নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকাল একটা অক্ষম মন নিয়ে চলাফেরা করি

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪



১। যেখানে লেখা থাকে "ধূমপান মুক্ত" এলাকা।বেছে বেছে সেই জায়গাতেই কেন যে সিগারেট ধরাতে ইচ্ছা করে!সিগারেটেরে ব্যাপারটা ভুলে থাকার কোন উপায় কি আছে?

২। মেয়ে : তুমি আমায় কতটা ভালবাসো ?
ছেলে : সীমাহীন......
মেয়ে : তবে তাজমহল করছো না কেন ?
ছেলে : জমি কেনা শেষ ! তুমি মরলেই কাজ শুরু হবে ।

৩। শুধুমাত্র একটি খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী?

৪। কুকুর বিড়াল'রা মানুষের কথা বুঝে কিন্তু রাজনীতিবিদিরা মানুষের কথা বুঝেন না।

৫। একদিন এক ফুলের বাগানে একটা তরুন কাপল ডেটিং করতে গেছে। গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ চোখ বুজে বসে আছে। তরুনটি তরুনীকে বললো, দেখো কেমন স্বভাব বুড়োর। এত সুন্দর জায়গায় বুড়ো চোখ বুজে বসে আছে।‘
বৃদ্ধের নাম ছিল হযরত জালালউদ্দিন রুমী। বিখ্যাত পারসী সুফিবাদী কবি। উনি চোখ খুলে উত্তর করলেন। কেউ কেউ চোখ বুজেও অনেক বেশী সৌন্দর্যের সন্ধান পান।

৬। বাসে করে বনানী যাচ্ছি। আজ ভাগ্যটা ভাল। সিট পেয়েছি। আমার দুই পাশে দুইজন মেয়ে বসে আছে। দুইজনই দেখতে দারুন সুন্দর। একজন দেখতে বিমানবালাদের মতোন, একজন টিভির সংবাদ পাঠিকার মতোন।
অন্যদিনের তুলনায় আজ জ্যামটা একটু কম। ট্র্যাফিক সিগনাল পড়লেই বিমানবালা আর সংবাদ পাঠিকা খুব বিরক্ত হচ্ছে। আমি মনে মনে বললাম, আহ হা বিরক্ত হচ্ছেন কেন, আপনারা ইচ্ছা করলে আমার কাঁধে মাথা রাখতে পারেন।
বাস চলছে। জানালা দিয়ে হু হু করে বাসাত আসছে। বিমানবালার চুল উড়ে আমার গায়ে পড়ছে। সংবাদ পাঠিকার ওড়না উড়ে আমার গায়ে এসে পড়ছে। সত্যিকথা বলতে আমার একটুও বিরক্ত লাগছে না। বরং সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে।
হঠাত বিমানবালা আমার গায়ের উপর একগাদা বমি করে দিল। বুঝতে পারলাম সে সকালে নুডুলস নাস্তা খেয়েছে। বিমানবালার বমি দেখে সংবাদ পাঠিকাও আমার উপর বমি করে দিল। সে নাস্তা খেয়েছে, পরোটা ভাজি তবে সম্ভবত সাথে ডিম ছিল।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫

বিজন রয় বলেছেন: হা হা হা ..............

৬ নম্বরটি পড়ে আমারো বমি চলে এলো।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

বিজন রয় বলেছেন: ৩। শুধুমাত্র একটি খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী?

জানা নেই।
বলে দিন।

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

অর্ক বলেছেন: হা হা হা। তরুণী দুজনের অসুস্থ শরীরে বাড়ির বাইরে বেরোনা ঠিক হয়নি! পলিথিন ব্যাগ রাখতে হতো সাথে। এভাবে মানুষের ওপর...

৪| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

পুলক ঢালী বলেছেন: ইস্ এখন খেতে বসবো আর আপনার ছয় নম্বরটা ভিতর থেকে উগলে উঠার উল্টো ভাব আনছে।
আফটার অল বমি স্নানে বিধৌত হওয়ার সৌভাগ্য অর্জনের জন্য মোবারক বাদ। ;) :P

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: দুঃখিত।

৫| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


২ তরুণীই আপনাকে প্লাস্টিকের বস্তা মনে করেছিলেন?

৬| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

নীল আকাশ ২০১৬ বলেছেন: মধু

৭| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


যথাসম্ভব লবন পঁচে না

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লবন না ওস্তাদ। মধু।

৮| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

ফেল কড়ি মাখ তেল বলেছেন: সকল কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল। ঘরে বউ রেখে অসৎ উদ্দেশ্য কোন মেয়েদের সাথে বসলে এমন ই হবে। তাছাড়া আপনি সহজ সরল ভাব নিয়ে থাকলে আপনাকে আমার লুচ্চা কিসিমের বলেই মনে হয়।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনাটুকু আরও উন্নত করা প্রয়োজন।

৯| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: নূর ভাই, মিথ্যে বইলেন না (আনন্দ দেয়ার জন্য হলেও না!!!)
চোখ বুজে সৌন্দর্য্য দেখার জন্য মনের চোখের প্রয়োজন...
ভাল লাগা রইল ভাই

১০| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাগলে মানুষ চিন্না আছড় করে। এখন আপনার কি অবসস্হা?

১১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ৫ নং আর ৬ নং এক সাথে দেয়া কি ঠিক হইলো, বিশেষ করে ফিনিশিংটা, ধুর মিয়া আপনি আসলেই.........

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: স্যরি বস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.