নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চার ধরনের গাছে ভূত থাকে- বেলগাছ, তেঁতুলগাছ, শ্যাওড়াগাছ এবং বাঁশগাছ

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪



১। বাবা-মাকে না জানিয়ে ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বউ দেখেই বাবার চক্ষু চড়কগাছ। মেয়ে দেখতে মোটেই সুন্দরী নয়।
বাবা ছেলেকে পাশের ঘরে ডেকে ফিসফিস করে বলছেন, তুই এটা কী করলি, রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করলি? এ মেয়ের না আছে রূপ, না আছে সৌন্দর্য! একটা ভালো দেখে মেয়ে বিয়ে করতি আমার আফসোস থাকত না।








ছেলে বলল, এত আস্তে বলার কোন দরকার নেই বাবা, জোরে বল। এই মেয়ে কানেও শোনে না..!!

২। দুই ডাকাত একটা রাস্তার পাশে চায়ের দোকানে বসে বলতেছেঃ
প্রথম ডাকাত - প্রথমে ১০০ জন মানুষ খুন করবো তারপর ১ টা ছাগল খুন করবো
এই কথা শুনে দোকানদার বলতেছে - " ভাই, একটা ছাগল খুন করবেন কেন ? "
২য় ডাকাত - আমি কইছিলাম না একটা না একটা গাধা এই কথা বলবো যে ছাগল কেন খুন করবো; কিন্তু জিগাইবো না ১০০ মানুষ খুন করবো কেন !
আসলে বাঙ্গালি এই রকম-ই !

৩। ছোট বাচ্চাদের ঈশ্বর এক ধরণের বিশেষ ক্ষমতা দান করেছেন ! আর তা হল তাদের হাসি!!!!এই হাসি দেখে মন আর বেশিক্ষন খারাপ থাকে না ভালো হয়ে যায় ।কখনো কখনো তোমার মুখটা বন্ধ করতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল।এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিনত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।

৪। 'নিমন্ত্রন' লেখক- তসলিমা নাসরিন।
নিমন্ত্রন পড়ে তো আমি হতবাক!!! মেয়েরা সুদর্শন ছেলে দেখে প্রেমে পড়ে এবং সেই ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার বন্ধু-বান্ধব‘দের দ্বারা ধর্ষিত হয়।
এই লেখিকার বই পড়ার আগে তার জীবনী ভাল করে পড়ে নিবেন। তসলিমা নাসরিন নিজেই নিজের সম্পর্কে সহজ সরল ভাষায় লিখেছেন।
খুবই সাহসী নারী। আমি তাকে শ্রদ্ধা করি। আমার ক্ষমতা থাকলে আমি তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম।

৫। সেই দিন খুব দূরে নয়- প্রকৃতি কঠিন প্রতিশোধ নিবে।
নির্মম সব রোগ, মহামারী, ভূমিকম্প, জলোচ্ছাস দিয়ে জনসংখ্যা কমিয়ে দিবে।

৬। দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে-
প্রথম চাপাবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয় চাপাবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর হয়েছে সব গুলোই। পোষ্টে প্লাস +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

তালপাতারপাখাই বলেছেন: জ্ঞানী পোষ্ট ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আমার নানী আরো বলত বেল, বট, কামরাঙা ;) ;) ;)

৪| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭

বারিধারা বলেছেন: 'নিমন্ত্রন' বইয়ের মধ্যে কি কন বাস্তবতা আছে? কন মেয়ে কি সুদর্শন ছেলে দেখে তার জংলা বাড়িতে গিয়ে উপস্থিত হয়? তবে এই বইয়ের একটা শিক্ষা আছে। প্রেমে পড়ে পেছন পেছন ঘোরা ছেলেদের কাজ। এই কাজ মেয়েরা করতে গেলে কি হয় - তা চমৎকার ভাবে দেখানো হয়েছে।

৫| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

মার্শাল আরমান বলেছেন: ভালো। ভূতের কিছু রস পেলে ভালো হতো।

৬| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭

আফরোজ ন্যান্সি বলেছেন: তসলিমার লেখায় সব সময়ই আমি কিছু ফাঁক ফোঁকর খুঁজে পাই । জানি না এটা আমার নিজস্ব ধ্যান ধারনার কারনে নাকি আসলেই এগুলো উনার লেখার সীমাবদ্ধতা। "নিমন্ত্রণ" ও এর বাইরে নয়। ঘটনার চাইতে কাকতালীয় ঘটনার আধিক্য বেশী দেখা যায় এই বই এ । :-0

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১

প্লাবন২০০৩ বলেছেন: বাহ্‌, ভালো লিখেছেন ভাই। পোস্টে প্লাস +++++

৮| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

শামচুল হক বলেছেন: দারুণ ভুতের কাহিনী। চলতে থাকুক

৯| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

সামিয়া বলেছেন: সব শেষে কি উল্লেখ করা উচিৎ ছিলনা সংগৃহীত!!??

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: অবশ্যই উচিত ছিল। কিন্তু এটা বলার দরকার ছিল কি? একটা লেখা পড়লেই তো বুঝা যায়।

১০| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভুতের কাহিনী কোথায় ? এ যে অন্য গল্প।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: শুভংকরের ফাঁকি .।.।.।

১১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

সামিয়া বলেছেন: সবাই একরকম নাও হতে পারে এটা ভেবেই বলেছি। আগের মন্তব্য খারাপ লাগলে মুছে দিয়েন ভাইয়া। বিরক্ত করে থাকলে দুঃখিত ।।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: একটুও বিরক্ত হইনি।
সত্যি বলছি।
কসম।

১২| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: আপনি কোন গাছের মানুষ??

১৩| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

সোহানী বলেছেন: ভুতের কেচ্ছা খুঁজতে আসলাম... B:-)

১৪| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


বেল গাছের দিকে তাকিয়ে লিখলে, লেখা ভালো হয়।

১৫| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি প্রধানমন্ত্রী হলে আপনার প্রস্তাব ৪। আমি নিজেই বাস্তবায়ন করতাম। কিন্তু আমার প্রধানমন্ত্রী তো দূরের কথা ইউনিয়ন পরিষদের মেম্বার হবারও কোন সম্ভাবনা নেই। আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.