নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমি খুব ভীতু মানুষ। কিন্তু কারো সাহস দেখলে আমার ভীষন ভাল লাগে।
ভীতু আর দুর্বলদের একটা অসুবিধে আছে, তারা কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের দিয়ে যে যা খুশি করিয়ে নিতে পারে। অবশ্য রবীন্দ্রনাথ বলেছেন- 'ওরে ভীরু, তোর ওপরে নেই ভুবনের ভার।'
২। ব্যক্তিত্ব বলে একটা জিনিস আছে, যেটা সাজগোজকে টেক্কা মেরে দেয়। আর স্মার্টনেস বলেও আর একটা জিনিস আছে যা এ যুগের পৃথিবীতে খুব দরকার।
৩। আমি যখন জীবনানন্দের কবিতা পাঠ করি তখন প্রতিটি লাইন পড়ে আমাকে থামতে হয়, বার বার থামতে হয়।
৪। আজ সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে।
গতকাল রাতে স্বপ্নে দেখলাম-
আমি একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আর চারজন লোক এসে আমার সামনে দাঁড়ালো। তারা সবাই কালো পোশাক পরা। চোখ মুখ ঢাকা। তাঁদের আমি চিনি না।
চারজন আমার সামনে এসে বললেন, সময় হয়ে গেছে, তুমি কলিংবেল বাজিয়ে দিয়েছ। তাই আমরা এসে গেছি।
আমি জিজ্ঞেস করলাম - আপনারা কে? তারা জবাব দিল না। তাঁরা আমাকে জোর করে হাত পা বাধতে লাগলেন, কালো কাপড় দিয়ে চোখ মুখ ডেকে দিল। তারপর একটা খাটে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে।
৫। সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।
প্রিয় খাবার গুলো দিয়ে পেট ভরে খেলে সুখ? প্রিয় মানুষের সাথে সমুদ্রে বা পাহাড়ে বেড়ানো- সুখ? ব্যাংকে প্রচুর টাকা থাকলে সুখ? দেশ বিদেশ ঘুরে বেড়ালে সুখ? নিজের সন্তান সুস্থ সবল থাকলে সুখ?
সুখ পরিমাপ করার কি কোনো যন্ত্র আবিস্কার হয়েছে? ধর্ম গুলো সুখ নিয়ে কি বলে? আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি সুখী মানুষ ছিলেন? রবীন্দ্রনাথ তো বলেছেন- 'এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়...'।
দার্শনিক এরিস্টটল বলেছেন- 'জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না'। একজন লেখককে জিজ্ঞেস করলাম- সুখ ব্যাপারটা আসলে কি? লেখক বললেন- ' সুখ অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। একেক মানুষ একেকভাবে একে উপভোগ করে।'
বিঃ দ্রঃ ছবিটা আমিই তুলেছি।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮
কানিজ রিনা বলেছেন: অন্ধকারের ছবিটা সুন্দর। জ্ঞানী লোক
কখনও সুখের সন্ধান করেনা। জ্ঞান
অর্জন করাটাই সুখ। লেখাটা বেশ
ভাল লাগল। ধন্যবাদ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
মনে যদি শান্তির পরশ থাকে, সেটাই সুখের উপস্হিতি
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
ফয়সাল রকি বলেছেন: ভাল... তবে স্বপ্নটা ভয়ংকর।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিটার প্রশংসা না করেই পারলামনা।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো আপনার টুকরো, টুকরো চিন্তাগুলো। অনেক জাগায় নিজের সাথে মিল খুঁজে পেলাম।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ কেমন কাটল?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: ঈদ ভালো কাটেনি।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সুখ খুবই একা্ন্ত অনূভুতি...........
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো
শুভেচ্ছা
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লিখেছেন +
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
বর্ষন হোমস বলেছেন:
ছবিটা সুন্দর হয়েছে