে আল্লাহ যাদের আদেশ করেছেন তাদের সবাইকেই ভালোবাসতে হবে। কিন্তু কারো ভালোবাসাই আল্লাহর ভালোবাসাকে অতিক্রম করে যেতে পারবেনা।...

৩। কবিগুরুর প্রিয় চাকর বনমালি একদিন গল্প করে বলল , তাদের দেশে মনিবাবা নামে এক সাধু আছেন । তার নাম তিনবার নিলে সাপে কাটা মানুষও ভাল হয়ে যায় ।
কবিগুরু অনিল চন্দ্রকে ডেকে বললেন , “অনিল , একটা কেউটে সাপ এনে বনমালিকে কাটা , দেখা যাক মনিবাবুর মাহাত্ম্য । বনমালি বুঝল এটা রসিকতা । সেও হাসল ।”

৪। সাংবাদিকরা নিজেদের অন্য গ্রহের প্রাণী ভাবে। এরা নিজেদের সমস্ত ভুলের উর্দ্ধে দেখাতে চায়। আসলে পুলিশ, দুর্নীতিবাজদের মতই এদের নির্দিষ্ট কোন চরিত্র নেই। এরা শুধুই- নুন খাই যার গুণ গাই তার!
সাধারণ মানুষ এত বোকা নয়।

৫। মা বলছে ছেলেকে : স্কুলে যা,
ছেলে : না যাবো না, আমি জব করবো।
মা : ফাজিল, ক্লাস টু তে পড়িস তুই কি জব করবি?
.
.
.
.
.
.
.
ছেলে: ক্লাস ওয়ান এর মেয়ে কে পড়াব ।

৬। নায়কঃ ডাক্তার ছাব, আমার মায় বাচব তো??
ডাক্তারঃ খুব দ্রুত অপারেশন করতে হবে।অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।
নায়কঃ আপনে কুনু চিন্তা করবেন না ডাক্তার ছাব! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা, ঠেলাগাড়ি ঠেইল্যা দুই দিনের মইধ্যে আপনের সব টাকা জোগাড় করুম !!!








ডাক্তারঃ আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ কইরা ডাক্তারী না পইড়া ঠেলাগাড়ি চালাইতাম ।

৭। বনী ইসরাইলের নবী মুসা আঃ একবার আল্লাহ তায়লাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তুমি যখন খুব খুশি হও তার নিদর্শন কি? আল্লাহ বললেন আমি যখন বেশী খুশি হই তখন বৃষ্টি দেই। এবার মুসা আঃ আবার জিজ্ঞাসা করলেন এর চেয়ে বেশী খুশী হলে কি করেন ? আল্লাহ বললেন তখন মানুষকে আমি কন্যা সন্তান দান করি।

৮।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

পদ্মপুকুর বলেছেন: লেখা ভালইছে, মাগার হেডিংয়ের সাথে ... ক্যাম্নে কি? মাথার উপ্রে দিয়া গেল

২| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মারাত্মক পোস্ট, যথারীতি শিরোনামের সাথে পোস্টের মিল নেই!

৩| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পড়ে কেউ যখন বলে বুঝলাম না তখন বিষম মুশকিলে পড়তে হয়। কেউ যদি ফুলের গন্ধ শুঁকে বলে, "কিছু বুঝলাম না।" তাকে এই কথা বলতে হয় এটাতে বুঝবার কিছু নেই। এ যে কেবল গন্ধ।
____ রবীন্দ্রনাথ ঠাকুর
--- প্রথমেই মুগ্ধতা গুরু! আর বাকিগুলো সেই ফিলোসফি! দুর্দান্ত!

৪| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

কাউয়ার জাত বলেছেন: আপনি ভালো লেখক কিন্তু শিরোনাম নির্বাচনে দুর্ব্বল!

৫| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



মুসা নবীর ২ জন ছেলে ছিলেন, মেয়ে ছিলেন না।

৬| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

নিরাপদ দেশ চাই বলেছেন: দুর্দান্ত শিরোনাম ও দুর্দান্ত লেখা

৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫

আমি চির-দুরন্ত বলেছেন: শিরোনাম দেখেই মনটা ভরে গেল। ৬ নং টা বেশ লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪২

ফেল কড়ি মাখ তেল বলেছেন: দাদা আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে নিয়ে এক সাথে আসরে বসবো?

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: আমার গল্পের স্টক একেবারে শূন্য।
আপনি গল্প করবেন আমি শুনব।

৯| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিরোনাম আর লেখা দেখে মনে পড়ে গেল কবি নজরুলের সেই ছড়া..
কলা গাছে মারলাম তীর
হাটু বাইয়া রক্ত পড়ে
চোখ গেল রে বাবা!!!!!!!!!!!!!

হা হাহা
ইরাম কেনু লেখক ভায়া!!!!!!!!!!!!!!!!!!

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: দেশের সার্বিক অবস্থা দেখে মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে গেছে।
মাথা মুথা ঠিক নাই।
দেশ উন্নয়নের মহাসড়কে-- এমনই মহাসড়কে বাসে উঠতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.