নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। "ফিজিক্স" যেখানে শেষ... "মেটাফিজিক্স" সেখানে শুরু। বিজ্ঞান যেখানে যেতে পারে না, দর্শন সেখানে বিচরণে সক্ষম।ধর্মতত্ত্ব সহায়ক ভূমিকা পালন করতে পারে ও দর্শনকে ঠিক রাস্তায় নিতে পারে। ইসলামী ধর্মতত্ত্ব দর্শনকে ঠিক পথে চালাতে সক্ষম।
২। পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি?
৩। আমাদের নির্বুদ্ধিতা এবং দুর্বলতা প্রকাশ পায় দুইটি ক্ষেত্রে,
এক, যখন আমাদের কথা বলা উচিত কিন্তু আমরা নীরব থাকি
দুই, আমাদের যখন নীরব থাকা উচিত কিন্ত আমরা কথা বলি
৪। দুইজন ধূমপায়ীর একজনের লাইটারের আগুনে অন্যজন সিগারেট ধরালেই একে অপরের বন্ধু হয়ে যায়!
৫। প্রথম ইঁদুর: জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর: কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।
৬। স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ??
.
.
.
এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : "হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।"
৭। ঢাকা শহরে সবচেয়ে অভাবী শ্রেণী হলো বাড়িওয়ালারা। প্রতিবছর বাড়িভাড়া না বাড়ালে তাদের পেটের ভাত জোটে না।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Small < Smaller
সবগুলোই ভালো লাগলো।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
"১। "ফিজিক্স" যেখানে শেষ... "মেটাফিজিক্স" সেখানে শুরু। বিজ্ঞান যেখানে যেতে পারে না, দর্শন সেখানে বিচরণে সক্ষম।ধর্মতত্ত্ব সহায়ক ভূমিকা পালন করতে পারে ও দর্শনকে ঠিক রাস্তায় নিতে পারে। ইসলামী ধর্মতত্ত্ব দর্শনকে ঠিক পথে চালাতে সক্ষম। "
-যীশুর জন্মের পর, ২০০০ বছরে পদার্থ বিদ্যার বিবর্তন ঘটেছে, দর্শনের বিবর্তন ঘটেছে; ধর্মের বিবর্তন গ্রহনযোগত নয়; এখন বুঝুন, কি ঘটেছে!
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
২ নং
short, short+er
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: সবগুলোই ভালো লাগল।
৬| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফানি বাট বাস্তবতার মিশেল।
৭| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০
ধ্রুবক আলো বলেছেন: সব গুলো ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৩১
ধুতরার ফুল বলেছেন: হা হা। শেষ দুটো বেশি ভাল।